কলকাতা : ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(ডব্লুবিসিএস) এক্সিকিউটিভ মেন পরীক্ষা ২০২০-র অ্যাডমিট কার্ড রিলিজ করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। 


ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ (মেন) ২০২০-র পরীক্ষা আগামী ২৭, ২৮, ২৯ ও ৩১ অগাস্ট অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডের সাথে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।


কীভাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(ডব্লুবিসিএস) এক্সিকিউটিভ মেন পরীক্ষা ২০২০-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ?



  • WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট  www.wbpsc.gov.in ঢুকুন

  • হোমপেজে গিয়ে "DOWNLOAD ADMIT-CARD (FOR WRITTEN TEST/SCREENING TEST)" লিঙ্কে ক্লিক করুন। যা প্রার্থীর কর্নার বিভাগে রয়েছে 

  • স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে

  • "DOWNLOAD ADMIT CARD OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (MAIN) EXAMINATION-2020" লিঙ্কে ক্লিক করুন

  • আপনার শংসাপত্রগুলি দিয়ে লগ ইন করুন

  • স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য তার প্রিন্ট বের করে নিন


প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে, প্রবেশপত্র হল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। তাঁরা যেন পরীক্ষার হলে তা নিয়ে যেতে না ভোলেন। ডব্লিউবিসিএস মেন ২০২০ অ্যাডমিট কার্ডেও পরীক্ষার দিনের নির্দেশনা থাকবে। প্রার্থীদের অবশ্যই তা মেনে চলতে হবে।


করোনা অতিমারির কারণে WBCS মেন ২০২০-র পরীক্ষা দেরিতে হচ্ছে। সমস্ত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে এখন পরীক্ষাটি চার দিনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের WBCS মেন ২০২০-র আরও আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI