প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা wbjeeb.nic.in- এ ই-কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে পারেন ২৫ অগাস্টের আগে।
গত ৭ আগস্ট এবারের জয়েন্টের ফল প্রকাশ হয়। এবার ৭৩,১১৯ জন পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে ৭২,২৯৮ জন র্যা ঙ্ক করেছেন। এরমধ্যে ৫৫১৫৪ জন ছাত্র ও ১৭১৪৪ জন ছাত্রী।
অনলাইন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য যে নথির প্রয়োজন-
বার্থ সার্টিফিকেট বা জন্মতারিখ যাচাইয়ের জন্য দশম শ্রেণীর মার্কশিট।
দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট
পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য বসবাসের শংসাপত্র।
পিডব্লুডি প্রার্থীদের জন্য পিডব্লুডি সার্টিফিকেট
টিএফডব্লু প্রার্থীদের জন্য আয়ের সার্টিফিকেট
সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য এসসি/এসটি, ওবিসি-এ/ওবিসি-বি সার্টিফিকেট
২০২০-র কাউন্সেলিংয়ের জন্য কীভাবে আবেদন করতে হবে
১. যেতে হবে wbjeeb.nic.in-এ ওয়েবসাইটে
২. হোমপেজে ডব্লুবিজেইই ই-কাউন্সেলিং ২০২০ লেখা লিংকে ক্লিক করতে হবে
৩. ডিসপ্লে স্ক্রিনে নতুন পেজ দেখা যাবে
৪. অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কে ক্লিক করতে হবে
৫. ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে
৬. প্রয়োজনীয় বিস্তারিত পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে
৭. সাবমিট করতে হবে
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এদিন প্রার্থীদের ওয়েবসাইটের নিয়ম দেখে নথি আপলোড করতে বলা হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI