রুমা পাল, গুয়াহাটি: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিবেষার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে নিরাপত্তা দিতে উদ্যোগ নেবেন বলে ঘোষণা করলেন রাজ্যপাল ডঃ সিবি আনন্দ বোস (West Bengal Governor Dr. CV Ananda Bose)। রবিবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam Chief Minister Himanta Biswa Sarma) সঙ্গে আলোচনার ফাঁকে একথা ঘোষণা করেন তিনি। 


আরও পড়ুন: Padma Awardees On RG Kar: RG কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকদের


কলকাতার আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার চিকিৎসকরা। রবিবার তাঁদের প্রতিনিধিরা এসে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে এই বিষয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা ব্যক্ত করেন। তাঁদের আশ্বস্ত করে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের নিরাপত্তার জন্য তিনি উদ্যোগ নেবেন বলেন জানান।


এপ্রসঙ্গে তিনি আরও বলেন, এই ঘটনার জন্য যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের দাবি ও  উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়ে। এই বিষয়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করবেন। 


আরও পড়ুন: RG Kar Doctor Death Case: দুই চিকিৎসককে তলবের প্রতিবাদ, লালবাজার পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর


রবিরার অসমের রাজধানী গুয়াহাটির রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই রাজ্যের সীমান্ত এলাকা উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের।


আরও পড়ুন: RG Kar Doctor Death Case: 'প্রতিবাদ আটকাতে চাইছেন মুখ্যমন্ত্রী', বলছেন RG করের নির্যাতিতার মা


এরপরই পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেন যে আইনি ব্যবস্থা সহ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন।


আরজি করে চিকিৎসক মৃত্যুর বিচার চেয়ে ক্রমশ আন্দোলন তীব্র হচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন মানুষরা নারী নির্যাতন রোধে আরও কড়া আইন আনার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি পাঠিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Abhishek Banerjee: 'সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক', আর জি কর নিয়ে চাপানউতোর, অভিষেককে নিয়ে দাবি জোরাল হচ্ছে তৃণমূলে