West Bengal News Live : বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভায় অনুমতি বিচারপতির
বাংলাদেশে আমাদের লোক অত্যাচারিত হোক চাই না। ফিরিয়ে আনতে চাই।দরকারে একবেলা খাব, একটা রুটি ভাগ করে নেব। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। আরও খবর ।
বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভা। আগামী ৫ ডিসেম্বর প্রতিবাদ সভায় অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । শান্তিপূর্ণভাবে সভা করার নির্দেশ বিচারপতির। কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের মারধর করা যাবে না, নির্দেশ আদালতের
'সমীক্ষক সংস্থাকে কোনও তথ্য নয়, ধরবেন না ফোনও', নির্দেশ তৃণমূলনেত্রীর। তবে কি তৃণমূলে এবার আই প্যাকের দিন শেষ?
ইন্ডিয়া জোটে ফাটল আরও চওড়া, আদানি-বিক্ষোভে গরহাজির তৃণমূল। কংগ্রেসের নেতৃত্বে সংসদ ভবন চত্বরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। ইন্ডিয়া জোটের বিক্ষোভে নেই তৃণমূল কংগ্রেসের কেউই। কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একটা কর্মসূচি নিতে গেলে সমন্বয় রাখা উচিত, মত সুদীপের।
'সল্টলেকে সাহা ইনস্টিটিউটের পাশে রোহিঙ্গাদের ডেরা' , রাজ্যসভায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর। 'পরমাণু শক্তি মন্ত্রক অনুমোদিত সংস্থার পাশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা। বিধাননগর কমিশনারেটে জানিয়েও লাভ হয়নি। অনুপ্রবেশকে মদত তৃণমূল সরকারের। রাজ্যে রোহিঙ্গাদের স্বাগত জানানো হচ্ছে', রাজ্যসভায় অভিযোগ শমীকের
আরও ১ মাস পিছিয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আক্রান্ত হয়ে ICU-তে এক আইনজীবী, কোর্টে এলেন না বাকি আইনজীবীরাও।
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলাকাণ্ডে বিহার থেকে গ্রেফতার আরও ১। শ্যুটারকে ঘটনাস্থলে স্কুটারে নিয়ে আসার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়।
আর জি কর-কাণ্ডের ৪ মাসেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীকের প্রত্যাবর্তন! মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর বিক্ষোভ চিকিৎসকের । পুলিশ ত্রিপল খুলতে গেলে বাগবিতণ্ডা।
এক মাস পিছিয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। শুনানিতে এলেন না কোনও আইনজীবী। লঙ্ঘিত হল সন্ন্যাসীর মানবাধিকার, মত সনাতনীদের। এক মাস থাকতে হবে বন্দি। সন্ন্যাসীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত কলকাতা ইসকন।
বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। মে়ডিক্যালে ভর্তি-দুর্নীতির তদন্তে এবার সক্রিয় ইডি। যাদবপুর, সল্টলেক থেকে শুরু করে দুর্গাপুর, পানাগড়, কাঁকসা, হলদিয়া, বজবজ, বোলপুর--রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি। ভিনরাজ্যেও চলছে অভিযান।
সংখ্যালঘুদের উপর হামলা। বাংলাদেশিদের জন্য ত্রিপুরার হোটেলে প্রবেশ নিষিদ্ধ। ওপার বাংলা থেকে আসা কাউকে এন্ট্রি নয়, জানাল হোটেল মালিক সংগঠন।
ওপারে হিন্দুদের ওপর লাগাতার হামলা, প্রতিবাদে বাংলাদেশি পর্যটকদের বয়কটের সিদ্ধান্ত নিল ত্রিপুরা। ত্রিপুরার হোটেলে এবার ‘নো-বাংলাদেশি’। বাংলাদেশের নাগরিকদের জন্য আপাতত কোনও পরিষেবা নয়, সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন।
চারমাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন চিকিৎসক অভীক দে-র। প্রতিবাদে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর অবস্থান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। ত্রিপল টাঙানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় বিক্ষোভকারী চিকিৎসকদের। পুলিশ ত্রিপল খুলে নিতে বলায় আপত্তি জানান চিকিৎসকরা। ধর্না-অবস্থানে যোগ দেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, তমোনাশ চৌধুরী, দেবাশিস হালদাররা।
চারমাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন চিকিৎসক অভীক দে-র। প্রতিবাদে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর অবস্থান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। ত্রিপল টাঙানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় বিক্ষোভকারী চিকিৎসকদের। পুলিশ ত্রিপল খুলে নিতে বলায় আপত্তি জানান চিকিৎসকরা। ধর্না-অবস্থানে যোগ দেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, তমোনাশ চৌধুরী, দেবাশিস হালদাররা।
বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। মে়ডিক্যালে ভর্তি-দুর্নীতির তদন্তে এবার সক্রিয় ইডি। রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি। ভিনরাজ্যেও চলছে অভিযান। সকাল সকাল যাদবপুরে KPC মেডিক্যাল কলেজ, সল্টলেকে KPC মেডিক্যাল কলেজের ডিরেক্টরের আত্মীয়ের বাড়ি, পাশাপাশি, দুর্গাপুর, বর্ধমানেও হানা দিয়েছে ইডি।
প্রেক্ষাপট
সন্ন্যাসীর গ্রেফতারিতেও ক্ষান্ত নয় বাংলাদেশের কট্টরপন্থীরা। কোর্টে সওয়াল করায় আইনজীবীর উপরেও নির্মম হামলা! অবস্থা আশঙ্কাজনক। বাড়িও ভাঙচুর। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে প্রস্তাব আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে এতদিন মোদি সরকারের কোর্টেই বারবার বল ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার শুধু এই বিষয়ে মুখ খুললেন, তাই নয়...মোদি সরকারের উদ্দেশে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'কোনও ভারতীয়র উপর অত্যাচার হোক, এটা আমরা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এটা আমার পরামর্শ, অনুরোধ থাকল।'
অন্যদিকে, আর জি কর কাণ্ডের ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন হল সেই অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে এদিন দাবি করে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস। যদিও, এনিয়ে রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সভাপতি ও সহ সভাপতির মত ভিন্ন। প্রতিবাদে রাতভর রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের সামনে অবস্থানে বসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
আগামী সপ্তাহ থেকে ব্লু লাইনে শেষ মেট্রোর ভাড়া বাড়ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে সম্প্রতি দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই লোকসান এড়াতে এবার থেকে শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -