West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৭১, মৃত্যু ১৩ জনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
রাজ্যের সিলেবাস থেকে বাদ বিবেকানন্দ। প্রবন্ধ থেকে বাদ নজরুলের কবিতা। ইতিহাসের সিলেবাসে বাদ ‘ধর্ম'। করোনা আবহে পাঠ্যক্রমে কাটছাঁট করা হয়েছে। ২০২২ সালের একাদশের বার্ষিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাটছাঁট করা হল। আর তার জেরেই বাদ গেল ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাদ হওয়া পাঠ্যসূচির তালিকা। আজই
২০২২ সালের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। অথচ প্রশাসনের নজর নেই। মশারি বিলি করে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। ডেঙ্গি-ম্যালেরিয়া অনেকটাই নিয়ন্ত্রণে। বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলায় করোনার দাপট কম। পাল্টা দাবি করেছেন
চিকেন রোলের চিকেন ঠিক আছে তো? মোমোর পাতে টকটকে লাল সসে কোনও রাসায়নিক নেই তো? বোতলবন্দি পানীয় জল কি পুরোপুরি নিরাপদ? এসব খতিয়ে দেখতে চালু হল কলকাতা পুরসভার অত্যাধুনিক ফুডল্যাব।
এনআরএস হাসপাতালে গ্যাস লিক-আতঙ্ক। সকাল সাড়ে ৮টা নাগাদ লিক্যুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করায় তৈরি হয় উদ্বেগ। পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।
উত্তর ২৪ পরগনার মাটিয়ায় মৃত কিশোরীর দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরিবারের আবেদন মেনে নিল আদালত। ৯ অক্টোবর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। বিরোধীরা না থাকলে কিছু যায় আসে না, মানুষ পাশে আছে। মন্তব্য ফিরহাদ হাকিমের। ভবানীপুরের ভোটে বোঝা গেছে, কত মানুষ পাশে আছে, পাল্টা বিজেপি।
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। বিরোধীরা না থাকলে কিছু যায় আসে না, মানুষ পাশে আছে। মন্তব্য ফিরহাদ হাকিমের। ভবানীপুরের ভোটে বোঝা গেছে, কত মানুষ পাশে আছে, পাল্টা বিজেপি।
উদ্বোধনের আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেবী প্রতিমাকে সোনার গয়নায় সাজানো হল। শহরের নামকরা সোনা প্রস্তুতকারক সংস্থা শ্রীভূমি স্পোর্টিংক্লাবের প্রতিমার জন্য গয়না তৈরি করেছে। আজ সেই গয়না দিয়েই সাজিয়ে তোলা হল দুর্গা প্রতিমা। সাজানো হল লক্ষ্মী-সরস্বতী-কার্তিক ও গণেশকেও। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম বুর্জ খলিফা।
বিষ্ণুপুর পৌরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে ধৃত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ বৃহস্পতিবার পুনরায় ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। তাই এবার পুজোয় জেলে বন্দি অবস্থাতেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। একই সঙ্গে এদিন শ্যামাপ্রসাদের প্রাক্তন হিসাব রক্ষক রামশঙ্কর মহান্তি এবং পুরসভার প্রাক্তন ওভারসিয়ার দিলীপ গড়াইকে বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুরভোটের আগে জলপাইগুড়িতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নাম না করে জেলা যুব তৃণমূল সভাপতিকে নিশানা করলেন তৃণমূল নেতা। পাল্টা জবাব দিয়েছেন যুব নেতাও। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দলে দ্বন্দ্ব নেই।
পুজোর সময় বৃষ্টির ভ্রুকুটি, জল জমা রুখতে প্রস্তুতি পুরসভার। যাদবপুর, বেহালা, খিদিরপুরে বিশেষ নজর কলকাতা পুরসভার। ‘পাম্পিং স্টেশনে সবসময়ের জন্য কেউ না কেউ থাকবে’
পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে পাঠানো হবে কেন্দ্রীয় দল। পুজো নিয়ে কলকাতা পুরসভার বৈঠকে সিদ্ধান্ত
ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে, তবেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুরখেলা। বড় প্যান্ডেলে সর্বাধিক ৪৫, ছোট মণ্ডপে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন, নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। নিয়ম মানা না হলে পুজোর অনুমতি বাতিল করতে পারবে পুলিশ।
‘কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। আজ থেকে নতুনভাবে পথ চলা শুরু হল।’ তৃণমূলে ফিরে বললেন সব্যসাচী দত্ত। ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য’, সব্যসাচীর তৃণমূলে ফেরা নিয়ে বললেন পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। বিধায়ক হিসেবে মমতার শপথের দিনেই বিজেপিতে ফের ভাঙন। বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে সব্যসাচী দত্ত। সব্যসাচীর ঘরে ফেরার সাক্ষী থাকলাম, বললেন পার্থ চট্টোপাধ্যায়।
কঙ্কালকাণ্ডে আজ এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।এর আগে কঙ্কালকাণ্ডে তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ফের নতুন করে মামলা শুরু হয় সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সেই মামলায় নিষ্কৃতি পেতে এমপি-এমএলএ কোর্টে আবেদন জানান প্রাক্তন মন্ত্রী। সরকারি আইনজীবী সময় চাওয়ায় পুজোর পর এই মামলার শুনানি হবে।
ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় এসে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদেরও শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।
২৭ বছরের পুরনো মামলায় এমপি-এমএলএ কোর্টে জামিন নিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ১৯৯৪ সালে এক বাসচালককে চড় মারার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। সেই মামলাতেই এদিন এমপি-এমএলএ কোর্টে হাজিরা দেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পুজোর পর মামলার পরবর্তী শুনানি।
উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে ফের তৃণমূল থেকে আসা প্রাক্তন বিধায়কেই ভরসা রাখল বিজেপি। দিনহাটা বিধানসভা আসনে এবার গেরুয়া শিবিরের প্রার্থী হলেন অশোক মণ্ডল। ২০০৬ সালে তিনি ছিলেন উত্তরবঙ্গে তৃণমূলের একমাত্র বিধায়ক। ২০১৭-য় বিজেপিতে যোগ দেন অশোক মণ্ডল। বিজেপির দাবি, ২০০৬-এ ফরওয়ার্ড ব্লকের তত্কালীন বিধায়ক উদয়ন গুহকে হারিয়েই অশোক মণ্ডল জয়ী হন। এবারও তার পুনরাবৃত্তি হবে। অশোক মণ্ডলের কটাক্ষ, ২০১৬-য় তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন উদয়ন গুহ। তবে তিনি মাথা উঁচু করে রাজনীতি করায় বিশ্বাসী বলে তৃণমূল প্রার্থীকে কার্যত কটাক্ষ ছুড়ে বিজেপি প্রার্থী। উদয়ন গুহর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
করোনা আবহে এবারও পুজো মণ্ডপে ঢোকা নিষেধ। ফলে রাস্তা থেকেই চলবে প্রতিমা দর্শন। তাই যানজট ও ভিড় নিয়ন্ত্রণকে মাথায় রেখে পুজোর আগে উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা পুলিশের। আলিপুর বডিগার্ড লাইন্সে এদিন বৈঠকে যোগ দেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি, ডিসি, এসি পদমর্যাদার অফিসার, সমস্ত থানার আধিকারিক ও গোয়েন্দা বিভাগের অফিসার ছাড়ও ছিলেন ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। পুজোর সময় যানজট ও ভিড় মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নি বৈঠকে আলোচনা হয়।
লখিমপুরকাণ্ডে যখন উত্তাল গোটা দেশ, তখন কিষাণ সম্মান নিধি চালুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে নিজের লোকসভা কেন্দ্রে পোস্টকার্ড বিলি করলেন দিলীপ ঘোষ। এদিন খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে রথতলা এলাকায় জনসংযোগের পাশাপাশি সকলের হাতে পোস্টকার্ড তুলে দেন বিজেপি সাংসদ। কিষাণ সম্মান নিধি চালু হওয়ায় কৃষকদের উপার্জন বেড়েছে., জীবনযাত্রার উন্নতি হয়েছে। তাই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানানোর আবেদন জানান দিলীপ ঘোষ। পোস্টকার্ড ব্যাকডেটেড, যেমন দিলীপ ঘোষ আর বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ল ২৯ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছে। দাম বাড়ার ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৯৪ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ৮৮ পয়সা।
কয়লাকাণ্ডে ফের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং-কে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১১ অক্টোবর সকাল ১১টা নাগাদ দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে। ২৪ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিং-কে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি-র দাবি, বয়ান মিলিয়ে দেখে রাজ্যের গোয়েন্দা প্রধানকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই জ্ঞানবন্ত সিং-কে ইডি-র দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। খবর সূত্রের।
ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোয় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ল ২৯ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছে। দাম বাড়ার ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৯৪ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ৮৮ পয়সা।
এনআরএস হাসপাতালে গ্যাস লিক-আতঙ্ক। হাসপাতাল সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ লিক্যুইড অক্সিজেন ট্যাঙ্ক লিক করায় তৈরি হয় উদ্বেগ। পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। হাসপাতালের তরফে দ্রুত যোগাযোগ করা হয় লিক্যুইড অক্সিজেন ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার সঙ্গে। যদিও সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তাদের কাছে ট্যাঙ্কে লিকেজ সংক্রান্ত কোনও তথ্য নেই।
রাজ্যের বাকি চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। উত্তর ২৪ পরগনার খড়দায় প্রার্থী হচ্ছেন জয় সাহা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা আসনে বিজেপির টিকিটে লড়বেন পলাশ রানা। নদিয়ার শান্তিপুর বিধানসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন নিরঞ্জন বিশ্বাস। কোচবিহারের দিনহাটা আসনে বিজেপি প্রার্থী করেছে অশোক মণ্ডলকে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা ৩ নভেম্বর।
শহরে ফের অঙ্গ প্রতিস্থাপনের নজির। আমদাবাদের মহিলার হৃদযন্ত্র পাচ্ছেন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক রোগী। হাসপাতাল সূত্রের খবর, আমদাবাদের বছর ৩৪-এর ওই মহিলার মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তারপরই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। মহালয়ার সন্ধ্যায় মৃতার হৃদযন্ত্র আনা হয় কলকাতায়। গ্রিন করিডর করে মাত্র ২৬ মিনিটে তা নিয়ে যাওয়া হয় আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে। সখানে তা প্রতিস্থাপিত হচ্ছে বছর ৪০-এর রোগীর শরীরে।
সিঁথির গোপাল বোস লেনে নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হল কানে হেডফোন লাগানো যুবকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রে সোনার কাজ করতেন হুগলির আরামবাগের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক। দিনপাঁচেক আগে কাজের সন্ধানে সিঁথি এলাকায় আসেন। গতকাল রাতে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর্থিক অনটনের জেরে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না, তাও খতিয়ে দেখছে সিঁথি থানার পুলিশ।
মত্ত অবস্থায় মহিলাদের মারধর, শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। ওই ঘটনা ঘটেছে লেকটাউনের কালিন্দীতে। পুলিশ সূত্রে দাবি, ওই মহিলাকে ক্যাব ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দু’একজন বান্ধবী। অভিযোগ, ওই মত্ত যুবক কয়েকজন সঙ্গী সহ মহিলাদের রাস্তা আটকে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ করলে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দমদমের শেঠবাগান এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
প্রেক্ষাপট
এবার বেসুরো বিজেপি নেতা সবসাচী দত্ত। দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা। বললেন, আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না, গণতান্ত্রিক দেশ, তালিবান নয়।
বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস, দেশে বিজেপির মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস। বিকল্প মঞ্চকে শক্তিশালী করতে দলীয় মুখপত্রে লিখলেন মমতা। গুরুত্বে নারাজ অধীর।
নিয়ন্ত্রিতভাবে জল ছাড়তে ব্যর্থ ডিভিসি। প্রতিবছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিক কেন্দ্র। মোদিকে চিঠি মমতার। পুরোটাই নাটক, পাল্টা সুকান্ত।
কোনও মহিলাকে অন্য রাজ্যে তলবের আগে তদন্ত করতে হয়। নিয়ম মানছে না ইডি। কয়লাকাণ্ডে খারিজ হোক পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ। দিল্লি হাইকোর্টে আবেদন রুজিরার।
পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। নবমী-দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি।
নভেম্বর থেকে স্কুলেও আইসিএসসি-আইএসসি। অভিভাবকদের সম্মতিতে স্কুলে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ। রাজ্যে ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর সংখ্যাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -