West Bengal News Live: রবীন্দ্র সরণিতে পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত দুই পথচারী

Get the latest West Bengal News and Live Updates:  রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Oct 2021 07:33 PM
West Bengal News Live: রাজ্যে কমল করোনায় দৈনিক সংক্রমণ

রাজ্যে কমল করোনায় দৈনিক সংক্রমণ  । শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭৬ জন। মৃত্যু হয়েছে ১২ জনের

WB News Live Updates: নিউটাউন ডিবি ব্লক সর্বজনীনের পুজো এবার পাঁচ বছরে পা দিল

নিউটাউন ডিবি ব্লক সর্বজনীনের পুজো এবার পাঁচ বছরে পা দিল। পুজো এবং প্রতিমা, দুটোই এখানে সাবেকি। শনিবার পুজোর উদ্বোধন করেন নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবাশিস সেন। করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে সুরক্ষা বিধি মেনে সম্পন্ন হল সেই সূচনা পর্ব। অনুষ্ঠানে সাম্প্রতিক জল দুর্ভোগের প্রসঙ্গ টেনে প্লাস্টিক বর্জনের আর্জি জানান NKDA-র চেয়ারম্যান।

West Bengal News Live: ঠাকুরদালানকে থিম করে মাতৃ বন্দনার আয়োজন সল্টলেকের এজে ব্লকে

ঠাকুর দালান, এই কথাটার সঙ্গে জুড়ে রয়েছে শারোদোৎসবের সর্বজনীন আত্মিক যোগাযোগ। সাঁইতিরিশতম বর্ষে সেই ঠাকুরদালানকেই থিম করে মাতৃ বন্দনার আয়োজন করেছে সল্টলেকের এজে ব্লক। দেবীপ্রতিমা সাবেকি। শনিবার পুজোর উদ্বোধন করেন বিধাননগর পুরসভার প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী। কুলোয় প্রদীপ জ্বালিয়ে উমাকে বরণ করেন এলাকার মহিলারা। 

WB News Live Updates: উত্সবের মরশুমে অগ্নিমূল্য বাজার

উত্সবের মরশুমে অগ্নিমূল্য বাজার। গড়ে ১০-৩০ টাকা দাম বেড়েছে সবজির। পটল, ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। টোম্যাটো ৮০, বেগুন ৭০-১০০,
করলা, উচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চড়ছে পেঁয়াজের দামও। 
৪০-৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার সবজির বাজারও চড়তে শুরু করায় পকেটে টান পড়ার আশঙ্কা করছেন মধ্যবিত্ত ক্রেতারা।

West Bengal News Live: একদিনে ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চতুর্থীতেই পুজোর মুডে বাংলা, মণ্ডপমুখী কলকাতা। একদিনে ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যানজট এড়াতে পথে নামল পুলিশ।

WB News Live Updates: ‘সতর্ক থাকুন, নজর রাখুন’

পুজোয় জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক রাজ্য। মণ্ডপে বেশি স্বেচ্ছাসেবক রাখুন, সন্দেহজনক কিছুতে খবর দিন, কমিটিগুলিকে জানাল সরকার।


 

West Bengal News Live: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: রবীন্দ্র সরণিতে পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত দুই পথচারী

বৃষ্টির জেরে বিপর্যয়, কলকাতায় ফের পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু। রবীন্দ্র সরণিতে একটি বাড়ির একাংশ ভেঙে মৃত ২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন।মৃত ২ জনই পথচারী, বাইকে পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় চাঙড় ভেঙে পড়ে

West Bengal News Live: চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন,বাংলায় আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পুজো মিটতেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ অক্টোবরের মধ্যে বাংলায় আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

WB News Live Updates: চতুর্থীতেও প্রকৃতির চোখ রাঙানি, সকাল থেকেই মেঘ-রোদের লুকোচুরি, মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি

চতুর্থীতেও প্রকৃতির চোখ রাঙানি৷ সকাল থেকেই মেঘ-রোদের লুকোচুরি৷ মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমীতে ভারী বৃষ্টি হতে পারে। তা চলতে পারে নবমী-দশমী।

West Bengal News Live: রবীন্দ্র সরণিতে পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত ১

বৃষ্টির জেরে বিপর্যয়, কলকাতায় ফের পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু। রবীন্দ্র সরণিতে একটি বাড়ির একাংশ ভেঙে মৃত ১। আহত আরও ৩ জন।একটি ৪ তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে

WB News Live Updates: চতুর্থীতেও একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চতুর্থীতেও একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর ৭৫ পল্লির পুজোর উদ্বোধন করেন মমতা। সেখানে ঢাকও বাজান তিনি। এর আগে অবসরের পুজো উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: আর জি কর হাসপাতালে পড়ুয়াদের একাংশের আন্দোলন অব্যাহত

আর জি কর হাসপাতালে পড়ুয়াদের একাংশের আন্দোলন অব্যাহত। আরও ৫ জন আন্দোলনরত পড়ুয়া অসুস্থ।প্রিন্সিপালের ঘরের সামনে চলছে অবস্থান বিক্ষোভ।অধ্যক্ষের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের বচসা।দাবি না মেটায় কর্মবিরতির পথে ইন্টার্নদের একাংশ

WB News Live Updates: নলিন সরকার স্ট্রিটের পুজোর থিম-ফিরিয়ে দাও তুলির টান

নলিন সরকার স্ট্রিটের পুজোর বয়স ৮৯ বছর। বিষয়, ফিরিয়ে দাও তুলির টান।

West Bengal News Live: শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ধৃত ২ চিনা নাগরিক

শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ধৃত ২ চিনা নাগরিক। গতরাতে নেপাল থেকে শিলিগুড়িতে আসছিল ওই ২ চিনা নাগরিক। তল্লাশির সময় এসএসবি জওয়ানদের সন্দেহ হয়।জিজ্ঞাসাবাদের সময় ভারতীয় পরিচয়পত্র দেখায় ওই ২ জন।পরে জানা যায় ওই পরিচয়পত্র জাল।২ চিনা নাগরিক প্রথমে বলেন, তাঁরা হিমাচলের ধর্মশালার বাসিন্দা।নিজেদেরকে তিব্বতি বলে দাবি করেন ২ জন।তখন উদ্বাস্তু শংসাপত্র দেখতে চান জওয়ানরা।শংসাপত্র দেখাতে পারেননি তাঁরা, দাবি জওয়ানদের।চিনে থাকা বন্ধুর কাছে সার্টিফিকেট রয়েছে বলে দাবি করেন ২ অভিযুক্ত

WB News Live Updates: চতুর্থীতেই মণ্ডপে ভিড়

চতুর্থীতেই রাস্তায় ভিড়, মণ্ডপমুখী অনেকে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। শিয়ালদায় ঢাকের বোল। আজ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, পথে পুলিশ।

West Bengal News Live: নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল সিবিআই

নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে ১১জন গ্রেফতার। ১১জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার 

WB News Live Updates: চতুর্থীর দিন বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা

কেউ এসেছেন নদিয়া থেকে। কারও বাড়ি মুর্শিদাবাদে। চতুর্থীর দিন বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা। শিয়ালদা স্টেশনে ভিড় জমছে। ঢাকের বোলে উত্সবের মেজাজ। বায়না হলে মিলবে টাকা। প্রতিবার এই সময়েই ঢাকিরা আসেন কলকাতায়। বছরের এই সময়টাই যা রোজগার হয়। যেটুকু সঞ্চয় তা নিয়েই গ্রামে ফিরে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাঁরা। সেই আশাতেই সারা বছর দিন গোনা।

West Bengal News Live: শহরের অনেক রাস্তাতেই যানজট, বিকেল থেকে যান নিয়ন্ত্রণে নামছে প্রচুর পুলিশ

আজ বিকেল থেকে যান নিয়ন্ত্রণে নামছে প্রচুর পুলিশ। গাড়ির সংখ্যা বেশি থাকায় শহরের অনেক রাস্তাতেই যানজট।বিকেল থেকেই তাই রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশবাহিনী

WB News Live Updates: দমদম পার্ক ভারত চক্রের পুজো ঘিরে বিতর্ক, মুখ্যসচিবের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর

দমদম পার্ক ভারত চক্রের পুজো ঘিরে বিতর্ক। ট্যুইটে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, দমদম পার্কের একটি পুজো জুতো দিয়ে সাজানো হয়েছে। শিল্পীর স্বাধীনতার নামে মা দুর্গার অপমান সহ্য করা হবে না। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি। ষষ্ঠীর আগে উদ্যোক্তাদের জুতো সরিয়ে ফেলার আবেদন করছি।

West Bengal News Live: চতুর্থী থেকেই উত্সবের মেজাজে শহর,চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও

একে চতুর্থী তার ওপর শনিবার। প্রতিপদ থেকেই উত্সবের মেজাজে শহর। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও।

WB News Live Updates: পুজোর থিম ঘিরে বিতর্ক, ক্লাবকে আইনি চিঠি

মণ্ডপ সজ্জায় জুতো ব্যবহার। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সরব বিজেপি। দমদম পার্ক ভারতচক্রের এবারের থিম, কৃষক আন্দোলন। মূল মণ্ডপের বাইরে দেওয়ালে সারি সারি জুতোর ইনস্টলেশন। এতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। ক্লাব কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে আইনি চিঠি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের বাইরে জুতো খুলেই প্রবেশ করতে হয়। এক্ষেত্রেও মণ্ডপের বাইরে রয়েছে জুতোর ইনস্টলেশন।

West Bengal News Live: চতুর্থীর দিনই বিসর্জনের প্রস্তুতি শুরু করল কলকাতা পুরসভা

চতুর্থীর দিনই বিসর্জনের প্রস্তুতি শুরু করল কলকাতা পুরসভা। গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখলেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার। খতিয়ে দেখলেন ঘাট পরিষ্কারের প্রস্তুতি। বিসর্জনের পর গঙ্গা থেকে দ্রুত প্রতিমার কাঠামো তুলে ফেলার জন্য তিনটি ঘাটে থাকছে ক্রেনের ব্যবস্থা।  

WB News Live Updates: নির্মীয়মান বাড়ির রিজার্ভার থেকে উদ্ধার দুই ব্যক্তির মৃতদেহ

নির্মীয়মান বাড়ির রিজার্ভার থেকে উদ্ধার দুই ব্যক্তির মৃতদেহ। গলফ্ গ্রিন থানা এলাকার ঘটনা। ঘটনাস্থলে গেছে পুলিশ। রিজার্ভার পরিষ্কার করতে নেমেছিলেন ওই দুই ব্যক্তি। পরে তাদের দেহ রিজার্ভারের জলে ভাসতে দেখা যায়। রিজার্ভারের জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অমুমান পুলিশের।

WB News Live Updates: পুজো উদ্যোক্তাদের জন্য কলকাতা পুলিশের ফেসবুকে পেজে রয়েছে সতর্কবার্তা

করোনা আবহে উৎসবের মরশুমে সতর্ক পুলিশ। পুজো উদ্যোক্তাদের জন্য কলকাতা পুলিশের ফেসবুকে পেজে রয়েছে সতর্কবার্তা। সেখানে বলা হয়েছে, পুষ্পাঞ্জলির জন্য দর্শনার্থীদের বাড়ি থেকে ফুল আনতে অনুরোধ করতে হবে পুজো কমিটিগুলিকে। মূলত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। এছাড়া, সিঁদুর খেলা, প্রসাদ বিতরণের সময় ভিড় যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালনেও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি, বিভিন্ন পুরস্কারের বিচারকমণ্ডলীকে মূলত অনলাইনে মণ্ডপ পরিদর্শন করতে অনুরোধ করা হয়েছে। সশরীরে মণ্ডপ পরিদর্শন করলে তা সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে করতে হবে বলে কলকাতা পুলিশের ফেসবুক পেজের নির্দেশিকায় বলা হয়েছে। 

West Bengal News Live: দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র জলপাইগুড়ির ইন্দিরা গাঁধী কলোনি 

পুজোর মুখে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির ইন্দিরা গাঁধী কলোনি এলাকা। সংঘর্ষে জখম তৃণমূলের প্রধান। এসআইকে মারধর করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ইন্দিরা গাঁধী কলোনিতে বাইক ও টোটোর সংঘর্ষের পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে গুরুতর জখম হন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। গুরুতর জখম তৃণমূলের প্রধান ও পুলিশ অফিসারকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সকাল থেকে এলাকায় পুলিশের তরফে চলছে মাইকে প্রচার। 

WB News Live Updates: চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৩০ অক্টোবর, রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ অক্টোবরের মধ্যে বাংলায় আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৮ কোম্পানি সিআরপিএফ, ৯ কোম্পানি বিএসএফ, ৫ কোম্পানি সিআইএসএফ ও এসএসবি ৫ কোম্পানি রয়েছে। 

West Bengal News Live: উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক রাজ্য প্রশাসন

উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে সতর্ক রাজ্য প্রশাসন। নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। পুলিশ-প্রশাসনের সমস্ত স্তর ও বিভিন্ন এজেন্সিকে সতর্ক করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর নির্দেশিকায় বলা হয়েছে, জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এইসময় সতর্ক থাকতে হবে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার পুজো মণ্ডপে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশ, এই স্বেচ্ছাসেবকরা যেন বিশেষভাবে সতর্ক থাকেন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই অবিলম্বে তা পুলিশকে জানাতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। 

WB News Live Updates: কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা

কেউ এসেছেন নদিয়া থেকে। কারও বাড়ি মুর্শিদাবাদে। চতুর্থীর দিন বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা। শিয়ালদা স্টেশনে ভিড় জমছে। ঢাকের বোলে উত্সবের মেজাজ। বায়না হলে মিলবে টাকা। প্রতিবার এই সময়েই ঢাকিরা আসেন কলকাতায়। বছরের এই সময়টাই যা রোজগার হয়। যেটুকু সঞ্চয় তা নিয়েই গ্রামে ফিরে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাঁরা। সেই আশাতেই সারা বছর দিন গোনা। 

West Bengal News Live: সকাল থেকে মণ্ডপে প্রতিমা পাঠানো চলছে কুমোরটুলি

এতদিন ছিল প্রতিমা গড়ার ব্যস্ততা। আজ অন্যভাবে ব্যস্ত কুমোরটুলি। সকাল থেকে প্রতিমা মণ্ডপে পাঠাবার তোড়জোড় শুরু হয়েছে। বারোয়ারি থেকে বাড়ির পুজো চতুর্থীর দিন প্রতিমা আনার জন্য কুমোরটুলিতে ভিড় বাড়ছে। আজ-কালের মধ্যেই খালি হয়ে যাবে পটুয়াপাড়া। এক এক করে সমস্ত প্রতিমা চলে যাবে মণ্ডপে।তাই বিসর্জনের আগে কুমোরটুলির মন খারাপ আজ থেকে শুরু।

WB News Live Updates: যানজট ও ভিড় মোকাবিলায় আজ থেকেই রাস্তায় অতিরিক্ত পুলিশ
চতুর্থীর দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে। ফলে প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। যানজট ও ভিড় মোকাবিলায় রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। তবে চিকিৎসকরা সচেতন থাকতে বলছেন, যাতে করোনা আবহে পুজোর উচ্ছ্বাস আরও বড় বিপদ ডেকে না আনে।
West Bengal News Live: আজ চতুর্থী, উৎসবের মেজাজে শহর

একে চতুর্থী তার ওপর শনিবার। প্রতিপদ থেকেই উৎসবের মেজাজে শহর। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। 

WB News Live Updates: আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম

প্রতিদিনই রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। শনিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা। উত্সবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। 

West Bengal News Live: উত্তর থেকে দক্ষিণ, তৃতীয়াতেই জমজমাট কলকাতার পুজো

পুজো শুরু হতে এখনও তিন দিন বাকি। কিন্তু বোধনের আগে তৃতীয়াতেই জমজমাট কলকাতার পুজো। উত্তর থেকে দক্ষিণ। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শকরা। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে কেনাকাটাও। গড়িয়াহাট থেকে শ্যামবাজার, শেষ মুহূর্তের কেনাকাটা সেরে ফেলছেন ক্রেতারা।

প্রেক্ষাপট

বোধনের আগে পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ  মণ্ডপে মণ্ডপে শুরু দেবী দর্শন। পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।


শহরকে যানজটমুক্ত করতে চতুর্থী থেকে পথে নামছে পুলিশ। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বললেন পুলিশ কমিশনার।


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উঃ ২৪ পরগনা। পুজোয় ভিড়, শোভাযাত্রা এড়ানোর পরামর্শ স্বাস্থ্য দফতরের। 


২এ। রাজ্যের পুজো অনুদানে হাইকোর্টের সবুজ সঙ্কেত। কীভাবে খরচ? জানাতে হবে রাজ্যকে। ২২ নভেম্বরের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট। 


পুজোর মধ্যেই ২ তৃণমূল নেতা-কর্মী খুন। ইসলামপুরে তৃণমূল নেতার উপরে হামলা। বসিরহাটে তৃণমূলকর্মীকে গুলি করে কুপিয়ে খুন। 


মমতা-অভিষেক ছাড়াও ৪ কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে তৃণমূলের ২০ তারকা। বিজেপি প্রার্থীদের প্রচারে ৭ কেন্দ্রীয় মন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.