West Bengal News Live: পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি চালানোর অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
পুজোর মধ্যেই সুর কাটতে পারে অসুর বৃষ্টি। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে অষ্টমী থেকে দশমী - কলকাতা সহ কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি চালানোর অভিযোগ। বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামনে গুলি চলে বলে অভিযোগ উঠেছে। অনুশীলনের সময় দুই যুবক আসেন, কোচিং নিতে চান। কিন্তু, বছরের মাঝখানে কোচ কোচিং করাতে রাজি না হওয়ায় শূন্যে গুলি চালায় তারা।
রূপায়ণে সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। সাবেকিয়ানায় উত্তরের সেরা বাগবাজার সর্বজনীন। উপকরণে সেরা হরিদেবপুর নিউ স্পোর্টিং। সাবেকিয়ানায় দক্ষিণের সেরা ম্যাডক্স স্কোয়ার।
সেরার সম্মান
এবার ৮৬ বছরে পড়ল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। রাজস্থানের জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সাদা কাপড়ে তৈরি মণ্ডপের ওপর আলোর প্রতিফলনে, প্যান্ডেল রূপ নিয়েছে মার্বেলের মন্দিরে। আর এমন চমক দিয়েই রূপকল্পে সেরা শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার।
নাগরদোলা, আড্ডা, সিঁদুর খেলা। পুজোর দিনগুলোর নানা ছবি এবার একসঙ্গে উঠে এসেছে রাজডাঙা নব উদয় সঙ্ঘে। ৩৮তম বর্ষে তাদের পুজোর থিম- কোলাজ। এবার শারদ আবহে সেরা শারদ আনন্দ সম্মান পেল রাজডাঙা নব উদয় সঙ্ঘ।
পুজোর আগে ছোট ছোট ছেলেমেয়েদের নতুন জামা-কাপড়ের আবদার। সেই ভাবনাই এবার সুরুচি সঙ্ঘের পুজোয়। ৬৮ বছরে তাদের থিম-আবদার। জামাকাপড়ে সেজে উঠেছে মণ্ডপ। তবে দুর্গা এখানে সাবেকি। ভাবনার অভিনবত্বে এবার সামগ্রিকতায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে সুরুচি সঙ্ঘ। পাচ্ছে শারদ আনন্দ সম্মান।
কাব্যপ্রয়োগে সেরা শারদ আনন্দ সম্মান জিতে নিল জগৎ মুখার্জি পার্ক। দৃশ্যকল্পে সেরা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং। সচেতনতায় সেরা শিবমন্দির।
কাব্যপ্রয়োগে সেরা শারদ আনন্দ সম্মান জিতে নিল জগৎ মুখার্জি পার্ক। দৃশ্যকল্পে সেরা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং। সচেতনতায় সেরা শিবমন্দির।
বেহালা ফ্রেন্ডসের পুজোর বয়স ৫৭ বছর। চলমান সময়ে যা কিছু পুরনো বলে বাতিল হয়েছে তা দিয়েই সাজানো হয়েছে মণ্ডপ। এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান জিতে নিল এই পুজো।
পুজোর দিনেও গায়কের ভূমিকায় মদন মিত্র। বনগাঁয় পুজোর উদ্বোধনে গিয়ে গান গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
আর জি করে চূড়ান্ত নাটক। ঘেরাও মুক্ত হতে ঘর থেকে ছুট অধ্যক্ষের। বিক্ষোভরত ডাক্তারি পড়ুয়াদের তাড়া। উদ্ধার করল পুলিশ।
এখনও জলে ভাসছে হাওড়ার বাঁকড়ার বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে দিন কাটছে শতাধিক পরিবারের। নিকাশি নালা পরিষ্কার না হওয়াতেই, এই সমস্যা বলে দাবি স্থানীয়দের। পাশে থাকার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত।
টালিগঞ্জের চতুষ্কোন পার্ক সর্বজনীনের পুজো এবার ৭৯ বছরে পড়ল। এই পুজোর এবারের থিম, মানচিত্র মানি না।
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়ির পুজোয় যোগ দিলেন দিলীপ ঘোষ। টেনে আনলেন ভোট পরবর্তী অশান্তির প্রসঙ্গ।
হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর বয়স ৫৬ বছর। এবারের থিম, দুর্গাতলা। পুজো দেওয়ার পাশাপাশি, পুজোকে ঘিরে নানান বিশ্বাস, এই সমস্তই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। দৃশ্যকল্পে সেরার শারদ আনন্দ সম্মান পেয়েছে হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো।
পুজোর সময় অন্ডালে ফিরল ধস-আতঙ্ক। মুকুন্দপুরে ইসিএলের খনি এলাকায় ধস।১০-১২টি আবাসনে ফাটল ধরেছে। রাস্তাতেও ধস। আতঙ্কে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে মুকুন্দপুর কোলিয়ারি সংলগ্ন এলাকায় ধস নামে।সকালে রাস্তা ও ইসিএলের আবাসনগুলিতে ফাটল ধরতে শুরু করে। সকালে ঘটনাস্থলে যান ইসিএলের আধিকারিকরা। ধসপ্রবণ এলাকা বলে ৩ মাস আগে নোটিস দেওয়া হলেও কেউ যাননি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে বলে ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাওড়ার শালিমারে যুবকের রহস্যমৃত্যু। রাস্তা থেকে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবক। এদিন সকালে শালিমারের ভড়পাড়া রোডে ওই যুবককে মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশে পড়েছিল রক্তমাখা ব্লেড। হাওড়া হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত ঘোষণা করা হয়। খুন, নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ।
চতুর্থীর রাতে ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতির বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান যুগল। যুবকের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টোদিকের রাস্তায় গিয়ে পড়ে। তরুণীর অবস্থাও আশঙ্কাজনক। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিত্সাধীন। রাত সোয়া ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছরের যুবকের। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
দেবীপক্ষের সূচনাতেই বর্ধমান শহরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্বামীকে খুঁজতে শহরে এসে মর্মান্তিক অভিজ্ঞতা ২৫ বছরের যুবতীর। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। গণধর্ষণের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সোদপুর শহিদ কলোনির পুজোর এবারে বিশেষ আকর্ষণ ৩২ কেজি রুপোর গয়না ও গুজরাতি পোশাকে সুসজ্জিত প্রতিমা। এর জন্য গুজরাত থেকে আনা হয়েছে ঘাঘরা। এবারের থিম, আঃ আনন্দ। অতিমারী আবহে সঙ্কটের মধ্যেই মাতৃ আরাধনার আনন্দ খুঁজে নেওয়া। এই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে।
পঞ্চমীর সকালে শরতের আকাশে মেঘ-রোদের লুকোচুরি। কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে সকাল থেকে উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’ দিন বাংলায় বর্ষা বিদায় পালা চলবে। সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অষ্টমী থেকে দশমী। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার।
আজ রবিবার মহাপঞ্চমী৷ তাই সকাল থেকেই ছুটির মুডে উৎসবপ্রিয় বাঙালি। কাল, ষষ্ঠীতে দেবীর বোধন হলেও বহু মণ্ডপেই মা এসে গিয়েছেন। ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। তবে বৃষ্টির ভ্রুকুটি পুজোর আনন্দ এখনও মাটি করতে পারেনি। চতুর্থীর রাত থেকেই শুরু হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। পঞ্চমীর রাতে সেই ভিড় বাড়বে আরও। করোনা আবহে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে।
প্রতিদিনই রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। রবিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৮ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪ টাকা ৮০ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৯৩ পয়সা। উত্সবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। মুম্বইয়ে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে ডিজেলের দাম।
হাসপাতালে নিজের ঘর থেকে বেরিয়ে ছুটছেন অধ্যক্ষ। পিছনে স্লোগান দিতে দিতে তাড়া করছেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের হাত থেকে বাঁচতে রাজা বীরেন্দ্র স্ট্রিটে ঢুকে পড়েন অধ্যক্ষ। সেখানেও পৌঁছে যান পড়ুয়ারা। প্রায় ২০ মিনিট ধরে চলে টানাপোড়েন। শেষপর্যন্ত উল্টোডাঙা ট্রাফিক গার্ড অধ্যক্ষকে উদ্ধার করে। রবিবার ভোরে নাটকীয় ঘটনার সাক্ষী থাকল আরজি কর হাসপাতাল চত্বর।
প্রেক্ষাপট
বোধনের আগে পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে শুরু দেবী দর্শন। পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
২০ অক্টোবর পর্যন্ত কড়াকড়িতে আরও ছাড়। স্বাভাবিক সময় খোলা রাখা যাবে দোকান, রেস্তোঁরা। দেরিতে পানশালা বন্ধের ক্ষেত্রে নিতে হবে অনুমতি।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আটশোরও কাছে করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা।
একদিনে পরপর ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে সুকান্ত, শুভেন্দু।
মণ্ডপ সজ্জায় জুতো। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি চিঠি বিজেপি। মন্দিরের বাইরে থাকে জুতো, এখানেও বাইরে, দাবি উদ্যোক্তাদের।
মণ্ডপে দেশভাগের যন্ত্রণা। অনুভবে সেরা নাকতলা উদয়ন সঙ্ঘের। স্থাপত্য ভাবনায় সেরা চেতলা অগ্রণী। আলোকসজ্জায় কলেজ স্কোয়ার।
সৃজনে শারদ সম্মান ছিনিয়ে নিল মুদিয়ালি। লোকসংস্কৃতি ভাবনায় এবার সেরা পুজো ২১ পল্লি। সমসাময়িকতায় সেরা টালা পার্ক প্রত্যয়।
একুশে উৎসব নয়, শুধুই পুজো। বাস্তবতায় শারদ সম্মান ছিনিয়ে নিল ত্রিধারা সম্মিলনী। বুর্জ খলিফার আদলে মণ্ডপ, নির্মাণভাবনায় সেরা শ্রীভূমি।
বিষয় ভাবনা এবং আলোকসজ্জায় এবার কোন কোন পুজো পাচ্ছে সেরার শিরোপা ? দেখুন শারদ আনন্দ সম্মান সকাল ৯টা থেকে।
চতুর্থীর সন্ধ্যায় রবীন্দ্র সরণিতে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি। বাইকে করে যাওয়ার সময় চাঙড় ভেঙে বাইক চালক-সহ ২ পথচারীর মৃত্যু। আহত ২। পুর দফতর হাতছাড়া নিয়ে প্রকাশ্যে ফিরহাদের অভিমান।
একাধিক দাবিতে আরজি করে টানা আন্দোলনে ইন্টার্নরা। অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। দাবি প্রিন্সিপালের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -