West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯৮৯, মৃত ১০

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

abp ananda Last Updated: 24 Oct 2021 07:07 PM
WB News Live Updates: আজ গোয়ায় গেলেন দলের সাংসদ সৌগত রায় ও বাবুল সুপ্রিয়

আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাবেন তৃণমূল নেত্রী। তার আগে আজ গোয়ায় গেলেন দলের সাংসদ সৌগত রায় ও বাবুল সুপ্রিয়। গোয়ায় ভালো ফল করবে তৃণমূল। আশাবাদী বাবুল সুপ্রিয়। বিশেষ লাভ হবে না। প্রতিক্রিয়া কংগ্রেসের। গোয়ায় বিরোধীদের তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live: ব্যারাকপুরে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বানচাল করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্যারাকপুরে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বানচাল করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নিভিয়ে দেওয়া হয় আলো, পাখা। যদিও তৃণমূলের দাবি, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। স্থানীয় বাসিন্দারাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।>>

West Bengal News Live: বেড়াতে গিয়ে, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বাংলার একাধিক পরিবার, দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে ঘরে ফিরলেন তাঁরা

প্রকৃতির রুদ্ররূপ। ভয়ঙ্কর তুষারপাত ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাংশ। বেড়াতে গিয়ে, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বাংলার একাধিক পরিবার। দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে ঘরে ফিরলেন তাঁরা।

WB News Live: মালদায় শুরু হয়েছে ট্রেনের টিকিট বাতিলের হিড়িক

বিপর্যস্ত উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলের একাংশ। পাহাড়ে ট্রেক করতে গিয়ে এ রাজ্যের একের পর এক অভিযাত্রীর মৃত্যু। তার ওপর কালিম্পংয়ে ধস ১০ নম্বর জাতীয় সড়কে। এই পরিস্থিতিতে মালদায় শুরু হয়েছে ট্রেনের টিকিট বাতিলের হিড়িক।

West Bengal News Live: ভিনরাজ্যে বেড়াতে গিয়ে, পথেই থামল দুই বাঙালির জীবন

ভিনরাজ্যে বেড়াতে গিয়ে, পথেই থামল দুই বাঙালির জীবন। গ্রেটার নয়ডার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডোমজুড়ের এক শিক্ষক ও তরুণের। এলাকায় সবার বিপদে ঝাঁপিয়ে পড়া, দু’জনের এই পরিণতি মানতে পারছেন না কেউই।

WB News Live: করোনা সঙ্কটের মধ্যে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম

করোনা সঙ্কটের মধ্যে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। জ্বালানি তেল থেকে রান্নার গ্যাস সবই অগ্নিমূল্য। ডিজেল সেঞ্চুরি করে ফেলার পর ব্যবসা কীভাবে চলবে, তা নিয়ে আতান্তরে পড়েছেন বহু পরিববহণ ব্যবসায়ী। কেউ কেউ ব্যবসা গোটানোর কথা ভাবছেন। সাধারণ মধ্যবিত্তদের মধ্যে অনেকে আবার ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।

West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৯৮৯ জন, মৃত ১০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ২৭৩ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৬ জন, মৃত ২ জন। 

WB News Live Updates: কুমারগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাপের বিষ ভর্তি জার উদ্ধার

কুমারগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাপের বিষ ভর্তি জার উদ্ধার করলকরে BSF। উদ্ধার হওয়া বিষের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা, BSF সূত্রে খবর 

WB News Live: ভোট-প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

ভোট-প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁর অভিযোগ, তৃণমূলের নির্দেশে চলছে পুলিশ। খড়দার মহিষপোঁতা এলাকায় প্রচারের জন্য মাইক লাগাতে বাধা দেয় পুলিশ।

WB News Live Updates: মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ধুন্ধুমার

মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ধুন্ধুমার। ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় ধুন্ধুমার। একে অপরকে লক্ষ্য করে বোতল ছোড়াছুড়ি।

WB News Live Updates: হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে আটকে পড়া হাওড়ার বাসিন্দাদের উদ্ধার

হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে তুষারঝড়ে আটকে পড়েছিলেন হাওড়া শহর এলাকার ৩৪ জন পর্যটক। স্থানীয় মানুষ এবং প্রশাসনের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। এই মুহূর্তে কলপা থেকে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। 

West Bengal News Live: বাঙালি অভিযাত্রীদের দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন

উত্তরাখণ্ডে আরও ৫ অভিযাত্রীর দেহ উদ্ধার। সুন্দরডুঙ্গা থেকে উদ্ধার ৫ জনের মৃতদেহ। বাগেশ্বরের বিভিন্ন এলাকা থেকে ৬০ জনকে উদ্ধার করেছে এসডিআরএফ। বাঙালি অভিযাত্রীদের দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন

WB News Live: রায়নায় বড়বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের খুনে ঘটনাস্থলে ফরেন্সিক

রায়নায় বড়বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের খুনে ঘটনাস্থলে ফরেন্সিক। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর বন্ধু রাজবীর সিং ও গাড়িচালক আনন্দ সাউয়ের বয়ানে বিস্তর অসঙ্গতি মিলেছে। দু’ জনেই দাবি করেন, ব্যবসায়ীকে বাড়ির একতলায় কোপানো হয়। পুলিশের দাবি, বাড়ির দোতলায় ও সিঁড়ির রেলিংয়ে মেলে রক্তের দাগ। সিঁড়ির রেলিংয়ের রক্তের দাগ ব্যবসায়ীর বন্ধু নিজের বলে দাবি করলেও তাঁর আঘাত শরীরের ডান দিকে। পুলিশ সূত্রে খবর, অন্যদিকে নিহত ব্যবসায়ীর অধিকাংশ আঘাতই দেহের বাঁ দিকে। এতেই দানা বেঁধেছে সন্দেহ। আজ ঘটনাস্থলে যাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। দোতলা না একতলা? কোথায় খুন ? নিশ্চিত হতে ফরেন্সিকের সাহায্য নেবেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর বন্ধু, গাড়িচালক-সহ ঘনিষ্ঠদের ভূমিকা।

West Bengal News Live: গ্রেটার নয়ডার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এ রাজ্যের দুই বাসিন্দার

পুজোর পর দিল্লি ঘুরতে গিয়ে, গ্রেটার নয়ডার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এ রাজ্যের দুই বাসিন্দার। একজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার ডোমজুড়ের মুখার্জি পাড়ার বাসিন্দা স্কুলশিক্ষক স্বপন ভট্টাচার্য ও স্বর্ণ ব্যবসায়ী সমীর মণ্ডলের পরিবারের ৯ জন সদস্য লক্ষ্মীপুজোর পরের দিন দিল্লি রওনা দেন। প্রতিবেশীদের দাবি, আজ দিল্লি-আগরা হাইওয়েতে গাড়ি বিকল হয়ে যায়। সারানোর সময় সামনে থেকে ডোমজুড়ের বাসিন্দাদের গাড়িতে ধাক্কা মারে আরেকটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলশিক্ষক ও প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ীর ছেলের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে। 

WB News Live Updates: সোশাল মিডিয়ায় তরুণীর ছবি 'সুপার ইম্পোজ করে ভাইরাল করার হুমকি, আপত্তিকর মেসেজ'

সোশাল মিডিয়ায় তরুণীকে আপত্তিকর মেসেজ, প্রতিবাদ করায় তরুণীর ছবি সুপার ইম্পোজ করে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল সোনারপুরে।তরুণীর অভিযোগ, বুধবার ইনস্টাগ্রামে তাঁকে আপত্তিকর মেসেজ পাঠান এক যুবক।প্রতিবাদ করায় তরুণীর ছবি সুপার ইম্পোজ করে আপত্তিকর ছবির সঙ্গে সেঁটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত অভিযোগকারিণী ও তাঁর পরিবার।

West Bengal News Live: খড়দার বিজেপি প্রার্থীকে 'বাধা' পুলিশের

খড়দার বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এদিন মহিষপোতা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী জয় সাহা। বিজেপি প্রার্থীর অভিযোগ, মাইক লাগাতে বাধা দেয় পুলিশ। পুলিশের দাবি, পথসভা থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাইক লাগানো হচ্ছিল। এছাড়া, করোনা বিধি না মেনে ৫ জনের বেশি কর্মী, সমর্থক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী। সেই কারণেই তাঁকে আটকানো হয়। 

WB News Live Updates: কালিয়াচকের চাঁদপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ

মালদার কালিয়াচকের চাঁদপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। ভেঙে যায় টালির চাল, ধসে পড়ে দেওয়াল। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক রফিকুল শেখের পরিবার নিয়ে ভিনরাজ্যে কাজে গিয়েছেন। ফলে বাড়িটি পরিত্যক্ত। আজ সকালে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ। কে বা কারা এর সঙ্গে জড়িত তার খোঁজ চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ।

West Bengal News Live: খালি বাস দড়ি দিয়ে টেনে অভিনব প্রতিবাদ বাস মালিক সংগঠনের

খালি বাস দড়ি দিয়ে টেনে অভিনব প্রতিবাদ বাস মালিক সংগঠনের। পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামের প্রতিবাদে এদিন মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয় বাস-মিনিবার্স ওনার্স অ্যাসোসিয়েশনের মিছিল। বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেনে লেনে গিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বাস মালিক সংগঠনের। পুলিশ আগেই আটকে দেয়।

WB News Live Updates: মানিকচকে সাপে কামড়ানোর পর গৃহবধূকে ঝাড়ফুঁক

মালদার মানিকচকে অন্ধ কুসংস্কার। সাপে কামড়ানোর পর ঝাড়ফুঁক, অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি গৃহবধূ। সাপ নিয়ে হাসপাতালে হাজির আত্মীয়রা। এই নিয়ে চাঞ্চল্য ছড়াল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

West Bengal News Live: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তৃণমূলের

ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে কলকাতায় অভিনব প্রতিবাদ তৃণমূলের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সুকিয়া স্ট্রিট মোড় থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে শুরু হয় মিছিল। মানিকতলা মোড়ে পৌঁছনোর পর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। 

WB News Live Updates: ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। ৩ দিন আগে দিল্লি যান রাজ্যপাল। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের। 

West Bengal News Live: কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড

পুজো মিটতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ। হুগলির উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাসিন্দাদের সতর্ক করতে মাইকে চলছে প্রচার। বাজার এলাকায় ঘুরে প্রচার করছেন পুরসভার কর্মীরা।মাস্ক না পরলে জরিমানা আদায় করছে চন্দননগর কমিশনারেট।

WB News Live Updates: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বার ক্ষমতায় এসে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিনের সফরে খতিয়ে দেখবেন পাহাড়ের পরিস্থিতি। বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর রয়েছে প্রশাসনিক বৈঠক। 

West Bengal News Live: পুরুলিয়া, দার্জিলিঙে পেট্রোল বিকোচ্ছে ১০৯ টাকায়

পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৬৪ পয়সা।

WB News Live Updates: কলকাতায় ১০৮ পেরোল পেট্রোল

কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৩ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ১১ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা। 

West Bengal News Live: ঝাড়গ্রামেও সেঞ্চুরি ডিজেলের

এবার ঝাড়গ্রামেও সেঞ্চুরি ডিজেলের। এই নিয়ে রাজ্যের ৭ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। ঝাড়গ্রামে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৯৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১৬ পয়সা। 

WB News Live Updates: সংক্রমণ নিয়ে পুরসভা-স্বাস্থ্য দফতরের দ্বিমত

কলকাতায় সংক্রমণ নিয়ে পুরসভা-স্বাস্থ্য দফতরের দ্বিমত। জেলার থেকে এসে অনেকেই টেস্ট করান, আসলে আক্রান্ত ২৬৮জন, দাবি স্বাস্থ্য অধিকর্তার। সংক্রমণ বাড়তেই শুরু কড়াকড়ি। রাত সাড়ে ১০টার পরে কলকাতায় বন্ধ করতে হবে রেস্তোরাঁ-পানশালা। মাস্ক না পরায় জেলায় জেলায় ধরপাকড়। 

West Bengal News Live: কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ

জুলাইয়ের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। ফের চালু হওয়ার পথে কনটেনমেন্ট জোন। কলকাতায় চালু হচ্ছে ২টি সেফ হোম। কলকাতায় আরও বেলাগাম করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৪৯জনের প্রায় অর্ধেকই ডবল ডোজ প্রাপক! ২৫৭জন উপসর্গহীন। 

প্রেক্ষাপট

জুলাইয়ের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। ফের চালু হওয়ার পথে কনটেনমেন্ট জোন। কলকাতায় চালু হচ্ছে ২টি সেফ হোম। 


কলকাতায় আরও বেলাগাম করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৪৯জনের প্রায় অর্ধেকই ডবল ডোজ প্রাপক! ২৫৭জন উপসর্গহীন। 


কলকাতায় সংক্রমণ নিয়ে পুরসভা-স্বাস্থ্য দফতরের দ্বিমত। জেলার থেকে এসে অনেকেই টেস্ট করান, আসলে আক্রান্ত ২৬৮জন, দাবি স্বাস্থ্য অধিকর্তার। 


সংক্রমণ বাড়তেই শুরু কড়াকড়ি। রাত সাড়ে ১০টার পরে কলকাতায় বন্ধ করতে হবে রেস্তোরাঁ-পানশালা। মাস্ক না পরায় জেলায় জেলায় ধরপাকড়। 


ফের চোখ রাঙাচ্ছে করোনা। উপনির্বাচনে বুথের মধ্যে থাকতে পারবেন না ৪জনের বেশি ভোটার। প্রচার শেষের পরেই বুথের ২০০ মিটারে ১৪৪ ধারা। 


ট্রেকিংয়ে গিয়ে কালীঘাট, হরিদেবপুর থেকে নেপালগঞ্জের পরপর অভিযাত্রীর মৃত্যু।  উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ১১জন বাঙালি অভিযাত্রীর মৃত্যু। হরিদেবপুরের একজন নিখোঁজ। আহত অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার একজন উদ্ধার। 


উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত বেড়ে ৬৭। বাঙালি অভিযাত্রীদের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন। 


কংগ্রেস নয়, বিজেপি-বিরোধী মুখ এখন তৃণমূলই। গোসাবায় প্রথম ভোট প্রচারে গিয়েই হুঙ্কার অভিষেকের। ত্রিপুরা-গোয়া নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণে অভিষেক। অভিষেকের আক্রমণের মুখে পাল্টা কটাক্ষ অধীরের। 


১০ বছর ভোগান্তির শিকার গোয়ার মানুষ। নতুন ভোরের সূচনা করব, পানাজি যাওয়ার আগে ট্যুইট মমতার। বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা। 


বিজেপির প্রচার ঘিরে ফের উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের জয় বাংলা স্লোগান। পাল্টা জোর করে পতাকা লাগাতে বাধা দেওয়ার দাবি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.