West Bengal News Live: রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা, কলকাতায় মৃত ১
Get the latest West Bengal News and Live Updates: বর পেয়ে পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
এবার বিজ্ঞপ্তি হাতে নিয়ে নীলবাতি গাড়ি ধরতে রাস্তায় নামল পুলিশ। উপযুক্ত কারণ দেখাতে না পারায় পার্ক স্ট্রিট, সায়েন্স সিটিতে বেশ কিছু গাড়ি থেকে বাতি খুলে দিল পুলিশ।
পেগাসাস বিতর্কে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, পেগাসাস কাজে লাগিয়ে তাঁর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাক করা হয়েছিল। নির্বাচনী বৈঠকের কথোপকথন রেকর্ড করার অভিযোগও তুলেছেন তৃণমূল নেত্রী। ফোন ট্যাপের অভিযোগে পাল্টা তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
রাজস্থানে নিয়ে গিয়ে মোটা দরে শিশুকন্যা বিক্রির পরিকল্পনা ছিল বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপালের। সেই লক্ষ্যেই মিথ্যে পরিচয় দিয়ে দুই শিশুকন্যাকে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। তদন্তে চাঞ্চল্যকর দাবি পুলিশের।
বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করার এটাই সঠিক সময়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের সময় জোট বেঁধে কোনও লাভ নেই। তাই এখন থেকেই তৈরি হওয়া জরুরি। এই ইস্যুতে তৃণমূল নেত্রীকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে পাথর দিয়ে থেঁতলে যুবককে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটে। ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকার সময় যুবকের মাথায়, মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে পালায় হামলাকারী।
বাঙুরের বি ব্লকে মহিলার রহস্যমৃত্যু। গলায় গামছা জড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। ঘটনার পর থেকে পলাতক পরিচারক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।
২১ জুলাই শহীদ স্মরণ দিবসে এক হাজার দুস্থ পড়ুয়ার দায়িত্ নিল পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস। আজ পুরুলিয়া শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় শহর তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে খুদে পড়ুয়াদের হাতে বইপত্র ও খাতা-কলম তুলে দেয় তৃণমূল কংগ্রেসের নেতারা। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, শহর যুব তৃণমূল সভাপতি গৌরব সিং সহ অন্যান্যরা।
বেডের অপেক্ষায় থেকে মেডিক্যালে রোগীর মৃত্যু! ৩ হাসপাতাল থেকে প্রত্যাখ্যানের পরে বেডের অপেক্ষা। কলকাতা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে ৪ ঘণ্টা অপেক্ষা। ‘৪ ঘণ্টা অপেক্ষার পরে মৃত্যুর ৫ মিনিট আগে মিলল বেড। হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রোগীর মৃত্যু
রাজ্য তথা দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তার মধ্যেই কোভিড বিধি লঙ্ঘনের ছবি ধরা পড়ছে কলকাতাজুড়ে।
বীরভূমের লাভপুরে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
আবাস যোজনায় আবেদন জানিয়েও বাড়ি না পাওয়ার অভিযোগ। কাঁথির ২ নম্বর ব্লকের ৪৬টি পরিবার ভরা বর্ষায় পড়েছেন সমস্যায়। রাজনীতির কারণে বঞ্চনা বলে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। যদিও শাসক দলের দাবি, বাসিন্দাদের জন্য বাড়ির ব্যবস্থা করা হলেও তারা অর্থ অন্য কাজে খরচ করেন।
সংসদের বাইরেও পেগাসাস-বিতর্কে সরকারকে চেপে ধরতে নতুন রণকৌশল কংগ্রেসের। রাজ্যে রাজ্যে আলাদা সাংবাদিক বৈঠক। কাল থেকে রাজভবনগুলির সামনে ধর্না।
একুশে জুলাইয়ের আগে ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কৈলাস নগরে তৃণমূল নেতা আশিসলাল সিংহর ওপর হামলা হয়। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুলিশ তাদের ৮২ জন কর্মী সমর্থককে গ্রেফতার করেছে বলে দাবি তৃণমূলের।
স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে বাবুগ্রামে। পুলিশ সূত্রে দাবি, মহিলার স্বামীকে আহত অবস্থায় উদ্ধারের পর তিনি জানিয়েছেন, আর্থিক অনটনের কারণেই এই কাজ করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সুধাশু কুম্ভকার, তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী কল্পনাকে নিয়ে বীরভূমের তারাপীঠে রাঁধুনির কাজ করতেন। গতকালই তাঁরা গ্রামের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, আজ সকালে গ্রামের অদূরে একটি পুকুরপাড়ে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে খুন করেন স্বামী। তারপর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে দাবি। গ্রামবাসীরাই দম্পতিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দু’জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কল্পনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সুধাংশু।
আনন্দপুরে দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বোনের। অভিযুক্তকে টিটাগড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আজ অভিযুক্তকে তোলা হবে আদালতে।
বি কে পাল অ্যাভিনিউয়ে পাথর দিয়ে থেঁতলে হোটেল মালিককে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে জোড়াবাগান থানা এলাকায় ওমপ্রকাশ নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁরাই খবর দেন জোড়াবাগান থানায়। পুলিশ এসে আহতকে উদ্ধার করে প্রথমে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই ব্যক্তি ছোট হোটেল চালাতেন। যেখান থেকে তাঁকে উদ্ধার করা হয় সেখানে আশপাশে ছড়িয়ে ছিল রক্ত লাগা কয়েকটি বড় আকারের পাথর।
মুম্বই থেকে সোনা চুরি করে নিয়ে পালিয়ে আসা এক দুষ্কৃতী বীরভূম থেকে গ্রেফতার। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১৫৫ গ্রাম সোনা। গত ১২ এপ্রিল মুম্বই এর পাইধনি থানা এলাকায় একটি সোনার দোকান থেকে ৫০০ গ্রাম সোনা চুরি হয়। সেই মামলায় অভিযুক্ত হাফিজুল শেখের খোঁজ শুরু হয়। মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল বীরভূমের পাইকরে পৌঁছায় মুম্বই পুলিশ।পাইকর থানা ও মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ রামপুরহাট আদালতে তোলা হবে।
বারুইপুরে সরকারের ফিল্মসিটি প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে তিন মন্ত্রী। স্থানীয় বিধায়ককে ডাকা হয়নি কেন? এই প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূল নেতাদেরই একাংশের! গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ বিজেপির। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।
আজ মেঘলা আকাশ। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহের শুরুতে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর জেরে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আরও ৭২ ঘণ্টা বৃষ্টি চলার সম্ভাবনা।
শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে, ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হল কয়েক জন পুলিশকর্মীকে। কাঁথি থানার তৎকালীন আইসি, এক এএসআই ও কনস্টেবলকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা।
মালদার হরিশ্চন্দ্রপুরে স্থানীয় এক তৃণমূল কর্মী ও ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত রবিবার ইটভাটায় যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের ডায়রি হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। পরিবারের দাবি, কয়েকজনের সঙ্গে ওই ব্যক্তির ব্যবসায়িক শত্রুতা ছিল। সেই কারণেই তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে পরিবারের অভিযোগ।
একুশে জুলাইয়ের আগের রাতে, উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ‘গুলি’। অল্পের জন্য রক্ষা পেলেন ওই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, একুশে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি হিসেবে গতকাল রাত ৮টা নাগাদ হাবড়া হাট এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন তৃণমূল নেতা রাজীব সরকার। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ‘গুলি’। ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
আজ ভোরে ফুলবাগানে কলকাতা পুলিশের ডিসি ইএসডি-র অফিসের দোতলায় আগুন লাগে। দফতরের কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে আশঙ্কা, আগুনে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গিয়ে থাকতে পারে।
রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, পাহাড়ে আরও কড়াকড়ি।
প্রেক্ষাপট
রাজ্যে করোনায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ। নিয়ন্ত্রণে পাহাড়ে আরও কড়াকড়ি। সিকিম থেকে দার্জিলিং ঢুকতে লাগবে ডবল ডোজ ভ্যাকসিন কিংবা আরটি-পিসিআর, র্যাপিড টেস্টের রিপোর্ট।
দেশজুড়ে আজ ভার্চুয়ালি ২১ জুলাই পালন করবে তৃণমূল। সম্প্রচারিত হবে মমতার বক্তৃতা। পাল্টা শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ঘোষণা বিজেপির। রাজঘাটে অবস্থান, রাজ্যজুড়ে কর্মসূচি।
তমলুকের সভা থেকে এসপিকে হুমকি শুভেন্দুর। বিপর্যয় মোকাবিলা আইনে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের।
পেগাসাস-বিতর্কের মধ্যেই তমলুকে শুভেন্দুর হুমকি। প্রমাণিত হল তৃণমূল নেতাদের ফোনে আড়িপাতা হয়েছে, অভিযোগ কুণালের। ভয় পেলে হবে না, পুলিশ মানেই তৃণমূল, পাল্টা শুভেন্দু।
দ্রুত ভোট করাতে করোনার সংক্রমণ কম দেখাচ্ছে সরকার। উপনির্বাচন নিয়ে দুর্গাপুরের সভায় বিস্ফোরক দাবি শুভেন্দুর। ভোট হলে আপত্তি কীসের, পাল্টা প্রশ্ন তৃণমূলের।
কর্ণাটকে কুমারস্বামীর জোট সরকার ফেলতে স্পাইওয়্যার পেগাসাসকে কাজে লাগিয়েছিল বিজেপি। চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি। নজরদারির অভিযোগ ছাড়াল কেন্দ্র।
পেগাসাস-বিতর্কে উত্তাল সংসদ। বারবার অধিবেশন স্থগিত। সংসদের বাইরে তৃণমূলের ধর্না। ফোনে আড়িপাতে তৃণমূলই, পাল্টা বিজেপি।পর্দা খুললেই গোপন তথ্য ফাঁস, মোদিকে আক্রমণে কংগ্রেস।
ফ্রান্সেও এবার পেগাসাস বিতর্কের আঁচ। মরক্কোর বিরুদ্ধে স্পাইওয়্যার দিয়ে ২ সাংবাদিকের ফোন হ্যাক করার অভিযোগ। তদন্ত শুরু প্যারিস প্রসিকিউটারের। ভিত্তিহীন বলে ওড়াল মরক্কো সরকার।
কথা হয়েছে নেত্রীর সঙ্গে। হ্যাকিংয়ের চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও, সন্দেহ তৃণমূলের। সংসদে বিবৃতির দাবি। শুধুই বানানো বিতর্ক। চাইলে কোর্টে যাক তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ দিলীপের।
করোনার দ্বিতীয় ঢেউ অক্সিজেনের অভাবে দেশে কারও মৃত্যু হয়নি। সংসদে দাবি কেন্দ্রের। অসত্য ভাষণ, অভিযোগ তৃণমূলের। রাজ্যের রিপোর্টের ভিত্তিতেই তো কেন্দ্রের দাবি, কটাক্ষ সিপিএমের।
আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়। ইন্টারভিউয়ের পর তৈরি রাখতে হবে প্যানেল। নির্দেশ হাইকোর্টের। চাকরীপ্রার্থীদের সঙ্গে অভিযোগকারীদেরও তথ্য ভান্ডার পেশের নির্দেশ। ৩ মাস পরে শুনানি।
প্রাথমিকে স্কুল শুরু নিয়ে রাজ্যগুলিকে চিন্তাভাবনা করতে বলল আইসিএমআর। প্রাপ্তবয়স্কদের মতোই শিশুদের শরীরে সমান অ্যান্টিবডি তৈরির দাবি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন, জানাল স্কুল শিক্ষা দফতর।
অ্যাপের মাধ্যমে পর্ন ফিল্মের ব্যবসা। মুম্বইয়ে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার। অভিনেত্রীদের চাপ দিয়ে অশ্লীল ভিডিও। উই চ্যাট অ্যাপে ক্লিপিং বিদেশ হয়ে অ্যাপে আপলোডের অভিযোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -