West Bengal News Live: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৮০৫, মৃত্যু ১১ জনের
Get the latest West Bengal News and Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও তথ্য থাকে না: দিলীপ ঘোষ
রোগী ভর্তি না নেওয়ার অভিযোগে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে বচসা, ভাঙচুর। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এক চিকিত্সক। পাল্টা তাঁর দিকে আঙুল তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যা থেকে স্বাস্থ্য সাথীর কার্ড প্রত্যাখ্যান নিয়ে বেসরকারি নার্সিংহোম-হাসপাতালের উদ্দেশে কড়া বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদার ইংরেজবাজারে সাইকেল চোর সন্দেহে আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের কোঅর্ডিনেটর। ইংরেজবাজার থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয় গত ১৭ অক্টোবর। আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আরও ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুরভোটের আগে জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল। দলে বেনোজল ঢুকেছে। না তাড়ালে পুরভোটে ভরাডুবি অনিবার্য, দাবি বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী ও বিজেপি কিষাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতির। স্বার্থ চরিতার্থ করতে দলকে ব্যবহার, পাল্টা দাবি জেলা নেতৃত্বের। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
তিনি নিখোঁজ বলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল পোস্ট। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই, হাবড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অতিরিক্ত পাম্প বসিয়ে জল সরানোর আশ্বাস দিয়েছেন তিনি। পোস্টের জেরেই নড়েচড়ে বসেছেন স্থানীয় বিধায়ক। দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছেন জ্যোতিপ্রিয়।
বর্ধমানের রায়নায় নিহত ব্যবসায়ীর গ্রামের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে উচিতপুর থেকে উদ্ধার ব্যাগ। তা থেকে, আগ্নেয়াস্ত্র, গুলি ও ছুরি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এগুলির সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বেসরকারি হাসপাতাল। কলকাতা হাইকোর্টে মামলা উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল। স্বাস্থ্যসাথী স্কিমে ৬৪ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য।
স্বাস্থ্যসাথী প্রকল্পে করোনা আক্রান্তদের চিকিৎসা চলেছে হাসপাতালে। প্রায় ৬ হাজার করোনা আক্রান্তর চিকিৎসা হয়েছে হাসপাতালে। সিংহভাগ রোগীর ক্ষেত্রেই টাকা মেলেনি বলে অভিযোগ
রাজ্য সরকারকে ৭ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। ২১ দিন হয়ে গেলেও জমা পড়েনি হলফনামা: সূত্র
দিল্লি এইমসে ভর্তি হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল। দু’দিন আগে রাজ্যপালের ম্যালেরিয়া পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত।
দুয়ারে রেশন প্রকল্প নিয়ে হাইকোর্টে স্বস্তিতে রাজ্য। প্রকল্পে অনিচ্ছুক রেশন ডিলারদের দ্রুত শুনানির আবেদন খারিজ করল আদালত। দুয়ারে রেশন প্রকল্প স্থায়ীভাবে চালানো হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তার বিরোধিতা করে দ্রুত শুনানির আবেদন নিয়ে হাইকোর্টে গেছিলেন কয়েকজন রেশন ডিলার।
রাজ্যে গত ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৮০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮৭,২৬০ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৫ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭,৮৬৯ জন। গতকালের থেকে ১৩ জন কম। এই সময়পর্বে রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮০৭ জন।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। মানুষকে সচেতন করতে পথে নামল নিউটাউন থানার পুলিশ। জনবহুল এলাকায় মাইকে চলল সতর্কতামূলক প্রচার। পুলিশের পক্ষ থেকে বিলি করা হয় মাস্কও। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য পথচারীদের অনুরোধ করে পুলিশ।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মী আবাসন চত্বরে হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল বউবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম অভিযুক্ত ভিকিও রয়েছে। গতকাল দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতালের কর্মী আবাসন চত্বর ও লাগোয়া ইডেন হাসপাতাল রোড। গুলি চলার অভিযোগও ওঠে।যদিও পুলিশের দাবি, সংঘর্ষে গুলি চলেনি। পুলিশের দাবি, দুই পাড়ার বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। মানুষকে সচেতন করতে পথে নামল নিউটাউন থানার পুলিশ। জনবহুল এলাকায় মাইকে চলল সতর্কতামূলক প্রচার।
পুলিশের পক্ষ থেকে বিলি করা হয় মাস্কও। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য পথচারীদের অনুরোধ করে পুলিশ।
মশারির ভিতরে আরেকটা মশারি যেন তৈরি না হয়। আমাকে বিধায়ক হিসেবে মান্যতা দিলেন কি না, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু অমান্য করবেন না। দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কার্যত গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন তমলুকের তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। শনিবার তমলুকের একটি প্রেক্ষাগৃহে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। দলের একাংশকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, গোপনে দলের ক্ষতি করার চেষ্টা করবেন না। অভিসন্ধি নিয়ে মন্ত্রীকে কেউ ভুল বুঝিয়েছে, কথা বলব বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। শাসকদলের ঘরোয়া কোন্দল স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী, কটাক্ষ বিজেপির।
রোগী ভর্তি না নেওয়ার অভিযোগে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে বচসা, ভাঙচুর। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এক চিকিত্সক। পাল্টা তাঁর দিকে আঙুল তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুরুলিয়া জেলায় ডিজেলের মূল্য সেঞ্চুরি পার করার পর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করলেন তৃণমূল নেতা ও কর্মীরা। সোমবার রঘুনাথপুর শহরের বাস স্ট্যান্ড থেকে শহরের একটি পেট্রলপাম পর্যন্ত অভিনব প্রতিবাদ মিছিল করে পেট্রোলপাম্পে অবস্থানে বসেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা।
সোশাল মিডিয়ায় পোস্ট ও পোস্টার বিতর্কের পর, হাবড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি বনমন্ত্রী ও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিখোঁজ বলে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়। এরপর তৃণমূলের তরফে বিজেপি নেতা-মন্ত্রীদের নামে পাল্টা পোস্টার পড়ে হাবড়া শহরে। গতকাল হাবড়ার জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বনমন্ত্রী। গত ১০ বছর ধরে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তবু হাবড়াবাসীর জল-যন্ত্রণা কমেনি, কটাক্ষ বিজেপির। বেআইনি নির্মাণের ফলে নিকাশির সমস্যা, ফেসবুক-রাজনীতি ছেড়ে কাজ করুক বিজেপি, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
১০০ কোটি টিকাকরণে শক্তিশালী হয়েছে দেশ। গতকাল মন কি বাত অনুষ্ঠানে দাবি করলেন নরেন্দ্র মোদি। দেশের ৩৫ কোটি মানুষ এখনও টিকাই পাননি! তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও তথ্য থাকে না, উনি কোনও তথ্যের ধারও ধারেন না। মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
রবীন্দ্র সরোবরে ভেসে উঠল মরা মাছ। গত কয়েকদিন ধরেই প্রাতর্ভ্রমণকারী ও নিরাপত্তা রক্ষীদের নজরে আসে সরোবরে মরা মাছ ভাসছে। জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে দাবি। পরিবেশবিদ সুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এলাকায় দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এবং অপরিচ্ছন্নতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।
করোনাকালে প্রায় ২০ মাস পরে খুলছে স্কুল-কলেজ। ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ক্লাস শুরুর নির্দেশ। অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত অনলাইনেই পঠনপাঠন।
আরজি করে অচলাবস্থা কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ। ইন্টার্নদের প্রতিশ্রুতি মতো কাজে যোগ দিতে বলল হাইকোর্ট। এ দিন হাইকোর্ট জানায়, ‘ছাত্রদের আন্দোলনের অধিকার খর্ব করছে না আদালত। এমন কিছু করা যাবে না, যাতে হাসপাতালের পরিষেবা-শান্তি বিঘ্নিত হয়। ২৯ অক্টোবর স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করবে ৬ সদস্যের দল।' ছাত্রদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ জানান বিচারপতিরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এজলাসেই ফোন ব্যবহারে অনুমতি দেওয়া হয়। যদিও অনশন-আন্দোলন চালিয়ে যেতে অনড় আরজি করের পড়ুয়ারা।
২ নভেম্বর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।
আসানসোলের হীরাপুরে অস্ত্র কারখানার হদিশ। বাড়ির মধ্যেই বাঙ্কার করে তৈরি হত অস্ত্র। উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ২ জনকে আটক করেছে পুলিশ, বাড়ির মালিক পলাতক।
'১০০ কোটি টিকাকরণে শক্তিশালী হয়েছে দেশ', গতকাল 'মন কি বাত' অনুষ্ঠানে দাবি করেন নরেন্দ্র মোদি। দেশের ৩৫ কোটি মানুষ এখনও টিকাই পাননি! তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও তথ্য থাকে না, উনি কোনও তথ্যের ধারও ধারেন না।' মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
পুরভোটের আগে বাঁকুড়া শহরে আম আদমি পার্টির নামে পোস্টার। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত দু’ দিন ধরে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় আপের নামে পোস্টার দেখা যাচ্ছে। একুশের নির্বাচনে বাঁকুড়া পুরসভার একাধিক ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই আপের পোস্টার নিয়ে একে অন্যকে আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি।
দিনহাটায় অভিষেক বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা না জিতলে, ভারতবর্ষ থাকবে না। ত্রিপুরা-গোয়ার পর আমরা আরও পাঁচ-সাতটা রাজ্যে যাচ্ছি। ‘তিন মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এমনভাবে ভোট দিন, পদ্মফুল যেন সর্ষেফুল দেখে।’
১৫ নভম্বর থেকে খুলছে স্কুল। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দিনহাটায় অভিষেক বলেছেন, কোচবিহারে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ, একটিও পালন করেননি। দিনহাটায় মন্ত্রী হওয়ার লালসায় ইস্তফা দিয়েছেন বিজেপি প্রার্থী। যাঁরা সভায় এসেছেন, তাঁরা সবাই ভোট দিলেই বিজেপি ভো কাট্টা।’
কোচবিহারের দিনহাটা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুয়ারে রেশন প্রকল্পে ফের স্বস্তি রাজ্যের। হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে দায়ের হয়েছিল মামলা।প্রকল্প চালাতে নির্দেশ দেয় আদালত।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা।প্রকল্প চালাতে চেয়ে রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে ফের আজ আবেদন। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি।আর্জি খারিজ করল হাইকোর্ট
তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারে হামলার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দায়। ভোটার স্লিপ ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি, বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। গতকাল খড়দা বিধানসভা কেন্দ্রের শহরপুরে প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। এই নিয়ে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সাংসদের ডাকা বিজয়া সম্মিলনী ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে গরহাজির তৃণমূল বিধায়ক ও দুই মন্ত্রী।‘ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় কেউ কেউ আসতে পারেননি’, দলীয় বিধায়কদের অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের
রায়নায় নিহত বড়বাজারের ব্যবসায়ী খুনে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরের দিন ব্যবসায়ীর গ্রামের বাড়ির বেশ কিছুটা দূরে নয়ানজুলি থেকে ব্যাগসমেত উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও ছুরি। ব্যাগে বেশ কিছু পোশাকও ছিল বলে পুলিশ সূত্রে খবর। পোশাকগুলি কার, তা জানতে ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার তিনদিন পরেও অধরা আততায়ীরা। সূত্র সন্ধানে রাস্তার ধারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে রায়নার দেরিয়াপুরে গ্রামের বাড়িতে খুন হন বড়বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল।
পুরভোটের দিন ঘোষণার আগেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী নির্বাচন নিয়ে বাঁকুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।পুর প্রশাসককে প্রার্থী চেয়ে প্ল্যাকার্ড নিয়ে মিছিল।
মিছিল করে পার্টি অফিসে বিক্ষোভ মহিলা তৃণমূল কর্মীদের।‘দলের মধ্যেই বিদায়ী কাউন্সিলরকে প্রার্থী না করার চক্রান্ত চলছে’, অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূলকর্মীদের।বিক্ষোভের কথা জানা নেই দাবি পুরপ্রশাসকের
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়। এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি পঞ্চায়েতমন্ত্রী।আইসিইউ-তে ভর্তি রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।
সাতসকালে ভাঙড়ের ঝিঝিরআইটে বাঁশ বাগান থেকে উদ্ধার হল কঙ্কাল। পাশে পড়েছিল মহিলাদের জুতো, ব্যাগ ও টিফিন কৌটো। আজ সকালে কাঠ কুড়োতে গিয়ে বাঁশ বাগানের মধ্যে কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় মহিলা। পরে ভাঙড় থানার পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে। কঙ্কালটি কোনও মহিলার বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
উত্তরাখণ্ড থেকে ফিরল তিন বাঙালি অভিযাত্রীর দেহ। কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। মৃত বিকাশ মাকাল, সৌরভ ঘোষ ও রিচার্ড মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জের বাসিন্দা। রিচার্ডের বাড়ি বারুইপুরের কল্যাণপুরে হলেও তিনি থাকতেন নেপালগঞ্জে মামার বাড়িতে।
রাজারহাটের শিখরপুরে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির দোতলা থেকে উদ্ধার করা হয় তাঁকে। বাড়িরই এক সদস্য দেখতে পান দোতলায় আগুন জ্বলছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা।স্বামীর অসুস্থতায় মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ
সেলফি তুলতে গিয়ে, কার্শিয়ঙের বেলতার চা বাগানে ঝরনায় তলিয়ে গিয়ে তরুণীর মৃত্যুর দাবি প্রত্যক্ষদর্শীদের। গতকাল সন্ধে নাগাদ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের পর আজ দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
সেলফির নেশায় মৃত্যু!
হুগলির উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। বাসিন্দাদের সতর্ক করতে মাইকে চলছে প্রচার। মাস্ক না পরলে জরিমানা করছে চন্দননগর কমিশনারেট।
উৎসবের আবহে আরামবাগ পুর এলাকায়, বাড়ছে করোনার সংক্রমণ। ১, ৩, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল। পুরশুড়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতকেও কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
পুজোর পর করোনা সংক্রমণ বাড়তেই শুরু কড়াকড়ি। রাত ১১টার পর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে নথি পরীক্ষা, জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। মাস্ক না পরায় চলে ধরপাকড়।
দিল্লিতে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ডোমজুড়ের ২ বাসিন্দার। দিল্লি-আগরা হাইওয়েতে বিকল হয়ে যায় গাড়ি। সারানোর সময় গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, আশঙ্কাজনক আরও ১।
পশ্চিম বর্ধমানের কাঁকসায় ভর সন্ধেয় সোনার দোকানের সামনে ছিনতাইয়ের অভিযোগ। দোকান বন্ধ করার সময়, মালিককে ভোজালির কোপ। অভিযোগ, ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ।
প্রেক্ষাপট
১০০ কোটি টিকাকরণে শক্তিশালী দেশ, বললেন মোদি। ৩৫ কোটি মানুষ টিকা পাননি। টিকার সার্টিফিকেটে মোদির ছবি, করোনায় মৃতদের সার্টিফিকেটে নয় কেন ? আক্রমণ মমতার।
কোভ্যাক্সিন নিয়ে পড়ুয়ারা বিদেশে যেতে না পারলেও নরেন্দ্র মোদি কী করে আমেরিকায় গেলেন ? কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই কোভ্যাক্সিনে ? প্রশ্ন মমতার। আগে রাজ্য সামলান, কটাক্ষ বিজেপির।
রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনা, আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে কনটেনমেন্ট জোন। জলপাইগুড়িতে প্রচার। ভ্যাকসিন নিলেও সতর্ক থাকুন, বার্তা মুখ্যমন্ত্রীর।
ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। ভুগছিলেন জ্বরে, পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ। রয়েছেন দিল্লিতে, অবস্থা স্থিতিশীল।
জেলায় সেঞ্চুরি, কলকাতায় একশোর দোরগোড়ায় ডিজেল। লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম, ৩৩ পয়সা বেড়ে রাজ্যে ১০৯ টাকার গণ্ডি ছাড়াল পেট্রোল।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। দড়ি দিয়ে বাস টানলেন পরিবহণকর্মীরা। ট্যাক্স ডাকাতি, কটাক্ষ রাহুল গাঁধীর। ১৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পদযাত্রা কংগ্রেসের।
মূল্যবৃদ্ধির জ্বালায় জেরবার মানুষ। পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে, কারও ভ্রুক্ষেপ নেই। কেন্দ্রকে আক্রমণ মমতার। জিএসটির আওতায় আনতে প্রধানমন্ত্রীকে চিঠি দিন মুখ্যমন্ত্রী, খোঁচা সুকান্তর।
কাজের বরাত পাওয়া নিয়ে মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় ধুন্ধুমার। দুই গোষ্ঠীর মধ্যে বোতল ছোড়াছুড়ি, চার রাউন্ড গুলি চলার অভিযোগ, আটক ৪। গুলি চলেনি, জানাল পুলিশ।
ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব। চলচ্চিত্র জগতের ব্যক্তিদের নিয়ে নাচানাচি। কোণঠাসা পুরনোরা। বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। যথেষ্ট গুরুত্ব, পাল্টা গেরুয়া শিবির।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, গাড়ি ভাঙচুরের অভিযোগ। ত্রিপুরায় গেলেই শুধু মারধর, আহতের চিকিৎসাও হয় না। আক্রমণ মমতার। বাংলাতেই বেশি হিংসা, পাল্টা সুকান্ত।
তৃণমূলের নজরে গোয়া। বৃহস্পতিবার যাচ্ছেন মমতা। দায়িত্ব পেয়ে গোয়া গেলেন বাবুল, সঙ্গে সৌগত। গোয়ায় তৃণমূলের অস্তিত্ব নেই, পাল্টা চিদম্বরম। লাভ হবে না, কটাক্ষ বিজেপির।
উত্তরাখণ্ডে বিপর্যয়ে মৃত বেড়ে ৭৭। সুন্দরডুঙ্গা থেকে আরও ৫টি দেহ উদ্ধার। বাঙালি অভিযাত্রীদের দেহ ফেরাতে উদ্যোগ। কেদারনাথে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার পাইকপাড়ার বাঙালি পরিবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -