WB News Live Updates: পুরুলিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, ভর্তি হাসপাতালে
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে, এবার মামলা রুজু করে তদন্ত শুরু করল ED। সূত্রের খবর, দেবাঞ্জনকে হেফাজতে নিতে আগামী সপ্তাহে আর্জি জানাবে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে নজর রাখুন।
পুরুলিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি।পুরুলিয়া জেলা আদালতের কাছে দুষ্কৃতী হামলা।তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের পেটে গুলি লাগে।গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে
আশুতোষ কলেজে টিএমসিপি-র গোষ্ঠীসংঘর্ষ।ভবানীপুর থানায় অভিযোগ জানাতে গেলে একপক্ষের ওপর ‘হামলা’।সংঘর্ষ ঠেকাতে গিয়ে রক্তাক্ত ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি।মাথা ফাটল ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসির।এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে আহত অ্যাডিশনাল ওসিকে।সংঘর্ষ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি টিএমসিপি-র।
এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই পুলিশি তৎপরতা।অবশেষে অভিনেত্রী প্রত্যুষা পালের অভিযোগ গ্রহণ করে মামলা রুজু।তথ্য প্রযুক্তি ধারায় মামলা দায়ের করে তদন্তে পুলিশ। মামলা রুজু করে তদন্তে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ। কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে শুরু তদন্ত। ১ বছর আগে অভিযোগ জানালেও গ্রহণ না করার অভিযোগ করেছিলেন অভিনেত্রী।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৯৭।রাজ্যে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু।রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ।দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা
সিবিআইয়ের ভুয়ো আইনজীবী সনাতনের বিজেপি-যোগ। ‘বিজেপির নির্বাচনী কমিটি, বিশ্ব হিন্দু পরিষদের শংসাপত্র, পুলিশের হাতে গেরুয়া শিবিরের শংসাপত্র। সনাতনের সাফল্য কামনা করে শংসাপত্র’। ২০১৭-য় বিশ্ব হিন্দু পরিষদ নেতা চন্দ্রনাথ দাসের শংসাপত্র।সনাতনকে স্বীকৃতি দিয়ে শংসাপত্র কৃষ্ণা ভট্টাচার্যের।‘ শংসাপত্র পরীক্ষা করে সনাতনের বিজেপি-যোগের তদন্তে পুলিশ। শংসাপত্রে সই তাঁর নয়, জানালেন কৃষ্ণা ভট্টাচার্য।
অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগ।সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ। তিনি অভিযোগ করেন যে, ‘ছবি সুপার ইম্পোজ করে পর্ণ সাইটে আপলোড’ করে পরিচিতদের কাছে সেই ছবি ফরওয়ার্ড করে সম্মানহানির চেষ্টা করা হয়’। লালবাজারে ই-মেল করে অভিযোগ জানান প্রত্যুষা ।২০২০-র জুনে অভিযোগ, এখনও কেউ গ্রেফতার হয়নি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার।‘জন বার্লা বিচ্ছিন্নতাবাদী নেতা, আলিপুরদুয়ারে ঢুকতে দেব না’।হুঁশিয়ারি তৃণমূলের আলিপুরদুয়ার টাউন কমিটির সভাপতির। তাঁর হুঁশিয়ারি,‘আলিপুরদুয়ারে এলেই কালো পতাকা দেখানো হবে।যেখানেই যাবেন, গোব্যাক স্লোগান দেওয়া হবে।’
তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতিতে নতুন সভাপতি নিযুক্ত হলেন।সভাপতির পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী।নতুন সভাপতি হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।২০১২ থেকে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি শুভেন্দু
কাল থেকে লিটারে ২ টাকা করে দাম বাড়ছে মাদার ডেয়ারির দুধের ।কলকাতার পাশাপাশি দাম বাড়ছে দিল্লি-মুম্বই-নাগপুরেও
সহজে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ। রাজারহাটে কল সেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস। রাজারহাটে সিআইডি-র জালে প্রতারণা চক্রের পাণ্ডা-সহ ১২ জন। উদ্ধার হয়েছে মোবাইল ফোন, নথি।
আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে। তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কীভাবে অভিযোগ, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে। জানালেন এসএসসির চেয়ারম্যান।
জেপি নাড্ডার সঙ্গে কাল দিল্লিতে বৈঠকে দিলীপ ঘোষ। ভোট পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। একাধিক বিষয়ে নাড্ডার সঙ্গে কথা বলবেন দিলীপ ঘোষ। আলোচনায় উঠবে সৌমিত্র, রাজীবের বিদ্রোহের প্রসঙ্গ। কথা হবে সৌমিত্র, রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। এমনই খবর সূত্রের।
ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে মহিলাকে ‘ব্ল্যাকমেল’ ।টাকা না পাওয়ায় আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ।লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ ফুলবাগানের মহিলার।বেলঘরিয়া থেকে পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত।কটূক্তি, হুমকি এবং সাইবার আইনে মামলা রুজু ।২৩ জুলাই পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
সিঁথির কেদারনাথ দাশ লেনে বাড়ি থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার।৭০ বছরের বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন।তিনি আগেই মাথায় আঘাত পেয়েছিলেন।তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল।পড়ে গিয়ে নাকি অন্য কোনও কারণে মৃত্যু ?ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে জমি বিবাদকে কেন্দ্র করে বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় প্রোমোটার ও তাঁর সঙ্গীরা। ঘটনার ৩ দিন পর থানায় অভিযোগ দায়ের আতঙ্কিত পরিবারের। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলি। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চেতলায় অহীন্দ্র মঞ্চের সামনে অবস্থান। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক পরেশ পাল।
জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পরেই ফের কেশপুরে রাজনৈতিক অশান্তি। জরিমানা দিতে অস্বীকার করায়, সালিশি সভায় নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বিরোধী দল করায়, ভোটের আগে বিজেপি কর্মী সইদুল রহমানকে হাজার পাঁচেক টাকা জরিমানা ধার্য করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরপর ভোটের ফল ঘোষণার পর দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন ওই বিজেপি কর্মী। গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা কেশপুরে ঘুরে যাওয়ার পর, সন্ধেয় বাড়ি ফেরেন সইদুল। পরিবারের অভিযোগ, এরপরই সালিশি সভায় তুলে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন ওই বিজেপি কর্মী। রাজনীতি নেই, পারিবারিক বিবাদের জের, দাবি তৃণমূল নেতৃত্বের।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেহালার চড়কতলা এলাকায় সাইকেল চালিয়ে ঘুরলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং।
প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা নিয়ে চাপানউতোর গড়াল আদালতে। এনিয়ে বিডিও-র বিরুদ্ধে তলবি সভা না ডাকার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ১২ জন তৃণমূল সদস্য। সম্প্রতি তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনেন ওই সদস্যরা। অভিযোগ, অনাস্থা নিয়ে তলবি সভা ডাকতে টালবাহানা করছেন বিডিও।এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ১২ জন তৃণমূল সদস্য। এনিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।
কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর। হামলায় নাম জড়াল তৃণমূলের। অভিযোগ, আজ সকালে বাজার যাওয়ার পথে ৭৫ বছরের তৃণমূল কর্মীকে বাড়িতে ডেকে মারধর করেন বিজেপির বুথ সভাপতি। পাল্টা বিজেপি নেতার বাড়ি ভাঙচুর হয়। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের দাবি, নিজেরা মেরে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বুথ সভাপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে। শাসক শিবিরের দাবি, বয়স্ক তৃণমূল কর্মীকে মারধর করায়, গ্রামবাসীরাই বিজেপি নেতার বাড়িতে হামলা চালায়।
পশ্চিম মেদিনীপুরে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে জেলায় ৫৫টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। সংক্রমণ রুখতে চলছে কড়া নজরদারি। কনটেনমেন্ট জোনের আওতায় খড়গপুর পুরসভার ৫টি ওয়ার্ড। গতকাল রাতে নাকা চেকিং করে পুলিশ। রাত ৯টার পর দোকান খোলা রাখায় বন্ধ করে দেওয়া হয়। সতর্ক করা হয় ব্যবসায়ীদের। ইন্দা বাস স্ট্যান্ড, খরিদা, মালঞ্চ এলাকাতেও চলে পুলিশি নজরদারি। কোভিড বিধি ভাঙায় গ্রেফতার করা ৯ জনকে।
ফের কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস। সিআইডি-র জালে চক্রের পাণ্ডা-সহ ১২ জন। শহরে কল সেন্টারের নামে প্রতারণার কারবার চালানোর অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি। রাজারহাটের একটি বহুতলে অভিযান চালায়। সিআইডির দাবি, নামি সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের ফোন করে টোপ দেওয়া হত। এভাবে বেশ কয়েকজনকে প্রতারণা করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে চক্রের চার পাণ্ডা-সহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৪০টি মোবাইল ফোন ও বেশ কিছু নথি।
১০০ দিনের কাজ নিয়ে মালদার পুখুরিয়ায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। আহত ৭। ১০০ দিনের কাজে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল সদস্যদের একাংশ। গতকাল এনিয়ে তদন্তে যান প্রশাসনিক কর্তারা। অভিযোগ, তাঁদের সামনেই প্রধানের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের বিবাদ বাধে। তা থেকে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। সকলেই হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এধরনের ঘটনায় দল পাশে দাঁড়াবে না বলে তারা জানিয়েছে।
কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
সোশাল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। ফেসবুকে তিনি লিখেছেন, জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, ‘তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে। তাই দুধকে যখন ফোটানো হয়, তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করব! তাই জল আগেই শেষ হয়ে যায়! যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়! কিন্তু ......এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে!
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার মামলা রুজু করে তদন্ত শুরু করল ED। সূত্রের খবর, দেবাঞ্জনকে হেফাজতে নিতে আগামী সপ্তাহে আর্জি জানাবে কেন্দ্রীয় সংস্থা। রেমডিসিভির-অক্সিজেনের কালোবাজারি নিয়েও মামলা রুজু করেছে ED।
প্রেক্ষাপট
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে, এবার মামলা রুজু করে তদন্ত শুরু করল ED। সূত্রের খবর, দেবাঞ্জনকে হেফাজতে নিতে আগামী সপ্তাহে আর্জি জানাবে কেন্দ্রীয় সংস্থা। রেমডিসিভির-অক্সিজেনের কালোবাজারি নিয়েও মামলা রুজু করেছে ED।
এসএসকেএমে নবজাতকের জটিল অস্ত্রোপচার।২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল নাকছাবি।মুর্শিদাবাদ থেকে শিশুকে আনা হয় কলকাতায়, ভর্তি করা হয় এসএসকেএমে। গতকাল অস্ত্রোপচার করে নাকছাবি বের করেন চিকিৎসকেরা।
বিরোধী শিবির থেকেই পিএসি-র চেয়ারম্যান বেছে নেওয়াই প্রথা। সেই প্রথা মান্যতা দিচ্ছে না তৃণমূল সরকার। গত বিধানসভাতেও একই ঘটনা ঘটেছিল। তখন কিন্তু এখানকার বিরোধী নেতা বেশ খুশিই হয়েছিল। এখন যখন তিনি বিরোধিতা করছেন, তখন তাঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। বললেন সুজন চক্রবর্তী।
আর কতদিন বিধায়ক থাকেন মুকুল রায়, দেখা যাবে। দলত্যাগ বিরোধী আইন কার্যকরে যেখানে যাওয়া যায়, সেখানে যাবে বিজেপি। দাবি বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারীর। যেতে পারেন, হাইকোর্টে মামলায় নিজের বিধায়ক পদই বাঁচাতে পারেন কিনা সন্দেহ, পাল্টা সৌগত রায়।
সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধীদলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। এতে বিধানসভায় শাসক-বিরোধী সম্পর্ক ভাঙল শাসকদল। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই এবার জিকা ভাইরাসের হানা। সতর্কতা জারি করল রাজ্য সরকার। জিকা ভাইরাস নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। সূত্রের খবর, বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হবে পরামর্শদাতা কমিটি। সংক্রমণ প্রতিরোধ এবং সেই সংক্রান্ত পদক্ষেপে অগ্রাধিকার দেওয়া হবে। জিকা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রক্রিয়া।
শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু। ৭ জুলাই পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় ৩০২ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -