WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট পেশ
ভুয়ো ক্যাম্পে ভুয়ো ভাকসিনকাণ্ডের প্রতিবাদে আজ মিছিল। নবান্ন পর্যন্ত মিছিলের ডাক বিজেপির শ্রমিক সংগঠনের।
জন বার্লার পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির সমালোচনায় সরব জলপাইগুড়ির বিক্ষুব্ধ বিজেপি নেতা বিশ্বজিৎ গুহ। যদিও, দলীয় সংসদের পাশেই দাঁড়িয়েছেন জলপাইগুড়ির পরাজিত বিজেপি প্রার্থী। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
পূর্ব বর্ধমানের রায়নায় ২ নাবালিকার রহস্যমৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নাবালিকার মৃত্যু বলে অনুমান পুলিশের। বাবার বিরুদ্ধে ২ নাবালিকাকে খুনের অভিযোগ মায়ের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যেই ২ মেয়েকে খুন বলে অভিযোগ। আগেও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মায়ের। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জম্মুকাশ্মীরে ফের জঙ্গি হামলা। শ্রীনগরে সিআরপিএফ-কে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। আহত ৩ সাধারণ নাগরিক। ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
কলকাতা থেকে জেলা, ভ্যাকসিন পেতে ফের দুর্ভোগ। কোথাও রাত থেকে লাইন দিয়েও মিলল না ভ্যাকসিন। কোথাও আবার নিয়ম বহির্ভূতভাবে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
মহামারী মোকাবিলায় সরঞ্জাম কেলেঙ্কারির অভিযোগে সরব শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, "২ হাজার কোটির কেলেঙ্কারির তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হোক। রিপোর্ট গোপন করা হচ্ছে কেন? তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিটির প্রধান ছিলেন। অবিলম্বে দায়বদ্ধতা ও স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট পেশ করা হোক।"
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট। মুখ্যমন্ত্রীর কাছে ২টি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ। ২টি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ করলেন স্বাস্থ্য সচিব।
গড়িয়ায় ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে বিশৃঙ্খলা। অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়েও কাউকে ফিরে যেতে হচ্ছে। আবার নিয়ম বহির্ভূতভাবে অনেকেই ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ। পুরসভার তরফে নির্দিষ্ট করে কিছু না জানানোয় উত্তেজনা ছড়ায়। যদিও একাংশের দাবি, ভ্যাকসিন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছে।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কলকাতা পুরসভার জাল হলোগ্রাম তৈরি করিয়েছিলেন দেবাঞ্জন দেব। ৯ নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে লেজার হলোগ্রাম নামে একটি সংস্থার কাছ থেকে নেওয়া হয় হলোগ্রাম। ব্যবসায়ী নির্মল পুগালিয়ার দাবি, ২০২০-তে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে পারচেজ অর্ডার দেখিয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে ৩ হাজার পিস হলোগ্রাম নেন দেবাঞ্জন। চেকের মাধ্যমে টাকা দেওয়া হয় বলে ব্যবসায়ীর দাবি। গতকাল ওই ব্যবসায়ীকে লালবাজারে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কীভাবে ওই ব্যবসায়ীর সঙ্গে দেবাঞ্জনের যোগাযোগ হল তা জানতে চাওয়া হয়। ব্যবসায়ীর দাবি, পারচেজ অর্ডার ভুয়ো তা টেরই পাননি তিনি।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তত্পর কলকাতা পুরসভা। কসবা এলাকায় ১০৭ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার তরফে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করছেন পুরসভার মেডিক্যাল অফিসাররা। অন্যদিকে আমহার্স্ট স্ট্রিটে সিটি কলেজেও স্বাস্থ্য দফতরের শিবির বসে।
ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নতুন কীর্তির পর্দাফাঁস। অভিযোগ, শুধু মাস্ক-স্যানিটাইজার নয়, দেবাঞ্জন সংগ্রহ করতেন করোনার ওষুধও। গতকাল ট্যাংরার এক ওষুধ ব্যবসায়ী কসবা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, করোনার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ বাবদ দেবাঞ্জনের কাছে প্রায় ২৬ লক্ষ টাকা পাওনা রয়েছে। ২০২০-তে তালতলায় একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে ব্যবসায়ীর সঙ্গে আলাপ হওয়ার সময় নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক বলে পরিচয় দেন দেবাঞ্জন। কলকাতা পুরসভার ভুয়ো অ্যাকাউন্ট থেকে দু’-দু’বার দেবাঞ্জন চেকও দেন বলে ট্যাংরার ওষুধ ব্যবসায়ীর দাবি।
ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো IAS পরিচয়ে ২০২০ থেকে কসবার রাজডাঙার একটি মাল্টিজিমে যেতেন দেবাঞ্জন দেব। জিম কর্তৃপক্ষের দাবি, ৫ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ট্রেনার রেখেছিলেন তিনি। অভিযোগ, জিমের সামনে নীল বাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে সশস্ত্র দেহরক্ষী নিয়ে জিমে ঢুকতেন দেবাঞ্জন। এনিয়ে একাধিকবার আপত্তি জানান জিমের অন্য সদস্যরা। দেবাঞ্জন IAS পরিচয় দিয়ে সকলকে চুপ করিয়ে রাখতেন বলে অভিযোগ।
আজ ভোর থেকে অসুস্থ মিমি চক্রবর্তী। অভিনেত্রী-তৃণমূল সাংসদের পেটে ব্যথা রয়েছে। আগে থেকেই মিমির গল ব্লাডারে সমস্যা ছিল। আজ ভোরে বাড়িতে এসে চিকিত্সক তাঁকে দেখে গিয়েছেন। এখনও মিমি চক্রবর্তী বাড়িতেই চিকিত্সাধীন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর জনসংযোগের দায়িত্বপ্রাপ্তরা। অসুস্থতার কারণে মিমি চক্রবর্তীর কর্মসূচি বাতিল। আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তাঁর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের কথা ছিল।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তত্পর কলকাতা পুরসভা। এদিন কসবা এলাকায় ১০৭ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার তরফে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তার আগে অটোয় চড়ে চলছে মাইকে প্রচার। দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের পুরসভার স্বাস্থ্য শিবিরে এসে পরীক্ষা করানোর আবেদন জানানো হচ্ছে পুরসভার তরফে।
পৃথক রাজ্যের দাবিতে বিজেপি সাংসদ-বিধায়কদের মন্তব্যের প্রতিবাদে এবার হুগলিতে পথে নামল তৃণমূল। এদিন পোস্টার, ব্যানার নিয়ে জিটি রোডে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কর্মীরা। পরে শেওড়াফুলি ফাঁড়িতে বিজেপি সাংসদ জন বার্লা, সৌমিত্র খাঁ-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে এবার খুনের চেষ্টার মামলা রুজুর আবেদন। অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে এই আবেদন করতে চলেছে পুলিশ। আজই আদালতে খুনের চেষ্টার আবেদন জানানো হবে।
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। আজ কলকাতায় লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৫০ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
সিবিআই অফিসার সেজে কসবা থেকে ব্যবসায়ীকে অপহরণ ও তোলাবাজির অভিযোগে আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ফারুক আলম মধ্যমগ্রামের বাসিন্দা। হাওড়ার জগাছা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত ২৪ মে, সিবিআই অফিসার সেজে কসবার এক ব্যবসায়ীকে তুলে এনে নিজাম প্যালেসের পার্কিং লটে আটকে রাখা হয়। চাওয়া হয় ২ কোটি টাকা। ১৫ লক্ষ টাকা দিয়ে ওই ব্যবসায়ী মুক্তি পান বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে এবার মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃত সুশান্ত দাস ও রবীন শিকদার কলকাতা পুরসভার ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সই করতেন। আরেক ধৃত শান্তনু মান্না দেবাঞ্জনের সংস্থার কর্মী হিসেবে বিভিন্ন ক্যাম্প আয়োজন করতেন। এদের জেরা করে চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের পর আজ স্বাস্থ্য দফতর ও পুরসভার উদ্যোগে ক্যাম্প। কসবা ও সিটি কলেজে হবে ক্যাম্প। ‘যাঁরা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা কসবা ও সিটি কলেজে ক্যাম্প করে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে স্বাস্থ্য দফতর। পরীক্ষার পর রিপোর্ট খতিয়ে দেখবে বিশেষ কমিটি। কমিটিতে থাকবেন বিশিষ্ট চিকিৎসকেরা।
প্রেক্ষাপট
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের পর আজ স্বাস্থ্য দফতর ও পুরসভার উদ্যোগে ক্যাম্প। কসবা ও সিটি কলেজে হবে ক্যাম্প। ‘যাঁরা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা কসবা ও সিটি কলেজে ক্যাম্প করে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে স্বাস্থ্য দফতর। পরীক্ষার পর রিপোর্ট খতিয়ে দেখবে বিশেষ কমিটি। কমিটিতে থাকবেন বিশিষ্ট চিকিৎসকেরা।
ভুয়ো ক্যাম্পে ভুয়ো ভাকসিনকাণ্ডের প্রতিবাদে আজ মিছিল। নবান্ন পর্যন্ত মিছিলের ডাক বিজেপির শ্রমিক সংগঠনের। বিজেপির রাজ্য দফতর থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক।
রাজ্যে আরও ৩ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত। রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত বেড়ে হল ৬৬। মিউকরমাইসোসিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত ১৬। উপসর্গ নিয়ে মারা গিয়েছেন ৩৬ জন।
এরাজ্যেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্য। ডেল্টা ভ্যারিয়েন্ট মিলেছে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্রে। পঞ্জাব, তেলঙ্গানাতেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। উদ্বেগ বাড়িয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের ৫০%-র বেশি মিলেছে ৮ রাজ্যে। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল সেন্টার অফ ডিজিস কন্ট্রোলের ডিরেক্টর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -