WB News Live Updates: কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল

West Bengal News Live Updates: কাল দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jun 2021 09:53 PM
West Bengal News Live Updates: শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব বিজেপি নেতাদের একাংশ। প্রতিবাদে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি। পৃথক রাজ্যের দাবি নিয়ে বিতর্ক চাইলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live Updates: কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জের, কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল। শুধু সরকারি, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে টিকা। কাল কোনও বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প হবে না। কাল দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক। বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠকের পর গাইডলাইন প্রকাশ করবে রাজ্য। গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত বন্ধ সব বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প। স্বাস্থ্যভবনের তরফে জানানো হল সব বেসরকারি সংস্থাকে। 

West Bengal News Live Updates: স্টুডিওপাড়াতেও যাতায়াত ছিল দেবাঞ্জনের

টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও যাতায়াত ছিল দেবাঞ্জনের। গান রেকর্ডিংয়ের সূত্রে যাতায়াত শুরু। স্টুডিওপাড়ায় একটি অ্যাসোসিয়েশনে পদের জন্যও আবেদন করে দেবাঞ্জন। ১০ জানুয়ারি টালিগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টেও হাজির ছিল দেবাঞ্জন। সিনে ফেডারেশনের আয়োজিত টুর্নামেন্টে জানানো হয় সংবর্ধনাও। সেখানেও পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দেয় দেবাঞ্জন। 

WB News Live Updates: দেবাঞ্জনকে সঙ্গে নিয়েই মাদুরদহের বাড়িতে পুলিশ

দেবাঞ্জনকে নিয়ে এবার মাদুরদহর বাড়িতে আড়াই ঘণ্টা ধরে তল্লাশি পুলিশের। উদ্ধার একাধিক নথি। কথা পরিবারের সঙ্গে। নজর দেবাঞ্জনের কম্পিউটার ও ল্যাপটপে। দেবাঞ্জনের সংস্থার কর্মী সহ ১০ জনকে তলব।

West Bengal News Live Updates: শীতলকুচিতে ঘুষ দিয়ে চাকরি না পেয়ে আত্মঘাতী যুবক, দাবি পরিবারের

ঘুষ দিয়ে চাকরি না পেয়ে আত্মঘাতী যুবক, দাবি পরিবারের। কোচবিহারের শীতলকুচির ঘটনা। শিক্ষকতার চাকরির জন্য আত্মীয়কেই ৬ লক্ষ টাকা ঘুষ। চাকরি না পাওয়ায় ডিপ্রেশনে আত্মহত্যা, দাবি পরিবারের। বাড়ির কাছে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। 

WB News Live Updates: বৃষ্টির জল জমে বেহাল রাস্তা, প্রতিবাদে নলহাটিতে ধানগাছ পুঁতলেন গ্রামবাসীরা

প্রথম বর্ষাতেই ভোগান্তির ছবি ধরা পড়ল উত্তর ও দক্ষিণের দুই প্রান্তে। কোচবিহারে বৃষ্টির জল জমে নাকাল গুড়িয়াহাটি এলাকার বাসিন্দারা। বীরভূমের নলহাটিতে প্রতিবাদ জানিয়ে বেহাল রাস্তায় ধানগাছ পুঁতলেন গ্রামবাসীরা।

West Bengal News Live Updates: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থা কেমন?

জম্মু এয়ারফোর্স স্টেশনে ড্রোনের মাধ্যমে জোড়া বিস্ফোরণ। প্রশ্ন উঠছে, গোটা দেশের সামরিক ও অসামরিক বিমান বন্দরগুলির সুরক্ষা ব্যবস্থা কেমন? কোথাও যদি অজানা ড্রোনের অনুপ্রবেশ ঘটে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কীভাবে?

WB News Live Updates: করোনা সংক্রমণ রুখতে কাল থেকে বুধবার পর্যন্ত রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের সব দোকান বন্ধের সিদ্ধান্ত

করোনা সংক্রমণ রুখতে কাল থেকে বুধবার পর্যন্ত রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের সব দোকান বন্ধের সিদ্ধান্ত পুরসভা ও প্রশাসনের তরফে। 

West Bengal News Live Updates: মধ্যমগ্রামে আটক নীল বাতি লাগানো গাড়ি, আরোহীদের থেকে উদ্ধার মদের বোতল

মধ্যমগ্রামে আটক নীল বাতি লাগানো গাড়ি। আরোহীদের থেকে উদ্ধার মদের বোতল। গাড়িটি বিপর্যয় মোকাবিলা দফতরের কোনও আধিকারিক ব্যবহার করেন। গাড়ির তিন আরোহীকেও আটক করেছে পুলিশ, খবর সূত্রের। ছুটির দিনে গাড়িটি কী হিসেবে ব্যবহার করা হচ্ছিল? তদন্তে পুলিশ। 

WB News Live Updates: চোপড়ায় তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে কেএলও-র নামে হুমকি-পোস্টার

কোচবিহার, জলপাইগুড়ির পর এবার উত্তর দিনাজপুর। চোপড়ায় তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে কেএলও-র নামে হুমকি-পোস্টার। এই পোস্টারের নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ তৃণমূলের। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। 

West Bengal News Live Updates: উলুবেড়িয়ায় দলীয় অফিসে ভাঙচুর বিজেপির কর্মীদের একাংশের

উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপি কার্যালয়ে ভাঙচুর দলীয় কর্মীদের একাংশের। জেলা সভাপতি ও বিজেপি নেতাদের হেনস্থার অভিযোগ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের সামনেই ভাঙচুরের অভিযোগ। ‘ভোট পরবর্তী হিংসার পর কর্মীদের পাশে কেউ নেই,’ অভিযোগ জানিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। 

WB News Live Updates: হাতজোড় করে ক্ষমা চেয়ে বিজেপিতে প্রত্যাবর্তন

বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার হিড়িকে উলটপুরাণ মালদার হরিশ্চন্দ্রপুরে। হাতজোড় করে ক্ষমা চেয়ে বিজেপিতে প্রত্যাবর্তন। ১৭ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দীপক ঋষি। মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপির কনভেনার ছিলেন তিনি। ১০ দিনের মাথায় সাংসদ ও জেলা সভাপতির উপস্থিতিতে প্রত্যাবর্তন। ভুল করে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, দাবি দীপকের। 

West Bengal News Live Updates: আসানসোলে বিজেপিতে বড় ভাঙন

আসানসোলে বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছাড়লেন ৩৮ জন নেতা সহ প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক। তাঁরা মলয় ঘটকের হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগ দিয়েই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির জেলা সম্পাদকের। ‘আদর্শচ্যুত হয়েছে বিজেপি, দুর্নীতিগ্রস্ত দল। হোটেলের ঘরে মাফিয়ার সঙ্গে বৈঠক করতেন বিজেপি নেতারা। প্রার্থী হতে ১০-১২ লক্ষ টাকা দিয়েছিলাম,’ দাবি সুজয় পালের। কৈলাস বিজয়বর্গীয়র এজেন্টকে ৬ লক্ষ টাকা দিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি জেলা সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুই।

WB News Live Updates: দেবাঞ্জনের সঙ্গে তৃণমূল নেতাদের যোগ স্পষ্ট, কটাক্ষ দিলীপ ঘোষের

দেবাঞ্জনের সঙ্গে তৃণমূল নেতাদের যোগ স্পষ্ট। এখন স্বীকার করছেন না, কটাক্ষ দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: তিনিও প্রতারিত, দাবি দেবাঞ্জনের সংস্থার কর্মী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের

দেবাঞ্জনের ভুয়ো সংস্থার আরও এক কর্মী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে কলকাতা পুরসভার ডেপুটি সেক্রেটারি হিসেবে পরিচয় দিত দেবাঞ্জন। ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পেও উপস্থিত ছিলেন তিনি। যদিও তাঁর দাবি, তিনিও দেবাঞ্জনের প্রতারণার শিকার। স্থানীয় সূত্রে দেবাঞ্জনের সঙ্গে পরিচয়, সেই সূত্রে চাকরি।

WB News Live Updates: রাজনীতির কারণে বঞ্চিত অন্তঃসত্ত্বা

শ্বশুর বিজেপি করেন। তাই জননী সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা থেকে অন্তঃসত্ত্বাকে বঞ্চিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।। খড়গপুর ২ নম্বর ব্লকের ডিঙো গ্রামের ঘটনা। অভিযোগ, ৯ মাসের অন্তঃসত্ত্বাকে জননী সুরক্ষা যোজনার আওতায় আনা হয়নি। এনিয়ে পপরআড়া গ্রাম পঞ্চায়েত অফিসে কথা বলতে গেলে দুর্ব্যবহার করা হয়। অন্তঃসত্ত্বার শ্বশুরের দাবি, তিনি বিজেপির সক্রিয় কর্মী হওয়ায় সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তাঁর পুত্রবধূ। এনিয়ে দিনদশেক আগে বিডিও-র কাছে অভিযোগ জানায় অন্তঃসত্ত্বার পরিবার। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপ প্রধান।

West Bengal News Live Updates: সিরাম ইনস্টিটিউট থেকে সাড়া না পেয়ে ভুয়ো টিকা কেনে, পুলিশকে জানাল দেবাঞ্জন

পুলিশের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেবাঞ্জনের। ভ্যাকসিনের জন্য সিরাম ইনস্টিটিউটকে মেল করেছিল দেবাঞ্জন। সেখান থেকে সাড়া না পাওয়ায় কেনা হয় ভুয়ো টিকা। এখনও পর্যন্ত দুটি শিবির খুলে ভুয়ো টিকাকরণ করে দেবাঞ্জন। কেএমসি-র ডেপুটি ম্যানেজারের নাম করে খোলা হয় ভুয়ো মেল আইডি। এখনও পর্যন্ত দেবাঞ্জনের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে যেত দেবাঞ্জনের কর্মীদের বেতন। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কেএমসি, পিডব্লুডি-র প্রচুর জাল স্ট্যাম্প উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য দেবাঞ্জনের সংস্থার কর্মী-সহ ১০ জনকে তলব। 

WB News Live Updates: দেবাঞ্জনের প্রতারণার ফাঁদ থেকে বাদ যাননি পারিবারিক বন্ধুও

পরিচিতদেরও প্রতারণার ফাঁদে ফেলেছিলেন দেবাঞ্জন দেব। দেবাঞ্জনের বোনের স্কুলের বন্ধু স্নেহা সরকার। ওই তরুণীর দাবি, বন্ধুর দাদা দেবাঞ্জন কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার। তাই বিশ্বাস করেই ক্যাম্প থেকে সপরিবারে ভুয়ো ভ্যাকসিন নেন ওই তরুণী ও অন্য বন্ধুরা। দেবাঞ্জনের প্রতারণা-কীর্তির পর্দাফাঁস হওয়ার পর হতবাক পরিচিতরা।

West Bengal News Live Updates: ড্রেসকোড ঠিক না থাকায় কর্মীকে মারধরের অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে

শুধু প্রতারক নন, রীতিমতো বদমেজাজি ছিলেন দেবাঞ্জন দেব। তাঁর সংস্থার কর্মী শুভাশিস দাসের দাবি, গতবছর ডায়মন্ড হারবারে একটি অনুষ্ঠানে ড্রেসকোড ঠিকঠাক না মানায় তাঁকে বেধড়ক মারধর করেন দেবাঞ্জন। ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি। আমফানের সময় তাঁরা কাজ করেছিলেন বলে দাবি করেন দেবাঞ্জনের সংস্থার ওই কর্মী।

WB News Live Updates: দেবাঞ্জনের প্রতারণার ফাঁদ থেকে বাদ যাননি গৃহশিক্ষকও!

স্নাতকস্তরে পড়াকালীনই প্রতারণায় হাত পাকানো শুরু ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের। বিএসসি পড়ার সময় প্র্যাক্টিক্যালের গৃহশিক্ষককে প্রতারণার জালে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেন দেবাঞ্জন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ওই শিক্ষকের। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কর্মরত ওই শিক্ষকের কাজের পাশাপাশি অভিনয়ের আগ্রহ ছিল। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে সিনেমায় অভিনয়ের টোপ দিয়ে শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন দেবাঞ্জন। গুণধর ছাত্র এভাবে আরও কয়েকজনকে প্রতারণা করেছেন বলে শিক্ষকের দাবি।

West Bengal News Live updates: রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়। বৃদ্ধার দেহ আগলে রেখেছিলেন মেয়ে। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার শীল লেনের বাড়িতে ৭১ বছরের কৃষ্ণা দাসকে নিয়ে থাকতেন মেয়ে বছর চল্লিশের সোমা দাস। স্থানীয়দের দাবি, আত্মীয়-পরিজনদের সম্পর্ক রাখতেন না অবিবাহিতা মেয়ে। গতকাল রাতে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। রাতেই ট্যাংরা থানার পুলিশ গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে।

WB News Live Updates: রানাঘাটে রেললাইন থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

নদিয়ার রানাঘাটে রেললাইন থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রানাঘাট মিলপাড়ার কাছে শিয়ালদা শাখার আপ লাইনে শোয়ানো ছিল বছর তিরিশের ওই যুবকের দেহ। আজ ভোরে দেহ উদ্ধার হয়। তদন্তে রানাঘাট জিআরপি ও ধানতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলি করে, কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে।

West Bengal News Live Updates: মোদি সরকারের ব্যর্থতাতেই উপত্যকায় জঙ্গি হামলা হচ্ছে, আক্রমণ অধীরের

মোদি সরকারের ব্যর্থতাতেই উপত্যকায় জঙ্গি হামলা হচ্ছে। শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি রাখতে পারেনি কেন্দ্রীয় সরকার, কটাক্ষ অধীর চৌধুরীর।

ভোটার তালিকা নিয়ে কাজ চলত কসবার অফিসে, দাবি দেবাঞ্জনের গাড়িচালকের

ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি করলেন দেবাঞ্জন দেবের গাড়িচালক মিঠুন দেবনাথ। তাঁর দাবি, ভোটার তালিকা নিয়ে কাজ চলত দেবাঞ্জনের কসবার অফিসে। এনিয়ে কথা বলতেন দেবাঞ্জন ও তাঁর সহযোগী শান্তনু মান্না। পাশাপাশি, গাড়িচালকের দাবি, সব কাজেই গোপনীয়তা বজায় রাখতেন দেবাঞ্জন। চালকের কারও সঙ্গে কথা বলা ছিল তাঁর না-পসন্দ। এমনকি, কথা বললে ধাপায় বদলি করে দেবেন বলেও দেবাঞ্জন হুমকি দিতেন বলে তাঁর গাড়িচালকের দাবি। চালক জানিয়েছেন, দেবাঞ্জন ছাড়াও কেএমসি লেখা গাড়িতে যাতায়াত করতেন তাঁর বান্ধবী ও শান্তনু মান্না।

WB News Live Updates: কৃষ্ণনগরে মুকুল রায়ের সম্বর্ধনা সভা ঘিরে বিশৃঙ্খলা

কৃষ্ণনগরে মুকুল রায়ের সম্বর্ধনা সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা। বিধায়কের কাছে পৌঁছনোর জন্য হুড়োহুড়ি। মুকুল রায়ের সামনেই ধাক্কাধাক্কি। ভোটে জেতার পর এদিন প্রথমবার কৃষ্ণনগরে যান বিধায়ক মুকুল রায়। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন। কৃষ্ণনগর উত্তরের বিধায়কের কাছে পৌঁছনোর জন্য দলীয় কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খলা। দ্রুত সেখান থেকে বেরিয়ে যান মুকুল রায়। এনিয়ে মন্তব্য করতে চাননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। 

শাসনের শিশুশিক্ষা কেন্দ্রে বোমা বাঁধতে গিয়ে জখম ৩

শিশুশিক্ষা কেন্দ্রের মধ্যে বোমা বাঁধতে গিয়ে জখম ৩ দুষ্কৃতী। উত্তর ২৪ পরগনার শাসনের ঘটনা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বালিপুর বজবজিয়া শিশুশিক্ষা কেন্দ্রের একটি পরিত্যক্ত ঘরে বোমা বাঁধা হচ্ছিল। বোমা ফেটে জখম হয় ৩ দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় আহতদের বাগুইআটির নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। দিনকয়েক আগে ওই এলাকা থেকে ২০টা তাজা বোমা উদ্ধার করে শাসন থানার পুলিশ। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, ট্যাংরায় বৃদ্ধার দেহ আগলে মেয়ে

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়। বৃদ্ধার দেহ আগলে রেখেছিলেন মেয়ে। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার শীল লেনের বাড়িতে ৭১ বছরের কৃষ্ণা দাসকে নিয়ে থাকতেন মেয়ে বছর চল্লিশের সোমা দাস। স্থানীয়দের দাবি, আত্মীয়-পরিজনদের সম্পর্ক রাখতেন না অবিবাহিতা মেয়ে। গতকাল রাতে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। রাতেই ট্যাংরা থানার পুলিশ গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে।

WB News Live Updates: ভাঙড়ে জোড়া খুন

ভাঙড়ে জোড়া খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভাইপো ও শ্যালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় সাট্টা কারবারির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার বানিয়াড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দুই যুবক রবিউল ইসলাম ও লাল্টু মোল্লাকে ডেকে নিয়ে যায় স্থানীয় সাট্টা কারবারি নেয়াউদ্দিন খান ও তার দলবল। বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে দুই যুবককে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রবিউল নেয়াউদ্দিনের ভাইপো ও লাল্টু ওই দুষ্কৃতীর শ্যালক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাট্টায় জিতে নেয়াউদ্দিনের কাছে টাকা চাওয়ায় জোড়া খুনের ঘটনা। অভিযুক্তরা পলাতক।

মালদার হরিশ্চন্দ্রপুরে মহিলা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

WB News Live Updates: মালদার হরিশ্চন্দ্রপুরে মহিলা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর। হামলায় নাম জড়াল বিজেপির। উত্তর রামপুর গ্রামের ঘটনা। তৃণমূল কর্মী কলাবতী দাসের অভিযোগ, ভোটের আগে থেকেই তাঁকে চাপ দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। বিজেপিকে ভোট না দেওয়ায় এরপর হুমকি দেওয়া শুরু হয়। তাতেও কর্ণপাত না করায় গতকাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দোষ প্রমাণ হলে দল পাশে দাঁড়াবে না বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

দেবাঞ্জনকে তাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি, দাবি আইএমএ-র

WB News Live Updates: দেবাঞ্জন দেবকে তাদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি বলে দাবি করল আইএমএ। বিজ্ঞপ্তিতে আইএমএ-র বাংলা শাখা জানিয়েছে, সংস্থার দুটি অনুষ্ঠানে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতারককে দেখা যায়। একটি অনুষ্ঠানে ছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। যেখানে নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন দেবাঞ্জন। অপর অনুষ্ঠানে ছিলেন শান্তনু সেন। কিন্তু, সেখানে তাঁকে কেউ আইএএস অফিসার হিসেবে পরিচয় করিয়ে দেননি। দেবাঞ্জনের উদ্দেশ্য ছিল, আইএমকে সামাজিক কাজকর্মে সাহায্য করার অছিলায় ছবি তুলে প্রভাব বিস্তার করে। তাদের নাম ব্যবহার করে দেবাঞ্জন দেব প্রতারণা করেছে বলে অভিযোগ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশে এফআইআরও করেছে চিকিৎসকদের এই সংগঠন।

কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল

WB News Live Updates: কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও। আজ কলকাতায় লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট পেশ

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট পেশ। মুখ্যমন্ত্রীর কাছে ২টি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ করলেন স্বাস্থ্য সচিব। 

প্রেক্ষাপট

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট পেশ। মুখ্যমন্ত্রীর কাছে ২টি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ করলেন স্বাস্থ্য সচিব। 


মহামারী মোকাবিলায় সরঞ্জাম কেলেঙ্কারির অভিযোগে সরব শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, "২ হাজার কোটির কেলেঙ্কারির তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হোক। রিপোর্ট গোপন করা হচ্ছে কেন ? তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিটির প্রধান ছিলেন। অবিলম্বে দায়বদ্ধতা ও স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট পেশ করা হোক।" 


পূর্ব বর্ধমানের রায়নায় ২ নাবালিকার রহস্যমৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নাবালিকার মৃত্যু বলে অনুমান পুলিশের। বাবার বিরুদ্ধে ২ নাবালিকাকে খুনের অভিযোগ মায়ের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যেই ২ মেয়েকে খুন বলে অভিযোগ। আগেও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মায়ের। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


জন বার্লার পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির সমালোচনায় সরব জলপাইগুড়ির বিক্ষুব্ধ বিজেপি নেতা বিশ্বজিৎ গুহ। যদিও, দলীয় সংসদের পাশেই দাঁড়িয়েছেন জলপাইগুড়ির পরাজিত বিজেপি প্রার্থী। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।


ভুয়ো IAS পরিচয়ে ২০২০ থেকে কসবার রাজডাঙার একটি মাল্টিজিমে যেতেন দেবাঞ্জন দেব। জিম কর্তৃপক্ষের দাবি, ৫ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ট্রেনার রেখেছিলেন তিনি। অভিযোগ, জিমের সামনে নীল বাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে সশস্ত্র দেহরক্ষী নিয়ে জিমে ঢুকতেন দেবাঞ্জন। এনিয়ে একাধিকবার আপত্তি জানান জিমের অন্য সদস্যরা। দেবাঞ্জন IAS পরিচয় দিয়ে সকলকে চুপ করিয়ে রাখতেন বলে অভিযোগ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.