WB News Live: 'জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না, মুখ্যমন্ত্রীর অভিযোগের কোনও সত্যতা নেই', বললেন ধনকড়
Get the latest West Bengal News and Live Updates: 'আমি কখনও ভাবিনি এধরনের নেতা উত্তেজনা তৈরি করতে অভিযোগ করবেন...', বললেন রাজ্যপাল
ভোটের প্রচারে উস্কানির অভিযোগে মিঠুনকে ফের জিজ্ঞাসাবাদ। মিঠুন চক্রবর্তীকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ মানিকতলা থানার।
সন্ধে ৬টা থেকে ১ ঘণ্টা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ পুলিশের। ‘জিজ্ঞাসাবাদে এখনও সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি’, মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ নিয়ে দাবি পুলিশের: সূত্র
লাইনে দাঁড়িয়েও অনেকেই ভ্যাকসিন পাননি। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। চন্দ্রকোণা, সিঙ্গুর থেকে শান্তিপুর---সর্বত্র এক ছবি। প্রতিটি ক্ষেত্রেই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় সমস্যা দেখা দিয়েছে।
ভুয়ো ভ্যাকসিন নিয়ে আজ ফের দুটি মামলা দায়ের। হাইকোর্টে দায়ের হল দুটি জনস্বার্থ মামলা। রায়গঞ্জের হাসপাতালে ২০কোটি টাকার কিট চুরির ঘটনায় মামলা। তদন্ত চেয়ে মামলা আইনজীবী তাপস মাইতির। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি। রাজ্যে জরুরি ওষুধ বন্টন ও ব্যবহারে ফৌজদারি তদন্তের দাবি। মামলা দায়ের করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি। সিবিআই তদন্ত চেয়ে আবেদন। কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন। যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণের আবেদন।
ভুয়ো ভ্যাকসিনের পর্দাফাঁসের পর টিকাকরণ কেন্দ্র নিয়ে সতর্কতা। বিভিন্ন সংস্থার টিকাকরণ কেন্দ্র নিয়ে রাজ্য সরকারের কড়া বিধি। ‘টিকাকরণ করছে এমন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে হবে সংস্থাকে। বেসরকারি হাসপাতাল থেকেই কিনতে হবে করোনার ভ্যাকসিন। টিকাকরণ কেন্দ্র পরির্দশন করবেন স্বাস্থ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে সিদ্ধান্ত। স্বাস্থ্য, বাণিজ্য, ক্ষুদ্র-মাঝারি শিল্প, পর্যটন সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত।
করোনা ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে তিরাশিটি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনায়। ভিড় বা জমায়েত থেকে সংক্রমণ ছড়ানো রুখতে জেলার একাধিক জায়গায় বন্ধ রাখা হয়েছে বাজার। করোনা বিধি কঠোর ভাবে মানা হচ্ছে কিনা, তা নিয়ে চলছে প্রশাসনের নজরদারি।
সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, ‘সাংবাদিক বৈঠকে ভয়ঙ্কর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বলছেন জৈন হাওয়ালাকাণ্ডের চার্জশিটে রাজ্যপালের নাম আছে। আমি কখনও ভাবিনি এধরনের নেতা উত্তেজনা তৈরি করতে অভিযোগ করবেন। এখনও পর্যন্ত জৈন হাওয়ালাকাণ্ডে কেউ দোষী প্রমাণিত হননি। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই। মুখ্যমন্ত্রীর মতো একজন নেতার এমন বক্তব্য আশা করিনি।’
কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারের সই জাল করার অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন তাঁর কর্মীদের আই কার্ড ইস্যু করতেন। সেই আই কার্ডে পুর কমিশনারের জাল সই ব্যবহার করতেন দেবাঞ্জন। সংস্থার তিন কর্মী আজ আলিপুর আদালতে এ নিয়ে অভিযোগ করেন।
ভুয়ো আইএএসের পর ভুয়ো জাতীয় মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয়ে প্রতারণা। রানাঘাটের যুবকের থেকে ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগ গড়িয়ার বাসিন্দা বাপ্পাদিত্য সাহার বিরুদ্ধে। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের। বিবাহ বিচ্ছেদের নামে টাকা হাতানোর অভিযোগ। প্রতারিত জেনে টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক। বাপ্পাদিত্য সাহার বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত বাপ্পাদিত্য সাহার।
অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। ভর্তি আছেন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর গলায় প্রবল ব্যাথা, কথা বলতে কষ্ট হচ্ছে।
গত পাঁচদিনে কোলাঘাটের নার্সিংহোমে করোনা আক্রান্ত ৭ জন শিশু। ৭ জন শিশুর বয়স ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে। ভর্তি করার সময় ছিল না করোনা উপসর্গ। কারও জ্বর ছিল, কারও ছিল শ্বাসকষ্ট, কারও ছিল পেটে যন্ত্রণা। ৭ জন শিশুর ৭ রকম করোনার উপসর্গ। ৭ জন শিশুর মা-বাবাও এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হননি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। তাহলে কি তৃতীয় ঢেউয়ের আগে চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস? ‘তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের’, এমনটাই আশঙ্কা চিকিৎসকদের।
জগদীপ ধনকড়ের উত্তরবঙ্গ সফর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। মমতা বললেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপালের অপসারণ চেয়ে ৩টি চিঠি লিখেছি। জিটিএ নিয়ে তদন্তের আগে আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত।’
’৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস। সকাল ১০-বিকেল ৪টা খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে। কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার পরে পরবর্তী পদক্ষেপ।’ নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি বাস, বেসরকারি বাস চলাচলে ছাড় সরকারের। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। সকাল ১১-সন্ধে ৬টা পর্যন্ত খুলতে পারবে সেলুন, পার্লার। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে দিনে ৭ ঘণ্টা খুলতে পারবে সেলুন, পার্লার।
হরিদেবপুরে ছাদ থেকে পড়ে মৃত্যু কিশোরীর। পুজো করতে গিয়ে অসাবধানে ছাদ থেকে পড়ে মৃত্যু। আহত অবস্থায় এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।
উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকায় এক বিজেপি সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে এক দুষ্কৃতী ওই বিজেপি সমর্থককে গুলি করে। আহত বিজেপি সমর্থককে ভর্তি করা হয় কল্যাণীর জে এন এম হাসপাতালে। ঘটনাস্থলে গেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনীও রয়েছে ঘটনাস্থলে।
West Bengal News Live Updates: পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। আজ ওই হাসপাতালে ২০০ জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালেই দীর্ঘ লাইন পড়ে হাসপাতালের সামনে। গ্রাহকদের অনেকেরই দাবি, ভ্যাকসিন নেওয়ার জন্য তাঁদের মোবাইল ফোনে মেসেজও এসেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সকাল ১০টা নাগাদ ঘোষণা করে, ৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপরই শুরু হয়ে যায় লাইনে হুড়োহুড়ি। কেন মাত্র ৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে, এই নিয়ে শুরু হয়ে যায় বিক্ষোভ। পরে চন্দ্রকোণা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ভ্যাকসিনোর ডোজ কম থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
West Bengal News Live Updates: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। ভর্তি আছেন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর গলায় প্রবল ব্যাথা, কথা বলতে কষ্ট হচ্ছে।
West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিন নিয়ে আজ ফের দুটি মামলা দায়ের। হাইকোর্টে দায়ের হল দুটি জনস্বার্থ মামলা। রায়গঞ্জের হাসপাতালে ২০কোটি টাকার কিট চুরির ঘটনায় তদন্ত চেয়ে মামলা আইনজীবী তাপস মাইতির। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যে জরুরি ওষুধ বন্টন ও ব্যবহারে ফৌজদারি তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি। সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানানো হয়েছে। কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন। যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণের আবেদন।
West Bengal News Live Updates: দেবাঞ্জন ডিসেম্বর মাসে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন। সে সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন, রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। দেবাঞ্জনের কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। তবে দেহরক্ষীকে রেখে দিলেও ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন। খবর পুলিশ সূত্রে।
ঘোলা থানার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে অপূর্বনগর এলাকায় ২টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। এলাকার ২টি বাজার, তালবান্দা ও শহরপুর বন্ধ রাখা হয়েছে।
West Bengal News Live Updates: বীরভূমের সিউড়িতে ১০০ দিনের কাজে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে তুমুল গন্ডগোল। মাথা ফাটিয়ে দেওয়া হল কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের। পুলিশ সূত্রে খবর, আজ সকালে কেন্দুয়ায় ১০০ দিনের কাজ শুরু হয়। সেই সময় বিজেপি সমর্থক এক পরিবারের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই পরিবারের বচসা শুরু হয়। ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান গেলে তাঁর ওপর চড়াও হয় পরিবারের সদস্যরা। মাথা ফাটিয়ে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের। এরপর স্থানীয় লোকজন পাল্টা হামলা চালায় বিজেপি সমর্থক পরিবারের সদস্যদের ওপর। ভাঙচুর করা হয় বাড়ি। সিউড়ি থানার পুলিশ গিয়ে ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে। অভিযুক্ত পরিবারের দাবি, বিধানসভায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে। পঞ্চায়েত প্রধানকে মারধরের সঙ্গে তাঁরা জড়িত নন বলে দাবি বিজেপি সমর্থক পরিবারের।
West Bengal News Live Updates: একবালপুরে ২ সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি। আহত ১ পুলিশ কনস্টেবল। ঘটনায় গ্রেফতার ৫, ২৩ জনের নামে এফআইআর।
ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের রাম দাওয়াই দেওয়া হবে। এই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই এই মন্তব্য করেন তিনি। তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার। তাঁর কটাক্ষ, রাজ্যের শাসকদলের সংস্কৃতি কী, একজন বিধায়কের মুখে এই ধরনের মন্তব্যই তার প্রমাণ।
West Bengal News Live Updates: করোনা সংক্রমণ বেড়ে চলায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৬, ৭ ও ৩৪ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে মানা হচ্ছে করোনা বিধি। পুর প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে বাজার বন্ধ রাখার। সেইমতো আজ থেকে ৩ দিনের জন্য কাঁকিনাড়ার রথতলা বাজার বন্ধ। বাজার যে তিনদিন বন্ধ থাকবে সে বিষয়ে গতকালই প্রচার করা হয় পুরসভার তরফে।
West Bengal News Live Updates: করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় আজ থেকে তিনদিনের জন্য সমস্ত বাজার বন্ধ। পুরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-একদিন আগে পুরসভা ও পুলিশের আধিকারিকরা মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ির লোক সে সময় জানতে পারেন, তিনি ভুয়ো আইএএস। এমনকী দেবাঞ্জন ভুয়ো আইএএস সেজে বেশ কয়েক জায়গায় তল্লাশিও চালান। গতবছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি। গতকাল রাতে দেবাঞ্জনকে নিয়ে তাঁর মাদুরদহর বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে ৩টি ডেবিট কার্ড ও ব্যাঙ্কের পাসবুক। দেবাঞ্জনের বাবা করোনায় আক্রান্ত বলেও সূত্রের খবর।
West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জের। আজ সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল। শুধু সরকারি, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে টিকা। আজ কোনও বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প হবে না। আজ দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক। বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠকের পর গাইডলাইন প্রকাশ করবে রাজ্য। গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত বন্ধ সব বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প। স্বাস্থ্যভবনের তরফে জানানো হল সব বেসরকারি সংস্থাকে।
প্রেক্ষাপট
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জের। আজ সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল। শুধু সরকারি, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে টিকা। আজ কোনও বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প হবে না। আজ দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক। বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠকের পর গাইডলাইন প্রকাশ করবে রাজ্য। গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত বন্ধ সব বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প। স্বাস্থ্যভবনের তরফে জানানো হল সব বেসরকারি সংস্থাকে।
টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও যাতায়াত ছিল দেবাঞ্জনের। গান রেকর্ডিংয়ের সূত্রে যাতায়াত শুরু। স্টুডিওপাড়ায় একটি অ্যাসোসিয়েশনে পদের জন্যও আবেদন করে দেবাঞ্জন। ১০ জানুয়ারি টালিগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টেও হাজির ছিল দেবাঞ্জন। সিনে ফেডারেশনের আয়োজিত টুর্নামেন্টে জানানো হয় সংবর্ধনাও। সেখানেও পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দেয় দেবাঞ্জন।
জম্মু এয়ারফোর্স স্টেশনে ড্রোনের মাধ্যমে জোড়া বিস্ফোরণ। প্রশ্ন উঠছে, গোটা দেশের সামরিক ও অসামরিক বিমান বন্দরগুলির সুরক্ষা ব্যবস্থা কেমন? কোথাও যদি অজানা ড্রোনের অনুপ্রবেশ ঘটে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কীভাবে?
করোনা সংক্রমণ রুখতে আজ থেকে বুধবার পর্যন্ত রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের সব দোকান বন্ধের সিদ্ধান্ত পুরসভা ও প্রশাসনের তরফে।
কোচবিহার, জলপাইগুড়ির পর এবার উত্তর দিনাজপুর। চোপড়ায় তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে কেএলও-র নামে হুমকি-পোস্টার। এই পোস্টারের নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ তৃণমূলের। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।
আসানসোলে বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছাড়লেন ৩৮ জন নেতা সহ প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক। তাঁরা মলয় ঘটকের হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগ দিয়েই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির জেলা সম্পাদকের। ‘আদর্শচ্যুত হয়েছে বিজেপি, দুর্নীতিগ্রস্ত দল। হোটেলের ঘরে মাফিয়ার সঙ্গে বৈঠক করতেন বিজেপি নেতারা। প্রার্থী হতে ১০-১২ লক্ষ টাকা দিয়েছিলাম,’ দাবি সুজয় পালের। কৈলাস বিজয়বর্গীয়র এজেন্টকে ৬ লক্ষ টাকা দিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি জেলা সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুই।
দেবাঞ্জনের সঙ্গে তৃণমূল নেতাদের যোগ স্পষ্ট। এখন স্বীকার করছেন না, কটাক্ষ দিলীপ ঘোষের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -