West Bengal News Live: স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করল রাজ্য সরকার, ৪০ বছর পর্যন্ত সুবিধা
রাজ্যে এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮ লক্ষ ৪৪ হাজার জন। তাঁদের জন্য ৫০% ভ্যাকসিন বরাদ্দের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। চোখ রাখুন রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে।
আমের পেটির আড়ালে উদ্ধার ৫০ কেজি মাদক। পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৬ জন। জানা গিয়েছে, ওড়িশার ভদ্রক থেকে আসছিল আম বোঝাই ওই ট্রাকটি। আমের পেটির তলায় লুকিয়ে রাখা ছিল মাদক দ্রব্যগুলি। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ উদ্যোগে অভিযান চালায় ডায়মণ্ডহারবার পুলিশ, জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি সুজয় গায়েন এবং বিষ্ণুপুর থানার পুলিশ।
এবার আধারকার্ড জাল করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিমতায়। জানা গিয়েছে, অন্যের আধারকার্ড জাল করে ভ্যাকসিন নিয়ে নিলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। নিমতার বাসিন্দা স্নাকোত্তরের পড়ুয়া প্রিয়াঙ্কা দে। তিন গত মঙ্গলবার দুপুরে ভ্যাকসিনের জন্য অনলাইনে স্লট বুক করতে যান। তখনই দেখেন অন্য এক ব্যক্তি ইতিমধ্যেই তাঁর আধার কার্ড ব্যবহার করে ভ্যাকসিনের স্লট বুক করে নিয়েছেন।
বেলেঘাটা আইডি হাসপাতালে নন কোভিড আউটডোরে সময়ে চিকিতত্সক না থাকার অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ রোগীর আত্মীয়দের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে না বেসরকারি হাসপাতাল, রাজ্যগুলিকে জানাল স্বাস্থ্যমন্ত্রক
বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগে রাজ্যপালের নামে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ। পাল্টা, অধ্যক্ষকে চিঠি দিলেন রাজ্যপাল। জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে আক্রমণ। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়া ও গবেষকদের। উপাচার্যর অফিসের সামনে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। এনিয়ে বিশ্বভারতীর মুখ্য জনসংযোগ আধিকারিককে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।
রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল পচাগলা দেহ। পশ্চিম বর্ধমানের অন্ডালের আমলোকা গ্রামের ঘটনা। আজ সকালে পথচলতি মানুষ দুর্গন্ধ পান। এরপর রাস্তার পাশে ঝোপের মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৩-৪ দিন ধরে দেহ এখানে পড়ে রয়েছে। কীভাবে মৃত্যু জানতে দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে
মালদার মানিকচকে গঙ্গায় ফের ভেসে এল মৃতদেহ। উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ। পরিচয় মেলেনি মৃত ব্যক্তির।
দেহটি ভিন রাজ্য থেকে ভেসে এসেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক
ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমাদের কাছে ভ্যাকসিন নেই বলে কলকাতায় শুধু দ্বিতীয় ডোজ। উত্তরপ্রদেশ সাড়ে ৩ কোটি, মহারাষ্ট্র ৩ কোটি ডোজ পাচ্ছে। রাজস্থানের মতো ছোট রাজ্যও বেশি ভ্যাকসিন পাচ্ছে, বাংলাকে নয় কেন?' কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ মিলবে। কম্পিউটর কেনার জন্যও ঋণ পাবে পড়ুয়ারা। কার্ডের গ্যারান্টার হবে রাজ্য সরকার। স্নাতক থেকে শুরু করে উচ্চাশিক্ষায় ঋণ পাওয়া যাবে এই ক্রেডিট কার্ডে। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই কার্ডের সুবিধে পাওয়া পাবেন।
আগামীকাল বেসরকারি বাস পথে নামা নিয়ে সংশয়। পুরনো ভাড়ায় চালানো যাবে না বাস। ডিজেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে পুরনো ভাড়ায় চালানো সম্ভব নয়। দাবি বাস-মিনিবাস সংগঠনগুলির। পুরনো ভাড়া বজায় থাকলে কাল পথে নাও নামতে পারে বেসরকারি বাস। পরিবহণ দফতর এবিষয়ে নতুন নির্দেশিকা দেয় কিনা সেই অপেক্ষায় সংগঠনগুলি। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সরকারি-বেসরকারি বাসের পথে নামার কথা।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার রাজ্যকে চিঠি কেন্দ্রের। দু’দিনের মধ্যেই চিঠির উত্তর দিতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি কেন্দ্রের।
হাইকোর্টে রাজ্য সরকারের ধাক্কা। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা।
দেবাঞ্জনকাণ্ড থেকে শিক্ষা। ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডকে সতর্ক করল লালবাজার। নির্দেশ দেওয়া হয়েছে, ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে। পাশাপাশি, পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও একইভাবে নজরদারি চলবে। লালবাজারের তরফে সমস্ত ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, ভিআইপি স্টিকার, নীল বাতি বা পুলিশ লেখা গাড়ি নিয়ে সন্দেহ হলে দ্রুত স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে হবে।
কলকাতা পুরসভার কমিশনারের সই জাল করে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ। কলকাতা পুরসভার কর্মী-সহ পুলিশের জালে ৩। সোমবার রাতে পুরসভার কর্মী রাজীব মল্লিককে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ। তাঁকে জেরা করে খোঁজ মেলে দুই সহযোগীর। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন কলকাতা পুরসভার নকল স্ট্যাম্প তৈরির সঙ্গে যুক্ত, আরেকজনের কাছ থেকে মিলেছে পুরসভার জাল নথি। পুর কর্মী রাজীব মল্লিক-সহ ৩ জনের সঙ্গে ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
নারদ মামলায় মুখ্যমন্ত্রীর হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। গ্রহণ করা হল আইনমন্ত্রী আর রাজ্যের হলফনামাও। ৫ হাজার টাকা করে জরিমানা জমা করতে হবে তিন পক্ষকে।
হাওড়ায় ভ্যাকসিন-হয়রানির অভিযোগে পথ অবরোধ। মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডে হাওড়া পুরসভার ৪ নম্বর বরো অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরেই লম্বা লাইন। অভিযোগ, ভোর থেকেও লাইন দিয়েও অনেককেই ভ্যাকসিন ছাড়া ফিরে যেতে হয়েছে। আজ সকালে ভ্যাকসিন নেই জানিয়ে নোটিস টাঙানো হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে জনতা। শুরু হয় পথ অবরোধ। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিনের আকাল রয়েছে। জোগান অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই খোঁজ মিলল আরও এক ভুয়ো সরকারি আধিকারিকের। গতকাল রাতে থিয়েটার রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃত আসিফুল হক পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন্স স্ট্রিটের বাসিন্দা। পুলিশের দাবি, নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার বলে পরিচয় দিতেন ওই যুবক। গাড়িতে লাগানো ছিল নীল বাতি, ভিআইপি স্টিকার। কালো কাঁচ ঢাকা গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, গতকাল থিয়েটার রোডে নাকা চেকিংয়ের সময় নীল বাতি লাগানো গাড়ি আটকায় ইস্ট ট্রাফিক গার্ড। বয়ানে অসঙ্গতি মেলায় পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত কোনও প্রতারণাচক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
করোনা আবহে ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। প্রতি কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে এবার থেকে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে। সব মিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের।
লেকটাউনের শ্রীভূমির কাছে দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ভোর ৫টা নাগাদ ভিআইপি রোডে দুর্ঘটনা ঘটে। লেকটাউন থেকে উল্টোডাঙা যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির চালক-সহ ৪ আরোহী পালিয়ে যান। এক যাত্রীকে আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, গাড়িচালক-সহ আরোহীরা পালিয়ে গেলেন কেন তা খতিয়ে দেখা হচ্ছে।
মুর্শিদাবাদের ভগবানগোলায় গৃহবধূ খুন। রাস্তার ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম আলিয়া বিবি। গতকাল রাতে ভগবানগোলার কুঠিরামপুরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল বছর কুড়ির ওই গৃহবধূর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে কুপিয়ে খুন করা হয়েছে। খুনে জড়িত সন্দেহে মৃতের স্বামী ও দেওরকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ।
সন্দেহভাজন কোভিড আক্রান্ত রোগীর এক্স-রে প্লেট আপলোড করলেই, ওই ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিজওনাল কম্পিউটার সেন্টারের প্রযুক্তিবিদ্যার পড়ুয়ারা।
প্রেক্ষাপট
রাজ্যে এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮ লক্ষ ৪৪ হাজার জন। তাঁদের জন্য ৫০% ভ্যাকসিন বরাদ্দের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
সন্দেহভাজন কোভিড আক্রান্ত রোগীর এক্স-রে প্লেট আপলোড করলেই, ওই ব্যক্তি কোভিড সংক্রমিত কি না, সেটা বলে দেবে সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিক্লেশন তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিজওনাল কম্পিউটার সেন্টারের প্রযুক্তিবিদ্যার পড়ুয়ারা।
কয়লাকাণ্ডে কলকাতা ও পুরুলিয়ার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি। লেকটাউনে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার ফ্ল্যাটে তল্লাশির সময় সেখানে উপস্থিত হন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাঁরাও তল্লাশি চালাতে চান বলে ইডি সূত্রে দাবি।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ড থেকে শিক্ষা। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে এবার থেকে বাড়তি সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ হচ্ছে, তার তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার তত্পর হল ইডি। শুরু করল অনুসন্ধান। সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, ক’টি এফআইআর দায়ের হয়েছে? তদন্তে কী কী তথ্য মিলেছে? কলকাতা পুলিশকে ই-মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তথ্য সংগ্রহ করে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলা রুজু করবে।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ চেয়ে জেলা নেতৃত্বকে চিঠি দিলেন ১৩ জন সদস্য। অভ্যন্তরীণ সমস্যার কারণে অপসারণ দাবি করা হয়েছে, দাবি ওই সদস্যদের। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় জানিয়েছেন, কী কারণে তাঁকে অপসারণের দাবি উঠেছে, তা জানতে চেয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে। তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। নাকতলার বাসিন্দা ধৃত কাঞ্চন দেব দেবাঞ্জনের খুড়তুতো দাদা। আরেক ধৃত শরৎ পাত্র সংস্থার হয়ে ভুয়ো ভ্যাকসিন দিতেন বলে অভিযোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -