এক্সপ্লোর
Advertisement
৮ বছর প্রাতঃরাশ করেননি চিনা মহিলা, পেটে তৈরি হয়েছে ২০০টি পাথর
নয়াদিল্লি: নাম মিস চেন। বয়স ৪৫। ৮ বছর ধরে প্রাতঃরাশটাই করেননি। ফল পেটে ২০০র বেশি গলস্টোন।
চিনের এই মহিলা জানিয়েছেন, ১০ বছরের বেশি ধরে তাঁর পেটে ব্যথা হচ্ছিল। কিন্তু অপারেশনের ভয়ে ডাক্তারই দেখাননি কখনও।
কিন্তু কিছুদিন ধরে ব্যথা অসহ্য হয়ে ওঠায় তিনি ডাক্তার দেখাতে বাধ্য হন। জানা যায়, পেটে ২০০-র বেশি পাথর গজিয়ে উঠেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, টানা ব্রেকফাস্ট না করাই তাঁর ওই গলস্টোনের কারণ। দীর্ঘদিন ধরে একটু একটু করে পেটে বেড়ে উঠেছে তারা। সাডে ছ’ঘণ্টার বেশি সময় ধরে তাঁর অপারেশন হয়েছে। বার করা হয়েছে পাথরগুলি। এক একটির সাইজ আস্ত ডিমের মত বড়।
চিকিৎসকরা জানিয়েছেন, যদি কেউ ব্রেকফাস্ট করা বন্ধ করে দেন, তবে তাঁর গলব্লাডার সংকুচিত, বিস্ফারিত হওয়া বন্ধ করে দেয়। ফলে তৈরি হয় পাথর। মিস চেনের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement