এক্সপ্লোর
Advertisement
ক্রিসমাসের উপহার হিসেবে পাওয়া অ্যাপেলের ইয়ারপড গিলে ফেলল সাত বছরের শিশু
ডাক্তাররা ওই শিশুটির মা কে জানান, শিশুটির পাকস্থলীর মধ্যেই অক্ষত অবস্থায় রয়েছে ইয়ারপডটি। কিয়ারা স্ট্রোড(শিশুটির মা) কে ডাক্তাররা জানান, এই মুহূর্তে ইয়াপপডটি বার করার জন্য কোনও রকম চেষ্টা করবেন না তাঁরা। এটা সম্ভবত নিজে থেকেই শরীর থেকে বেরিয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
নয়াদিল্লি: ক্রিসমাসের উপহার হিসেবে পেয়েছিল 'অ্যাপেল এয়ারপড'। আর সেই ইয়ারপডই গিলে ফেলল সাত বছরের শিশু। ঘটনাটি ঘটেছে আমেরিকায় আটলান্টায়। ডাক্তাররা ওই শিশুটির মা কে জানান, শিশুটির পাকস্থলীর মধ্যেই রয়েছে ইয়ারপডটি। কিয়ারা স্ট্রোড(শিশুটির মা)-কে ডাক্তাররা জানান, এখনই ইয়ারপডটি বের করে আনার কোনও চেষ্টা করবেন না তাঁরা। ওটা সম্ভবত আপনা আপনিই শরীর থেকে বেরিয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
এক্স-রে করে দেখা গিয়েছে, তার ছাড়া ইয়ারপডটি শরীরের ভিতরেই রয়েছে। শিশুটির শরীরে এখনও অবধি কোনওরকম শারীরিক সমস্যা হয়নি। সে বাড়িতেই সুস্থ রয়েছে।
This 2nd grader has been playing football since he could walk. His Mom worries about him ending up in the hospital bc of it. But this Christmas, he ended up in the ER bc he swallowed an AirPod. His mom said she doesn’t understand how he did it, but parents need to hear it. pic.twitter.com/dtM2JXBwzG
— Tyisha Fernandes (@TyishaWSB) December 31, 2019
শিশুটির মা ফেসবুকে সমস্ত ঘটনা জানিয়ে পোস্ট করেছেন। লিখেছেন, তিনি এই ঘটনার জন্য ছেলেকে বকাবকি করেননি তিনি। কারণ তাতে আরও খারাপ কিছু হতে পারত। কিয়ারা আরও লেখেন, তাঁর ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে। তিনি সবাইকে ধন্যবাদ ও জানিয়েছেন প্রার্থনা করার জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement