এক্সপ্লোর
Advertisement
গুলি-বোমায় কিছু হয়নি! বার্ধক্যে মারা গেল হিটলারের ‘পোষ্য’ কুমীর
দিব্যি হজম করে ফেলেছিল গুলি, বোমা! ইতিহাসের পাতায় নামও তুলে ফেলেছিল অ্যাডলফ হিটলারের পোষ্য হিসাবে। মস্কোর চিড়িয়াখানায় জীবনাবসান ঘটল সেই কিংবদন্তি পোষ্য কুমিরের।
নয়াদিল্লি: দিব্যি হজম করে ফেলেছিল গুলি, বোমা! ইতিহাসের পাতায় নামও তুলে ফেলেছিল অ্যাডলফ হিটলারের পোষ্য হিসাবে। মস্কোর চিড়িয়াখানায় জীবনাবসান ঘটল সেই কিংবদন্তি পোষ্য কুমিরের।
নাৎসি নেতা হিটলারের পোষ্য ছিল এই কুমির। মস্কোর চিড়িয়াখানা কর্তৃপক্ষ কুমিরটির নাম রেখেছিল স্যাটার্ন। মিসিসিপি প্রজাতির কুমীরটির বয়স হয়েছিল ৮৪ বছর। রবিবার সকালে স্যাটার্ন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে বলে জানায় তারা।
আমেরিকায় জন্ম হয়েছিল স্যাটার্ন-এর। এরপর ১৯৩৬ সালে বার্লিন চিড়িয়াখানাকে সেটি উপহার হিসাবে দেওয়া হয়েছিল। ১৯৪৩ সালে সেই চিড়িয়াখানার উপর ব্যাপক বোমাবাজি হয়েছিল। চিড়িয়াখানার বাকি পশু-পাখি মারা গেলেও কাকতালীয়ভাবে বেঁচে যায় এই স্যাটার্ন।
মস্কো চিড়িয়াখানায় হিটলারের পোষা এই কুমীরটিকে দেখতে প্রচুর ভিড় জমাতেন দর্শকরা। মস্কো চিড়িয়াখানায় যখন নিয়ে যাওয়া হয় তখন স্যাটার্নের বয়স ছিল ১০ বছর। অর্থাৎ গত ৭৪ বছর ধরে সেখানেই ছিল স্যাটার্ন। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের মন খারাপ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি স্যাটার্নের পরিচর্যা করত তাকে ভালভাবে চিনত সে। রাগ হলে স্টিলের চামচ বা কংক্রিটের দেওয়াল ভেঙে দেওয়ার মতো শক্তি ছিল এটির। মিসিসিপি কুমীর সাধারণত ৩০ থেকে ৫০ বছর বাঁচে। কিন্তু স্যাটার্ন ছিল বিরল। সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানায় আরেকটি কুমীর রয়েছে যাঁর বয়স ৮০ বছর। স্যাটার্ন তার থেকেও বয়সে বড় ছিল। মস্কোর চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করে না যে স্যাটার্ন হিটলারের পোষা কুমীর ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement