ঢাকা:  অশান্তির জেরে উত্‍সবের আবহ, বিষাদে বদলে গিয়েছে বাংলাদেশে। সম্প্রতি কুমিল্লা থেকে রংপুর, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরের হাজীগঞ্জ, সিলেট, ফেনী থেকে অশান্তি-ঘরবাড়ি ভাঙচুর, আগ্নিসংযোগের মতো ঘটনার খবর সামনে আসে। উৎসবের আবহে এই হামলার নিন্দায় সোচ্চার হয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনা সরকার।  অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত সাড়ে চারশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৭১টি মামলা।


আরও পড়ুন, 'কঠিন ব্যবস্থা না নিলে হিলি আর পেট্রাপোলে গিয়ে আমরাও শুয়ে থাকব', বাংলাদেশ ইস্যুতে হুঁশিয়ারি শুভেন্দুর


আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে আশ্বাসের সুরে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লায় অশান্তি ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, "মূল অভিযুক্ত বারবার তার অবস্থান পরিবর্তন করছে। খুব অল্প সময়ের মধ্যে তাকে আমরা ধরে ফেলতে পারব বলে বিশ্বাস।"


আরও পড়ুন, 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না', বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবাদে জয়া আহসান


এদিন রংপুরে ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান বাংলাদেশের প্রাক্তন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্গতদের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, "আগামী তিন মাসের ভেতরে সাজা নিশ্চিত করতে হবে, যাতে সবাই জানতে পারে হামলাকারী যেই হোক না কেন তার নিস্তার নেই।" এরইসঙ্গে ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি ও ধর্মীয়স্থল পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।


আরও পড়ুন, 'ধর্মের নামে রাহাজানি, ঘৃণার ব্যবসা বন্ধ হোক', বাংলাদেশের অশান্তি থামাতে আর্জি মিথিলার


উৎসবের আবহে ভাঙচুর, অশান্তি, অগ্নিসংযোগ, মৃত্যুর মতো ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, শাহবাগ চত্বর-সহ বিভিন্ন এলাকায় সম্প্রীতি সমাবেশ করে আওয়ামি লিগ।  শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। সংখ্যালঘু ভাইদের বলব, আপনাদের ভয় নেই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামি লীগ আপনাদের সঙ্গে আছে।" সোমবার সন্ধেয় কুমিল্লায় কুলাউড়া ও কমলগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্থ কয়েকটি জায়গা পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার দেসওয়াল।