এক্সপ্লোর
Advertisement
বর্ণ বৈষম্য নিয়ে বারাক ওবামার টুইট ২.৮ মিলিয়ন লাইক পেয়ে তৈরি করল নয়া রেকর্ড
লস অ্যাঞ্জেলস: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি বর্ণ বৈষম্য নিয়ে তাঁর টুইটার হ্যান্ডেলে তিনটি টুইটটি করেন। সেই টুইট দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। টুইটের কিছুক্ষনের মধ্যে ২.৮ মিলিয়ন লাইক পেয়ে নয়া ইতিহাস তৈরি করল ওবামার সেই লেখা। এখনও পর্যন্ত মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে সর্বোচ্চ লাইক পেয়ে রেকর্ড তৈরি করেছে এই টুইটটি।
প্রসঙ্গত, গত ১৩ অগাস্ট ভার্জিনিয়ার শার্লটভিলাতে সাদা চামড়ার অগ্রাধিকার নিয়ে একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই মিছিলকে কেন্দ্র করেই হিংসা ছড়ায়, একজন প্রতিবাদীর মৃত্যু পর্যন্ত হয়। এরপরই পরপর তিনটি টুইট করেন ওবামা।
প্রথম টুইটে ওবামা লেখেন, কোনও মানুষই জন্মের সময় অপর একজন মানুষকে চামড়ার রঙ, বর্ণ এবং ধর্মের ভিত্তিতে ঘৃণা করে না, সঙ্গে একটি ছবিটি পোস্ট করেন, যেখানে কয়েকজন শিশু সাদা ও কয়েকজন কালো চামড়ার ।
প্রসঙ্গত, এই টুইটটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম থেকে নেওয়া অন্যতম বিখ্যাত ডায়লগ। টুইটের ছবিটি তোলা হয়েছিল ২০১১ সালে। একটি ডে-কেয়ারে গিয়েছিলেন ওবামা। সেসময় হোয়াইট হাউসের ফটোগ্রাফার পিট সুজা ছবিটি তুলেছিলেন। ছবিটির বৈশিষ্ট, সেখানে ওবামা চার শিশুর মুখের দিকে তাকিয়ে হাসছেন। তারা চারজনই চারটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। শুধু তিন মিলিয়নের কাছে টুইটটি লাইকই পায়নি, ১.২ মিলিয়ন বার মতো রিটুইটও করা হয়েছে। এছাড়া আরও দুটি টুইট করেন ওবামা।"No one is born hating another person because of the color of his skin or his background or his religion..." pic.twitter.com/InZ58zkoAm
— Barack Obama (@BarackObama) August 13, 2017
"People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love..." — Barack Obama (@BarackObama) August 13, 2017
"...For love comes more naturally to the human heart than its opposite." - Nelson Mandela — Barack Obama (@BarackObama) August 13, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement