এক্সপ্লোর
গুলশনের এক কসাই ছিল শ্রদ্ধা কাপূরের ফ্যান, বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছিল সে
![গুলশনের এক কসাই ছিল শ্রদ্ধা কাপূরের ফ্যান, বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছিল সে Dhaka Attack Terrorist Was A Huge Shraddha Kapoor Fan গুলশনের এক কসাই ছিল শ্রদ্ধা কাপূরের ফ্যান, বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছিল সে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/04165426/FotorCreated-compressed-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : ঢাকার গুলশনে নারকীয় হামলা সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ২০ জন পণবন্দীকে গলা কেটে খুন করা হয়। ইতিমধ্যেই গুলশনের কসাইদের পরিচয়ও জানা গিয়েছে। তাদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২১-এর মধ্যে। তাদের একজন আবার বলিউড তারকা শ্রদ্ধা কপূরের অনুরাগী। সে শ্রদ্ধার সঙ্গে সাক্ষাত্ও করেছিল।
ওই জঙ্গির ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও থেকে এ কথা জানা গিয়েছে। ওই ভিডিওতে ওই জঙ্গিকে ''বাগী''-র অভিনেত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যাচ্ছে। ভিডিও-র ক্যাপশনে সে লিখেছিল- ''শ্রদ্ধা কাপূর আপনি সুন্দরী!! তিনি যখন আমার হাত ধরেছিলেন''। এই জঙ্গির নাম নিরবাস ইসলাম। পড়াশোনা জানা নিরবাসের মগজধোলাই করে জঙ্গিপনার পথে ঠেলে দেওয়া হয়েছিল।
তার সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইল থেকে দেখা যাচ্ছে, নিরবাস হৈহুল্লোড় করতে ভালোবাসত। অন্যান্য তরুণদের মতোই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ত। বন্ধুদের সঙ্গে মজা করতে ভালবাসত। ইংরেজিতে তুখোড় ছিল সে।
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)