এক্সপ্লোর
Advertisement
গুগলের সিইও সুন্দর পিচাইয়ের অ্যাকাউন্ট হ্যাকড!
নিউইয়র্ক: এবার হ্যাকারদের খপ্পরে গুগলের সিইও সুন্দর পিচাই।
মার্কিন যু্ক্তরাষ্ট্রের এই তথ্যপ্রযুক্তি সংস্থার ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ কর্তার ‘কোরা’ অ্যাকাউন্ট হ্যাক করার খবর মিলেছে। জানা গিয়েছে, তাঁর অ্যাকাউন্টটি সেই গোষ্ঠীই হ্যাক করেছে, যারা কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের ট্যুইটার ও পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক করেছিল।
খবরে প্রকাশ, পিচাইয়ের কোরা অ্যাকাউন্ট থেকে ক্রমাগত মেসেজ পাঠিয়ে যাচ্ছে ‘আওয়ার মাইন’ নামে ওই হ্যাকিং গোষ্ঠী। হ্যাক হওয়ার ঘটনাটি গতকালই প্রকাশ্যে আসে, যখন ওই কোরা অ্যাকাউন্টের পোস্টের পরে তাঁর ট্যুইটারে বিভিন্ন ট্যুইট আসতে শুরু করে।
জানা গিয়েছে, কোরায় পিচাইয়ের প্রায় ৫ লক্ষ ফলোয়ার রয়েছে। প্রথমে হ্যাকার গোষ্ঠী পিচাইয়ের কোরা অ্যাকাউন্ট হ্যাক করার পর লেখে ‘হ্যাকড’। এরপর লেখে, ‘আমরা আওয়ার মাইন, আমরা আপনার নিরাপত্তা (সাইটের) পরীক্ষা করছি। দয়া করে আমাদের সাইটে গিয়ে আপগ্রেড করুন।’
কয়েক ঘণ্টার মধ্যেই, অবশ্য পিচাই নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পান। হ্যাকারদের করা পোস্টগুলি ডিলিট করে দেওয়া হয়। এদিকে, হ্যাকারদের তরফে দাবি, হ্যাক করার পিছনে তাদের উদ্দেশ্য হল সাইটগুলির নিরাপত্তার আসল চিত্রটা কেমন। গোষ্ঠী জানিয়েছে, তাদের কাজ হল একজনের অ্যাকাউন্ট হ্যাক করে তার মধ্যে থাকা খামতি তুলে ধরা। গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ‘আমরা শুধু ওদের জানাতে চাই যে, কেউ-ই নিরাপদ নয়।’
এর আগে, বহু হাই-প্রোফাইল ব্যক্তিত্বের অ্যাকাউন্ট হ্যাক করেছে এই গোষ্ঠী। জুকেরবার্গের ট্যুইটার ও পিন্টেরেস্ট অ্যাকাউন্ট হ্যাক করে আওয়ার মাইন। পাশাপাশি, এমাসেই ট্যুইটার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও ইভান উইলিয়াম্সের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারা।
কী করে বিভিন্ন সেলিব্রটিদের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করছে আওয়ার মাইন, সেই বিষয়ে এখন ধন্দে প্রযুক্তি-বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement