নয়া দিল্লি: ইন্দোনেশিয়ার (Indonesia) পার্লামেন্টে নতুন ফৌজদারি আইন পাস হল। নয়া আইন অনুযায়ী, বিয়ের আগে সঙ্গম শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের শাস্তি হিসাবে এক বছরের কারাদণ্ড হবে পারে বলে জানানো হয়েছে।  


প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় এতদিন বিবাহ-বহির্ভূত সঙ্গম নিষিদ্ধ ছিল না। এবার বদল আসল সেই নিয়মে। নয়া এই আইন ইন্দোনেশিয়ার নাগরিক এবং বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রী ইয়াসোনা লাওলি এই আইনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। 


এই আইনের একটি খসড়া ২০১৯ সালে পাস হওয়ার সময় সে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। শুধু সঙ্গমই নয়, এই আইনে অবিবাহিত নারী-পুরুষদের একত্রবাসও নিষিদ্ধ হবে। সব রাজনৈতিক দলের সমর্থনে আজ মঙ্গলবার আইনটি পাস হয়। এ আইনের আওতায় দেশটিতে ভ্রমণ করতে যাওয়া অবিবাহিত বিদেশি পর্যটকেরাও পড়বেন।                                                                       


আরও পড়ুন, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! 'অযোগ্যদের' তালিকায় কারা কারা রয়েছেন?


 ইন্দোনেশিয়ায় নতুন এ আইন এখনই কার্যকর হচ্ছে না। আইনের বিধিবিধান তৈরি করতে আরও তিন বছর লেগে যেতে পারে বলে জানা গেছে।                                                                                                                          


আইনটি ব্যক্তিস্বাধীনতার উপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে। দেশের অর্থনীতিতে নতুন এ আইনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন অনেকেই। ইন্দোনেশিয়ার পর্যটন ইন্ডাস্ট্রি বোর্ডের উপপ্রধান মাওলানা ইউসরান বলেন, ‘দেশটির অর্থনীতি ও পর্যটন খাত যখন করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করেছে, সেই সময় এই নতুন বিধান পুরোপুরি বিরোধী।’ নতুন আইনের বিষয়ে রাজধানী জাকার্তায় ইউএস-ইন্দোনেশিয়া ইনভেস্টমেন্টে ইন্দোনেশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুং কিম বলেন, ‘নতুন এ আইনের ফলে বিদেশি বিনিয়োগ কমতে পারে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ান এ দেশে পর্যটন ও ভ্রমণে প্রভাব পড়বে।’