নয়াদিল্লি : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হয়নি। এরই মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল ইজরায়েল ও প্যালেস্তাইন! ক্রমেই রক্তক্ষয়ী হচ্ছে যুদ্ধ। একের পর এক পোড়া মৃতদেহ পড়ে রয়েছে রাস্তায় ঘাটে। শনিবার দিনের আলো ফুটতেই, হঠাৎ ইজরায়েলের রাজধানী জেরুজালেম এবং আশেপাশের এলাকা জুড়ে শুরু হয়ে যায় অবিরাম রকেট হামলা। ইজ়রায়েলের ভূখণ্ডকে টার্গেট করে ৫ হাজারের বেশি রকেট বর্ষণ করে হামাস গোষ্ঠী। পাল্টা আক্রমণ করতে দেরি করেনি ইজ়রায়েল। (Modi Netanyahu Talk)
এই পরিস্থিতিতে হামাসের (Hamas) হামলার নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়ায় একাধিক দেশ। এরই মধ্যে নেতানিয়াহু সরকারকে শক্তি যোগাতে রণতরি পাঠায় আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেই পাশে থাকার বার্তা দেন ইজ়রায়েলকে। এবার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন ভারতের প্রধানমন্ত্রীকে। যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান তিনি। উত্তরে তিনি ইজ়রায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। (Israel Gaza War)
এই কথা সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে জানিয়েছেন নরেন্দ্র মোদি। ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতি জানান মোদিকে জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। মোদি আবারও বলেছেন, ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজ়রায়েলের সঙ্গে আছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে।
হামাসের হামলার নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়ায় ভারত, আমেরিকা-সহ বিভিন্ন দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, ইজ়রায়েলে জঙ্গি হামলার খবরে স্তম্ভিত! যে সমস্ত নিরপরাধ মানুষ এই হামলার শিকার হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। এই কঠিন সময়ে ইজ়রায়েলের পাশে আছি।
এরই মধ্যে সোশাল মিডিয়ায় ইজরায়েলি প্রশাসনের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে পোস্ট করা হয়েছে, ' আমরা এখন যুদ্ধের মধ্যে। আমরা আমাদের নাগরিকদের রক্ষা করব। সন্ত্রাসের সামনে আমরা মাথা নত করব না! যারা নিরপরাধ মানুষের ক্ষতি করছে, তাদেরকে যাতে এর বড় মূল্য চোকাতে হয়, সেটা আমরা নিশ্চিত করব। '
আরও পড়ুন :