এক্সপ্লোর
Advertisement
ইনটার্ন হিসাবে কাজ করেছেন মাত্র ১০ দিন, আমেরিকায় ওয়াইল্ডলাইফ পার্কে সিংহের হামলায় হত মহিলা
ওয়াশিংটন: আমেরিকার ওয়াইল্ডলাইফ পার্কে সিংহের হামলায় নিহত হলেন সেখানকার এক মহিলা কর্মী। নর্থ ক্যারোলিনার বার্লিংটনের ওই পার্কে মাত্র দশদিন হল ইনটার্ন হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। বন্যজীবন ও বন্য পশুদের জীবন, পরিবেশ নিয়ে গভীর আগ্রহ, ভালবাসা ছিল আলেকজান্দ্রা ব্ল্যাক নামে নিহত ২২ বছরের মহিলার।
পার্কের তরফে এক বিবৃতিতে বলা হয়, আজ একটি মানুষের জীবনহানিতে কনজারভেটরস সেন্টার শোকে মূহ্যমান। পেশাদার প্রশিক্ষণ নেওয়া এক পশুরক্ষকের নেতৃত্বে খাবার পরিবেশনকারী দল রুটিনমাফিক এনক্লোজার সাফাইয়ের সময় সিংহগুলির একটি কোনওভাবে তালা মেরে বন্ধ রাখা এলাকার বাইরে থেকে যায়, যেভাবে দলটি ছিল, সেখানে ঢুকে পড়ে, আচমকা তাদের একজনকে মেরে ফেলে। ঠিক কখন সিংহটি বন্ধ এনক্লোজারের বাইরে চলে আসে, স্পষ্ট নয়। পার্কের পেরিমিটার বেড়া দিয়ে আটকে রাখা হয়নি, এমন জায়গায় সেটি একবারও ঢোকেনি। বিবৃতিতে ব্ল্যাকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাময়িক পার্ক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
তবে সিংহটিকেও মেরে ফেলা হয়েছে যাতে ব্ল্যাকের দেহটি উদ্ধার করা সম্ভব হয়।
পার্কের ওয়েবসাইটে জানানো হয়েছে, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া ব্ল্যাক সেখানে অল্প কয়েকদিন কাজ করেছেন। সেখানে কয়েক ডজন জন্তু-জানোয়ার, ২১টি ভিন্ন প্রজাতির প্রাণীর বাস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement