এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় উড়ানের মধ্যে যৌন নিগ্রহ জুকেরবার্গের বোনকে
সিয়াটল: ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের বোন বিমানের মধ্যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। আরও অভিযোগ, বিমান কর্মীরাই নাকি অভিযুক্তকে এই কাজের সুযোগ করে দেন। সংশ্লিষ্ট বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, বিষয়টির তদন্ত করছে তারা।
মার্ক জুকেরবার্গের বোন রান্ডি জুকেরবার্গ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গোটা ঘটনা। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানে যাচ্ছিলেন তিনি। তাঁর অভিযোগ, প্রথম শ্রেণিতে তাঁর পাশের যাত্রী টানা নেশা করতে থাকেন, সঙ্গে চলতে থাকে অশ্লীল মন্তব্য। এমনকী যে সহকর্মীর সঙ্গে জুকেরবার্গের বোন সফর করছিলেন, তাঁর প্রতি তাঁর দুর্বলতা আছে কিনা জানতে চান তিনি। পাশাপাশি অন্য মহিলা সহযাত্রীদের শরীর নিয়ে বারবার আপত্তিকর মন্তব্য করেন।
এ নিয়ে বিমান কর্মীদের কাছে অভিযোগ করেন জুকেরবার্গের বোন। কিন্তু অভিযোগ, তাঁরা বিষয়টি হালকা করে দেন ওই ব্যক্তি এই রুটে তাঁদের নিয়মিত যাত্রী বলে। বরং তাঁকে অন্য সিটে উঠে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। তাই করছিলেন রান্ডি জুকেরবার্গ। কিন্তু তখনই তাঁর মনে হয়, তিনি কেন সরবেন! তিনিই তো নিগ্রহের শিকার।
বিমান সংস্থা জানিয়েছে, জুকেরবার্গ ভগিনীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছে তারা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের ওই বিমানে সফর বন্ধ রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement