এক্সপ্লোর
Advertisement
মোজাম্বিকে নারকীয় হত্যালীলা আইএস জঙ্গি গোষ্ঠীর, ৫০ জনের মাথা কেটে খুন
নারকীয় হত্যালীলার সাক্ষী থাকল পূর্ব আফ্রিকার মোজাম্বিক। গত তিন দিনে উত্তর মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে কম পক্ষে ৫০ জনের মাথা কাটল জঙ্গিরা। আই এস জঙ্গিরা এই হত্যালীলা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাবো ডেলাগো: নারকীয় হত্যালীলার সাক্ষী থাকল পূর্ব আফ্রিকার মোজাম্বিক। গত তিন দিনে উত্তর মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে কম পক্ষে ৫০ জনের মাথা কাটল জঙ্গিরা। আই এস জঙ্গিরা এই হত্যালীলা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রামের পর গ্রামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে জঙ্গিরা। মুইদাম্বে ও মাকোমিয়া জেলার একাধিক গ্রামে কোথাও একের পর এক খুন করেছে। কোথাও বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোথাও আবার মহিলা ও শিশুদের অপহরণ করেছে বলে জানিয়েছেন মোজাম্বিক পুলিশের কমান্ডার জেনারেল বারনারডিনো রাফায়েল।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি মুয়াতিদে গ্রামের ৫০জনকে একটি ফুটবল মাঠে দাঁড় করিয়ে তাঁদের মাথা কাটতে শুরু করে জঙ্গিরা। শুক্রবার রাত থেকে রবিবার পর্যন্ত ওই দেহগুলি তারা টুকরো টুকরো করে বলে জানিয়েছে স্থানীয় একটি ওয়েব পোর্টাল। নিহতদের মধ্যে ১৫জন কিশোর ও পাঁচজন প্রাপ্তবয়স্ক ছিল। এদের দেহাংশগুলি মুইদাম্বে জেলার জঙ্গল লাগোয়া এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুক্রবার রাতে আরেকটি গোষ্ঠী তাণ্ডবলীলা চালায় নানজাবা গ্রামে। গ্রামের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মহিলাদের তুলে নিয়ে যায়।
মাথা কাটার ঘটনা এই প্রথম নয়। ২০১৭ সাল থেকে জঙ্গিদের কাছে এই অঞ্চলে সন্ত্রাসের নতুন মাত্রা হয়ে উঠেছে মুণ্ডচ্ছেদ। এখনও পর্যন্ত সন্ত্রাসের বলি হয়েছেন প্রায় দুহাজার মানুষ। মুসলিম প্রভাবিত এলাকায় ৪লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। ফি বছর দারিদ্র ও বেকারত্বকে কাজে লাগিয়ে আইএস জঙ্গি গোষ্ঠী বহু যুবককে তাদের দলে টেনে আনে। এখানকার শিল্প থেকে কম মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement