নয়াদিল্লি:  করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য অর্জন করেছে ভারত। এই অতিমারীর বিরুদ্ধে টিকাকরণ অভিযানে গতকালই ১০০ কোটি ডোজ প্রদানের কৃতিত্ব অর্জন করেছে ভারত। এরইমধ্যে ব্রিটেনে ফের দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা গত জুলাইয়ের পর প্রথমবার ৫০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে যে, গত একদিনে দেশে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছে ৫২,০০৯ জন। 

এর আগে বিগত আট দিনে ব্রিটেনে ৪০ হাজারের বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে। এরপর বৃহস্পতিবারের পরিসংখ্যানে এই সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। এরপর ওই দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে  ৮৬ লক্ষ ৪১ হাজার ২২১। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ব্রিটেনে মৃত্যু হয়েছে ১১৫ জনের। সবমিলিয়ে ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ১৪৬।

Bangladesh Violence: গ্রেফতার বাংলাদেশে অশান্তির মূল চক্রী ইকবাল হোসেন

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স কর্তৃক প্রকাশিত ভিন্ন ভিন্ন পরিসংখ্যান অনুসারে, ব্রিটেনে করোনায় ১ লক্ষ ৬২ হাজার ৬২০ জনের মৃত্যু হয়েছে। এই আক্রান্তদের মৃত্যু করোনা ভাইরাস সংক্রমণের কারণে হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও স্বীকার করেছেন যে, দেশে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে।

Imran Khan: বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রি করছেন ইমরান, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এরইমধ্যে সতর্কবার্তা জারি করেছেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ।তিনি বলেছেন, করোনা অতিমারী এখনও পুরোপুরি শেষ হয়নি। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন শীতের মরশুমে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ছাড়াতে পারে। উল্লেখ্য, ব্রিটেন তাদের করোনা ভ্যাকসিনের ইতিবাচক ফলাফলের পরিপ্রেক্ষিতে কোভিড ১৯ সংক্রান্ত অধিকাংশ বিধিনিষেধ শিথিল করেছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, ব্রিটেনে ৮৬ শতাংশ বাসিন্দা করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। অন্যদিকে, ৭৯ শতাংশের দুটি ডোজেরই টিকাকরণ হয়ে গিয়েছে।