এক্সপ্লোর
Advertisement
তালিবানকে সমর্থন করেছেন অরল্যান্ডো নাইটক্লাবে হানাদার বন্দুকবাজের বাবা!
ওয়াশিংটন: আফগান তালিবানের প্রতি সহানুভূতিশীল ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে নির্বিচারে তাণ্ডব চালানো ওমর মতিনের বাবা সিদ্দিক মতিন! দি ওয়াশিংটন পোস্ট-এর খবর, তিনি অতীতে আফগানিস্তানের তালিবানকে সমর্থন করেছেন, নিন্দা করেছেন পাকিস্তানের। পয়ম-ই-আফগান নামে একটি চ্যানেলে ‘ডুরান্ড জিরগা শো’ নামে একটি অনুষ্ঠান করেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে সম্প্রচার হয় চ্যানেলটির। তাতে নানা রাজনৈতিক বিষয়ে মতামত দেন সিদ্দিক। প্রসঙ্গত তাঁকে প্রথম দিকে মীর সিদ্দিক বলে উল্লেখ করা হয়েছিল মিডিয়ায়। দারি ভাষায় কথা বলেন। অধিকাংশ সময়ই তাঁর মতামতে তেমন কোনও উল্লেখযোগ্য কথাবার্তা থাকে না। হুট করে বিষয় বদলে ফেলেন, যার মধ্যে সঙ্গতি থাকে না। তাঁর নামে ইউটিউবে একটি চ্যানেলে ডজন ডজন ভিডিও পোস্ট করা হয়। শো-এর সময় একটি ফোন নম্বর, পোস্ট অফিস বক্স দেখানো হয়। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, সেটি সিদ্দিকের ফ্লোরিডার বাড়ির।
সিদ্দিকের একটি অলাভজনক সংস্থাও আছে। নাম ডুরান্ড জিরগা। সেটি রেজিস্ট্রি করা হয়েছে ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে।
শনিবারই পোস্ট করা এক ভিডিওতে নিজেকে আফগান প্রেসিডেন্ট বলে তুলে ধরেন সিদ্দিক। আগের একটি ভিডিওতে পাক সরকারের নিন্দার পাশাপাশি আফগান তালিবানের গুণগান গেয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ওয়াজিরিস্তানে আমাদের ভাইয়েরা, তালিবানের যোদ্ধা ভাইয়েরা, জাতীয় আফগান তালিবান মাথা তুলছে। ইনশাল্লাহ, ডুরান্ড লাইন ইস্যুর সমাধান হবে শীঘ্রই। শনিবার নাইটক্লাবে হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সিদ্দিক অস্থায়ী আফগানিস্তান সরকার---সিদ্দিক মতিন নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। তাতে সামরিক পোশাকে থাকা সিদ্দিককে বলতে শোনা যায়, অবিলম্বে হামিদ কারজাই, আশরফ গনি, জালমায় খলিলজাদ, আতমার, সায়াফকে বন্দি করতে আমি নির্দেশ দিচ্ছি ন্যাশনাল আর্মি, পুলিশ ও গোয়েন্দা শাখাকে। ওরা আমাদের দেশবাসী, দেশের শক্র। এমনকী ইউটিউবে একেবারে সাম্প্রতিক ভিডিওতে তিনি আফগান প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থীপদও ঘোষণা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement