এক্সপ্লোর
ধৃত ১ ভারতীয় জওয়ান, নিহত ৮, পাল্টা দাবি পাক সেনার
ইসলামাবাদ: ভারতের পাল্টা দাবি পাকিস্তানের। সে দেশের নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে প্রথম সারির পাক দৈনিক ‘ডন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাক সেনার দাবি, তাট্টা পাটনি এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক বাহিনীর প্রথম প্রতিরক্ষা ফাঁড়িতে হামলা চালায় ভারতীয় বাহিনী। গুলিতে দুজন জওয়ান নিহত হলে প্রত্যাঘাত করে পাক সেনাও। তাদের গুলিতে আট ভারতীয় জওয়ান নিহত হয়। জীবিত ধরা পড়ে এক ভারতীয় সেনা জওয়ান। পাক দৈনিকটি জানিয়েছে, ধৃত ভারতীয় জওয়ানের নাম চাঁদু বাবুলাল চৌহান। ২২ বছর বয়সি এই জওয়ান মহারাষ্ট্রের জনৈক বাসান চৌহানের ছেলে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পাক দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের গুলির মুখে পড়ার ভয়ে ভারতীয় বাহিনী নিহত সেনা জওয়ানদের দেহগুলি নিতে আসছে না।
পাক সেনার এক বিবৃতিতে বলা হয়েছে, রাত আড়াইটে নাগাদ নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ও পাক সেনার মধ্যে গুলির লড়াই শুরু হয়। ভিমবের, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টরে এই গুলিবিনিময় চলে সকাল সাড়ে আটটা পর্যন্ত। বিবৃতিতে এও বলা হয়, নিয়ন্ত্রণ রেখায় ভারতের বিনা প্ররোচনায় গুলিচালনার যুত্সই জবাব দিয়েছে পাক সেনাবাহিনী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement