ইসলামাবাদ : খুন হতে পারেন পাক প্রধানমন্ত্রী (Pakistan PM) ইমরান খান (Imran Khan)। তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন পাকিস্তানের তেহরিক ই ইনসাফের বর্ষীয়ান নেতা ফৈজল ভাওড়া। স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় এই অভিযোগ জানান তিনি।
ARY নিউজের "অফ দ্য রেকর্ড" অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে বুলেট প্রুপ (Bulletproof) জ্যাকেজ ব্যবহার করতে বলা হয়েছে। জনসমাবেশে বক্তব্য রাখার সময় তাঁকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু, প্রধানমন্ত্রী বলেছেন, আল্লা তাঁর জন্য যে দিন নির্ধারণ করে রেখেছেন সেই দিনেই তিনি পৃথিবী ছাড়বেন।
পাকিস্তানে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা নিয়ে ইমরানের অবস্থান প্রসঙ্গে পিটিআই নেতা বলেন, প্রধানমন্ত্রী যথেষ্ট সাহসী। কারও সামনে দেশকে নত হতে দেবেন না।
আরও পড়ুন ; আস্থাভোটের আগে আরও বেকায়দায় ইমরান
এর পাশাপাশি বিদেশ নীতি নিয়ে ইমরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কারও যুদ্ধের অংশ হবে না পাকিস্তান। প্রতিবেশী দেশকে আক্রমণ করার জন্য আমাদের দেশের এয়ারবাস কাউকে দেওয়া হবে না।
আমির লিয়াকত হুসেন-সহ পিটিআইয়ের ২২ জন অসন্তুষ্ট নেতা ইসলামাবাদের সিন্ধ হাউসে বিরোধী জোট সেসনে যোগ দেন। প্রসঙ্গত, পাকিস্তানের মসনদে বসতে মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট পাকিস্তানের (MQM-P) সঙ্গে জোট বেঁধেছিল ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (Tehreek e Insaf)। শাসক জোটের মূল শরিক ছিল MQM-P। এবার তারাই যোগ দিয়েছে বিরোধী শিবিরে। প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (PPP)-এর সঙ্গে হাত মেলায় তারা। এর ফলে আস্থা ভোটের আগেই সংসদে সংখ্যালঘু হয়ে পড়েছে ইমরান খানের (Imran Khan) সরকার।
শিবির বদলের পরেই পাকিস্তানের সংসদে বিরোধীদের মোট আসন দাঁড়িয়েছে ১৭৭। আর উল্টোদিকে ইমরানের নেতৃত্বের থাকা শাসকজোটের আসন সংখ্যা ১৬৪। ফলে আস্থা ভোট হলে ইমরানের হার অবশ্যম্ভাবী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইমরানকে পদ থেকে সরাতে বিরোধীদের ১৭২টি ভোট প্রয়োজন।