India at UNGA: 'পাকিস্তান এখানে শান্তির কথা বলছে, তাদের প্রধানমন্ত্রী লাদেনকে 'শহিদ' উল্লেখ করছেন', রাষ্ট্রপুঞ্জে ভারত

প্রথম কমিটির সাধারণ বিতর্কে জবাব দেওয়ার অধিকার প্রয়োগ ভারতের...

Continues below advertisement

সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ: পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি এখানে শান্তি, নিরাপত্তার কথা বলছেন। অন্যদিকে, ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীদের 'শহিদ হিসেবে উল্লেখ করে গৌরবান্বিত' করছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রপুঞ্জের ৭৬তম সাধারণ সভায় পাকিস্তানকে এভাবেই বিঁধল ভারত।

Continues below advertisement

সোমবার (স্থানীয় সময়), সাধারণ সভার প্রথম কমিটির সাধারণ বিতর্কে জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে ভারত। সেখানে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী কমিশনের কাউন্সেলর এ অমরনাথ বলেন, রাষ্ট্রপুঞ্জের কোনও নীতির তোয়াক্কা না করেই বিশ্ব-সন্ত্রাসের কেন্দ্রস্থল হিসেবে বারবার প্রতিবেশীদের বিরুদ্ধে সীমান্ত-সন্ত্রাসবাদে মেতেছে পাকিস্তান। 

তিনি আরও বলেন, এখানে পাকিস্তানের প্রতিনিধি শান্তি ও নিরাপত্তার বিষয়ে কথা বলছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ওসামা বিন লাদেনের মতো বিশ্ব-সন্ত্রাসবাদদের 'শহিদ হিসেবে উল্লেখ করে গৌরবান্বিত' করছেন। 

নিরস্ত্রকরণ, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং বিশ্বশান্তির প্রতি ধেয়ে আসা হুমকি সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করতে পারে এমন বিষয়ের মোকাবিলা করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা যে সকল বাধার সম্মুখীন হয়, তার সমাধান খোঁজাই প্রথম কমিটির লক্ষ্য। 

ইসলামাবাদ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে মিথ্যা ছড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অমরনাথ জানান, সকলে মিলে এই ধরনের কাজকে ধিক্কার জানানো উচিত। তিনি বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখের সম্পর্কিত সহ ভারতের বিরুদ্ধে অসংখ্য অসঙ্গতিপূর্ণ অভিযোগ করেছে পাকিস্তান। এগুলি ভারতের অভ্যন্তরীণ বিষয়, যা নিয়ে জবাব দিতে বাধ্য নয় ভারত।

অমরনাথ আরো বলেন, আমি এখানে ফের একবার মনে করিয়ে দিতে চাই যে জম্মু ও কাশ্মীরের পুরো ভূখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এর মধ্যে পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাও যুক্ত। তিনি যোগ করেন, তাদের দখলে থাকা অবৈধ এলাকা অবিলম্বে মুক্ত করতে আমরা পাকিস্তানকে আহ্বান জানাই।

এর আগে, গতমাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বলেন, যে দেশ সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সন্ত্রাসবাদীরা তাদের কাছেও বিপজ্জনক। এটা বুঝতে হবে।

নাম না করে চিনকেও বিঁধেছেন প্রধানমন্ত্রী। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের দাদাগিরি যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: কাশ্মীরে বেআইনিভাবে দখল করা এলাকা ছাড়ুক পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদকে কড়া জবাব ভারতের

আরও পড়ুন: আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে, রাষ্ট্রপুঞ্জে মোদির নিশানায় পাকিস্তান

Continues below advertisement
Sponsored Links by Taboola