ইসলামাবাদ: দেশভাগের ৭৭ বছর পর অবশেষে ভারতের (India) দাবিকেই মান্যতা দিল পাকিস্তান (Pakistan) সরকার। ইসলামাবাদ হাইকোর্টে (Islamabad High Court) চলা একটি মামলার শুনানির সময় পরিষ্কার জানিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) একটি বিদেশি জায়গা (foreign territory)।
কাশ্মীরের জনপ্রিয় কবি ও সাংবাদিক আহমেদ ফারহাদ বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর জামিনের আবেদন জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছিলেন তাঁর আইনজীবীর। তার ভিত্তিতে শনিবার এই মামলার শুনানির সময় ওই কাশ্মীরি কবি ও সাংবাদিক আহমেদ ফারহাদকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয় শাহবাজ শরিফের সরকারকে।
সেই মামলার শুনানির সময় পাকিস্তানের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান যে কাশ্মীর পণ্ডিত ও সাংবাদিক আহমেদ ফারহাদ শাহ বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পুলিশের হেফাজতে রয়েছেন। তাই তাঁকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করা যাবে না। কারণ পাকিস্তান অধিকৃত কাশ্মীর হল একটি বিদেশি জায়গা। তাই এটা পাকিস্তানের জুরিসডিকশেন আসে না।
প্রসঙ্গত উল্লেখ্য, বহুদিন ধরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে দাবি করে আসছেন কেন্দ্রে আসীন বিজেপি সরকারের ছোট-বড় নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ প্রায়ই সবাই একে ভারতের অংশ দাবি করে আসছেন ক্রমাগত। অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গাতে ভারতে ভুক্তির জন্য আন্দোলন চালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। এবারের লোকসভা নির্বাচনের প্রচারেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে খুব তাড়াতাড়ি তা ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায় অমিত শাহ ও রাজনাথ সিং-কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার কথা শোনা যায় বারবার। যদিও এই বিষয়ে তীব্র প্রতিবাদ করতে দেখা যায় পাকিস্তানকে। কিন্তু, কাশ্মীরি কবি ও সাংবাদিক আহমেদ ফারহাদ শাহের মামলার শুনানির সময় এখন ইসলামাবাদের আদালতে পাকিস্তান সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হল পাকিস্তান অধিকৃত কাশ্মীর হল বিদেশী জায়গা। তাই ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ওই কাশ্মীরি কবি ও সাংবাদিককে হাজির করা সম্ভব নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।