এক্সপ্লোর
মালকিনের গলা নকল করে অনলাইনে গিফ্ট বক্সের অর্ডার দিল পোষা তোতা!

লন্ডন: মানুষের কথাবার্তা নকল করতে ওস্তাদ তোতাপাখি। শেখানো বুলি আওড়াতে তার জুড়ি মেলা ভার। কিন্তু এই বিদ্যে কাজে লাগিয়েই যে তাঁর পোষা তোতা এমন কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, তার কোনও ধারনাই ছিল না কোরিনে প্রিটোরিয়াসের। দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা ৩৯ বছরের কোরিনে তাঁর পোষা পাঁচ বছরের আফ্রিকান ধুসর তোতার কীর্তির কথা জানার পর বিস্ময়ে থ হয়ে গিয়েছেন। ওই তোতা অনলাইনে তাঁর হয়ে গিফ্ট বক্সের অর্ডার দিয়ে ফেলে। যখন ১০ পাউন্ড মূল্যের ওই গিফ্ট বক্স এল, তখন তো কোরিনে কিছুতেই মনে করতে পারছিলেন না যে, কখন তিনি অর্ডার দিয়েছিলেন। বাড়িতে রয়েছেন কোরিনের সিভিল ইঞ্জিনিয়ার স্বামী ৪৫ বছরের জন ও আট বছরের ছেলে জাডেন। স্বামী ও ছেলেও অর্ডার দেয়নি। খুব শীঘ্রই বুঝতে পারলেন, এই কীর্তি বাডি নামে তাঁর পোষা তোতারই। দ্য সান-কে কোরিনে বলেছেন, বাডি যে এমনটা করতে পারে তা ভাবতেই পারি নি।
আসলে মালকিনের গলা নকল করে ফোনের মাধ্যমে অনলাইনে ওই অর্ডার দিয়েছিল তোতাটি। কোরিনে জানিয়েছেন, বাডি তার পোষা বিড়ালের আওয়াজও নকল করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার
ক্রিকেট






















