Russia-Ukraine War LIVE Updates, March 5: সেতু উড়িয়ে রুশ সেনাকে আটকানোর চেষ্টায় ইউক্রেন

Russia-Ukraine War LIVE Updates March 5: যুদ্ধের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিজের দেশের আকাশসীমা বন্ধ করতে চেয়েছিল ইউক্রেন। কিন্তু তাদের সেই আর্জি খারিজ করে দিয়েছে ন্যাটো (NATO)।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Mar 2022 11:14 PM
Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের মধ্যেই ফের রাশিয়া-ইউক্রেন বৈঠকের সম্ভাবনা

যুদ্ধের মধ্যেই ফের রাশিয়া-ইউক্রেন বৈঠকের সম্ভাবনা। পুতিনের সঙ্গে সাক্ষাতে রাজি জেলেনস্কি, দাবি তুরস্কের। ক্রেমলিনে পুতিনের সঙ্গে দেখা করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ, হুঁশিয়ারি পুতিনের। 

Russia-Ukraine War Live: যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে অব্যাহত রুশ হামলা

যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে অব্যাহত রুশ হামলা। পাল্টা হামলা ইউক্রেনের, নিকোলেভে রুশ বিমান ধ্বংস। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করল ইউক্রেন, গ্রেফতার পাইলট। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন হুগলির আরামবাগের দেবার্ঘ্য পোড়ে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন হুগলির আরামবাগের দেবার্ঘ্য পোড়ে। বিমানবন্দরে ওই মেডিক্যাল পড়ুয়াকে স্বাগত জানান আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় স্বস্তিতে বাবা-মা।

Russia-Ukraine War Live: বদ্ধভূমিতে আশঙ্কার প্রহর

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে হাজার হাজার ভারতীয়। কেউ ট্রেনে উঠতে গেলে বাধা পাচ্ছেন। কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না। বিদেশমন্ত্রক জানিয়েছে সুমিতে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হচ্ছে। খারকিভে আটকে নেই কোনও ভারতীয়।

Russia-Ukraine Conflict Live Updates: দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ রাশিয়ার?

যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। 

Russia-Ukraine War Live: রোমানিয়া সীমান্তে আটকে কলকাতার মেয়ে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। কোনওরকমে সেদেশ ছাড়তে পারলেও এখনও রোমানিয়া সীমান্তে আটকে কলকাতার মেয়ে ফারহানা সুলতানা। খারকিভে ডাক্তারি পড়তে যাওয়া ওই পড়ুয়ার দাবি, রোমানিয়া আসার পথে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। ভারতীয়দের ওপর অত্যাচার চালানো হয়। কোনওমতে টার্নোপিল শহরে পৌঁছন ফারহানা। সেখান থেকে রোমানিয়া। ভারত সরকারের কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন কলকাতার বাসিন্দা ওই তরুণী। 

Russia-Ukraine Conflict Live Updates: সেফ প্যাসেজে যাওয়ার পথেও রুশ সেনার হামলা

মারিউপোল, ভলনোভাখা দিয়ে হিউম্যান করিডরের ঘোষণা। সেফ প্যাসেজে যাওয়ার পথেও রুশ সেনার হামলার অভিযোগ। মারিউপোল দিয়ে সাধারণ মানুষকে উদ্ধারকাজ বন্ধ করা হল। 

Russia-Ukraine War Live: ইউক্রেনের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভ খুন

রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন!  ইউক্রেনের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভ খুন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে খুনের অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। 

Russia-Ukraine Conflict Live Updates: ঘরের ছেলে ঘরে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। এখনও আটকে বহু। তার মধ্যেই কোনওক্রমে বাড়ি ফিরলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর রামকৃষ্ণপল্লির বাসিন্দা পাভেল দাস সহ তিন পড়ুয়া। ছেলেকে কোলে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না মা। 

Russia-Ukraine War Live: ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ

৭ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা। ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের সুমিতে এখনও আটকে ভারতীয় পড়ুয়ারা, জানাল কেন্দ্র

ইউক্রেনের সুমিতে আটকে ভারতীয় পড়ুয়ারা। রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতির জন্য বার্তা দিচ্ছিলাম বার বার, যাতে সকলকে নিরাপদে বার করে আনা যায়: অরিন্দম বাগচি, বিদেশমন্ত্রকের মুখপাত্র।


 

Russia-Ukraine War Live: যুদ্ধবিরতি বহাল, উদ্ধারকাজ শুরু হল ইউক্রেনে

যুদ্ধিবিরতিতে উদ্ধারকাজ শুরু হল ইউক্রেনে। মানবিক করিডর গড়ে সরানো হচ্ছে নাগরিকদের। খাবার এবং ওষুধ পৌঁছে দেওয়ার কাজও চলছে। 

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

Russia-Ukraine War Live: ফের বোমা বর্ষণের আশঙ্কা, নাগরিকদের নিরাপদে সরতে বলল ইউক্রেন

বোমা বর্ষণের সতর্কতা দেশ জুড়ে। নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থলে পালানোর আর্জি ইউক্রেন সরকারের। 

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের বিরুদ্ধে গণ ইস্তফা টিভি চ্য়ানেলে, রাশিয়ায় অন এয়ার চাকরি ছাড়লেন বহু

যুদ্ধের বিরোধিতায় প্রতিবাদ মিছিল চলছিলই। এ বার গণ ইস্তফা দিলেন রাশিয়ার এক টিভি চ্যানেলের কর্মীরা। অন এয়ারই চাকরি ছেড়ে বেরিয়ে গেলেন অনেকে।

Russia-Ukraine War Live: ইউক্রেন ছেড়ে আসা পড়ুয়াদের ভারতে ইন্টার্নশিপ করতে আহ্বান

যুদ্ধে অসম্পূর্ণ হাতেকলমে শিক্ষা। ইউক্রেনেফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার আহ্বান। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে জারি হল নির্দেশিকা।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়াকে বয়কট একাধিক সংবাদমাধ্যমের, সরিয়ে নেওয়া হচ্ছে সাংবাদিকও

রাশিয়াকে বয়কট মার্কিন সংবাদমাধ্যমের। মস্কোয় নিজেদের সম্প্রচার বন্ধ করল তারা। একাধিক সংবাদমাধ্যম রাশিয়া থেকে সরিয়ে নিচ্ছে সাংবাদিকদের।

Russia-Ukraine War Live: ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রোমানিয়ায়, ২২৯ জন ভারতীয়কে নিয়ে ফিরল বিমান

২২৯ জন ভারতীয়কে নিয়ে ফিরল বিমান। ইউক্রেন সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় ঢুকে পড়েছিলেন সকলে। সেখান থেকে সকলকে দিল্লি নিয়ে আসা হল।


 

Russia-Ukraine Conflict Live Updates: রুশ আগ্রাসন অব্যাহত, মারিউপোল শহর ঘিরে ফেলল রুশ সেনা

রুশ আগ্রাসন অব্যাহত ইউক্রেনে। এ বার মারিউপোল শহর ঘিরে ফেলল রুশ সেনা। শহর হাতছাড়া হতে পারে বলে আশঙ্কায় কিভ।


 

Russia-Ukraine War Live: ভুয়ো খবরে জেল, দেশের সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি রাশিয়ার

ভুয়ো খবর প্রকাশ করলে জেল। যুদ্ধ পরিস্থিতিতে দেশের সংবাদমাধ্যমগুলিকে ফরমান রাশিয়ার।

Russia-Ukraine Conflict Live Updates: 'খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে রাশিয়াকে', ফেসবুক, টুইটার নিষিদ্ধ করল মস্কো

ইউক্রেনে যুদ্ধ নিয়ে কোণঠাসা রাশিয়া। তার মধ্যে ফেসবুক-টুইটার নিষিদ্ধ করল তারা। তাদের দাবি, যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টা চলছে।

Russia-Ukraine War Live: দশম দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্ব জুড়ে শেয়ার বাজারে পতন

ইউক্রেনীয় পরমাণু কেন্দ্রে হামলা রাশিয়ার। তাতে বিশ্ব জুড়ে শেয়ার বাজারে পতন। 

Russia-Ukraine Conflict Live Updates: আকাশসীমা বন্ধে সায় নেই ন্যাটোর, তীব্র আক্রমণ জেলেনস্কির

ইউক্রেনের জন্য ভাবিত নয় ন্যাটো, আকাশসীমা বন্ধে সায় না দেওয়ায় ন্যাটোকে কটাক্ষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেক্ষাপট

কিভ: সংঘাত থেকে খাতায় কলমে যুদ্ধ, বিগত ১০ দিন ধরে জ্বলছে ইউক্রেন (Russia Ukraine War)। এখনও পর্যন্ত সমাপ্তির কোনও লক্ষণ নেই। বরং পরিস্থিতি ক্রমশ ঘোরাল হয়ে উঠছে। বিগত কয়েক দিন ধরে লাগাতার ইউক্রেনের বুকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, বোমা আছড়ে পড়েছে। তাতে রাশিয়াকে (Russia Ukraine War News) কাঠগড়ায় তোলা হলেও, অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। মিথ্যে রটনার উপর ভর করে রাশিয়াকে খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। 


ইউক্রেনে সেনা অভিযান নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও দাবি রাশিয়ার। তার জন্য ফেসবুক, টুইটারের মতো নেটমাধ্যমকে নিষিদ্ধ করেছে ক্রেমলিন। সে দেশের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে রাশিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে ফেসবুক। RT এবং RIA-র মতো রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলিকে নিষিদ্ধ করে রেখেছে তারা। অথচ রাশিয়ার বিরুদ্ধে মত পোষণকারী সংস্থাগুলিকে বেশি প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে।


চলতি সপ্তাহে ফেসবুক জানায়, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিকে RT এবং স্পুটনিক সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রাম মারফত রুশ সরকারের হয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তারা। ফেসবুক এবং তার অধীনস্থ কোনও মাধ্যমেই রাশিয়ার রাষ্ট্রীয় মদতপুষ্ট সংবাদ দেখা যাবে না বলে জানায় তারা। তার পরই শুক্রবার ফেসবুক এবং টুইটারকে দেশে নিষিদ্ধ করে ক্রেমলিন। 


আরও পড়ুন: Russia Ukraine War : বায়ুসেনার বিমানে ইউক্রেনে আরও ত্রাণসামগ্রী পাঠাল ভারত


অন্য দিকে, যুদ্ধের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিজের দেশের আকাশসীমা বন্ধ করতে চেয়েছিল ইউক্রেন। কিন্তু তাদের সেই আর্জি খারিজ করে দিয়েছে ন্যাটো (NATO)। তাতে আন্তর্জাতিক সংগঠনটির উপর চটেছেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর কথায়, "মুহুর্মুহু আক্রমণ, প্রাণহানি নিশ্চিত জেনেও ইউক্রেনের আকাশসীমা বন্ধে সায় দিচ্ছে না ন্যাটো।  এতে আসল অর্থে রাশিয়াকে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আকাশ থেকে ইউক্রেনের গ্রামে-গঞ্জে বোমা ফেলতে পারে তারা।"


তবে গত ১০ দিন ধরে যুদ্ধ চলাকালীন রাশিয়ার সেনার বিরুদ্ধে ইউক্রেনে যে ভূরি ভূরি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে, তা নিয়ে মস্কোর বিরুদ্ধে তদন্তে সায় দিয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। প্রয়োজনে যুদ্ধাপরাধ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে বলে জানিয়েছে তারা। তাতে দুই পরিষদের ৪৭ জন সদস্য রাশিয়ার বিরুদ্ধে তদন্তে সায় দিলেও, ১৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.