নয়াদিল্লি : ইউক্রেন (Ukraine) যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত রুশ (Russia) হামলা। লুহানস্কের ক্রেমিন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় ৫৬ জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের দাবি, বন্দর শহর সেভাস্তোপোলে পাল্টা হামলায় মৃত্যু হয়েছে কৃষ্ণসাগরে রুশ নৌবহরের এক সিনিয়র কম্যান্ডারের। মারিউপোলেও লাগাতার গোলাবর্ষণ চলছে। প্রাণ বাঁচাতে ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। আজকের মধ্যেই মারিউপোলে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাজধানী কিভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্রের হানা। বোমাবর্ষণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।
লাগাতার রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। যুদ্ধের কারণে গৃহহীন ১০ লক্ষ মানুষ, যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকে মধ্যস্থতা করতে রাজি বলে জানাল সুইৎজারল্যান্ড। আজ ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত পরিদর্শনে যাবেন সুইস প্রেসিডেন্ট ইগনাসিও ক্যাসিস। ২৫ মার্চ পোল্যান্ডে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ইউক্রেন পরিস্থিতি নিয়ে ওয়ারশয়ে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
পাশাপাশি, যুদ্ধের ভয়াবহতার মাঝেই সুমি শহরে একটি কেমিক্যাল প্লান্টে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ চলছে।
সোমবারই বেঙ্গালুরুতে ফিরল ইউক্রেনে নিহত মেডিক্যাল পড়ুয়া নবীন শেখরাপ্পার মৃতদেহ। শ্রদ্ধা জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ১ মার্চ, ইউক্রেনের খারকিভ শহরে রুশ গোলায় মৃত্যু হয় নবীন শেখরাপ্পার। স্থানীয় হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার দেহদান করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
আরও পড়ুন - বাংলাদেশে ভয়াবহ লঞ্চডুবি, উদ্ধার ৬ দেহ, বহু মৃত্যুর আশঙ্কা