কিভ: রাশিয়ার বিপুল পরাক্রমের সামনে গুঁড়িয়ে যাওয়ার কথা ছিল তাদের (Russia Ukraine War)। কিন্তু সাহসিকতায় নজির গড়েই চলেছে ইউক্রেন (Rusia Ukraine War News)। সেখানে এ বার খালি হাতে সেখানে রুশ ট্যাঙ্ক রুখে দিলেন এই ইউক্রেনীয় ব্যক্তি। তাতে তিন দশক আগের তিয়েনানমেন স্কোয়্যারের স্মৃতি (Tiananmen Square Moment) উস্কে দিলেন তিনি।


ইউক্রেনীয় বিদেশমন্ত্রকের তরফে ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে নেটমাধ্যমে। তাতে দ্রুত গতিতে এগিয়ে চলা রুশ ট্যাঙ্কের সামনে আচমকাই ঝাঁপিয়ে পড়তে দেখা যায় এক ব্যক্তিকে। দুই হাত ট্যাঙ্কের উপর রেখে ঝুঁকে পড়েন তিনি। প্রবল গতির সামনে বেশ খানিকটা দূরত্ব পিছুও হটতে হয় তাঁকে।


কিন্তু একটা সময় পর গতি কমাতে থাকে ট্যাঙ্কটি। শেষমেশ ট্যাঙ্কটিকে থামতেই হয়। ট্যাঙ্ক থেকে নেমে এসে ওই ব্যক্তিকে ঘিরে ধরে রুশ সেনা। তাতে তিনি যে নিরস্ত্র, তা বোঝাতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন ওই ইউক্রেনীয় নাগরিক।



আরও পড়ুন: Russia-Ukraine War LIVE: রুশ বায়ুসেনাকে সাহায্য নয়, ঘোষণা বোয়িংয়ের


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সারি সারি রুশ কনভয়ের মধ্যে সামিল ছিল ওই ট্যাঙ্কটি। বাখমাশ হয়ে কিভের দিকে এগোচ্ছিল সেটি। ওই ব্যক্তির সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে ইউক্রেনীয় সরকার। ভিডিয়োটি পোস্ট করে তারা লেখে, ‘ইউক্রেনে মানুষকে বন্দি করে রাখা হয়েছে বলে দীর্ঘ দিন ধরে মিথ্যা দাবি করে আসছে রাশিয়া। বাস্তবে ইউক্রেনীয় নাগরিকরা স্বাধীন এবং প্রয়োজনে রুশ ট্যাঙ্ক রুখতে খালি হাতেও এগিয়ে যেতে পারেন তাঁরা।’


গত কয়েক দিনে এরকম একাধিক ভিডিয়ো সামেনে এসেছে ইউক্রেন থেকে। প্রশিক্ষিত রুশ সেনা এবং সমরাস্ত্রে সুসসজ্জিত তাদের সারি সারি কনভয়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা গিয়েছে ইউক্রেনীয় নাগরিকদের। একই ভাবে ইউক্রেনীয় সেনাও সাহসিকতার সঙ্গে রাশিয়ার মোকাবিলা করে চলেছে। ক্ষেপণাস্ত্র ছুড়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি পেয়েও পাল্টা রুশ সেনাকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাদের। এমনকি রুশ সেনাকে রুখতে নিজের শরীরে বোমা বেঁধে সেতু উড়িয়ে দেওয়ার নজিরও রয়েছে ইউক্রেনীয় সেনার এক জওয়ানের।