Russia-Ukraine War Live Updates: যুদ্ধ কেড়ে নিয়েছে আশ্রয়, ইউক্রেনে ঘরছাড়া প্রায় ১ কোটি, জানাল রাষ্ট্রপুঞ্জ

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন রাশিয়া যুদ্ধের সব আপডেট এক নজরে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Mar 2022 03:39 PM
Russia-Ukraine War Live Updates: সমঝোতার কাছাকাছি রাশিয়া এবং ইউক্রেন, জানাল তুরস্ক

সমঝোতার কাছাকাছি রাশিয়া-ইউক্রেন। একাধিক ইস্যুতে একমত দুই পক্ষ। গুরুতর কিছু বিষয়ে আলোচনাই শুধু আটকে, জানালেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু।


 

WB News Live Updates: যুদ্ধ কেড়ে নিয়েছে আশ্রয়, ইউক্রেনে ঘরছাড়া প্রায় ১ কোটি, জানাল রাষ্ট্রপুঞ্জ

রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুর্ভোগ সাধারণ মানুষের। ঘরছাড়া প্রায় ১ কোটি মানুষ। জানাল রাষ্ট্রপুঞ্জ।

Russia-Ukraine War Live Updates: মারিউপোলে আরও এগোল রুশ সেনা, এখনও আটকে বহু মানুষ

মারিউপোলে আরও ভইতরে প্রবেশ রুশ সেনার। যুদ্ধে বন্ধ হয়ে পড়ে রয়েছে ইস্পাত কারখানা। এখনও বহু মানুষ আটকে রয়েছেন।

WB News Live Updates: শুধু কিভেই মৃত্যু ২২৮ জনের, মৃতের তালিকায় শিশুও, জানাল ইউক্রেন সরকার

রাশিয়ার সঙ্গে যুদ্ধে শুধু রাজধানীতেই মৃত্যু ২২৮ জনের। জানাল কিভ প্রশাসন। মৃতের তালিকায় রয়েছে শিশুও।


 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে সমাপ্তি ঘটুক যুদ্ধের, যৌথ বিবৃতিতে সওয়াল ভারত-জাপানের

ইউক্রেনে যুদ্ধসমাপ্তির পক্ষে সওয়াল ভারত-জাপানের। দিল্লি সফরে গিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সেখানেই যৌথ বিবৃতি দুই দেশের।


 

WB News Live Updates: যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার, উদ্বেগে ন্যাটো

যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা কবুল রাশিয়ার। তাতে উদ্বেগ বাড়ল ন্যাটোর। রাশিয়াকে যেনতেন প্রকারে রুখতে আলোচনার প্রস্তুতি।

Russia-Ukraine War Live Updates: রুশ আগ্রাসনে বন্ধ দেশের অর্থনীতির ৩০ শতাংশ, জানাল ইউক্রেন সরকার

রুশ আগ্রাসনে বন্ধ দেশের অর্থনীতির ৩০ শতাংশ। ধার করে চলতে হচ্ছে, জানালেন ইউক্রেনের অর্থমন্ত্রী সেরহি মারশেঙ্কো।

WB News Live Updates: কৃষ্ণসাগরের বুকে মাইন পুঁতে রেখেছে ইউক্রেন! দাবি রাশিয়ার

কৃষ্ণসাগরের বুকে মাইন পুঁতে রেখেছে ইউক্রেন! দাবি রাশিয়ার। জলের স্রোতে ভূমধ্যসাগর এবং বসফরাস প্রণালী পর্যন্ত ভেসে যেতে পারে বলে সতর্কবার্তা মস্কোর।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে সেনাঘাঁটিতে বোমাবর্ষণ, নিহত অন্তত ৫০ ইউক্রেনীয় সেনা, হামলা অস্ত্রভাণ্ডারেও

দক্ষিণ ইউক্রেনে সেনাঘাঁটিতে রুশ বোমাবর্ষণ। রুশ হামলায় নিহত অন্তত ৫০ জন ইউক্রেনীয় সেনা। রুশ হামলায় জখম ইউক্রেনের বহু জওয়ান। দক্ষিণ ইউক্রেনের ওই সেনাঘাঁটিতে ২০০ জন জওয়ান ছিলেন। পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কোভিস্কের অস্ত্র ভাণ্ডারেও হামলা।

WB News Live Updates: যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার ১ লক্ষ ৯০ হাজার, জানাল ইউক্রেন সরকার

যুদ্ধক্ষেত্র থেকে এখনও প্রযন্ত ১ লক্ষ ৯০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। মানব করিডর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে, জানালেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধ থামলেও রাশিয়ার সঙ্গে আগের মতো সম্পর্ক নয়, বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

যুদ্ধে পট পরিবর্তন আন্তর্জাতিক কূটনীতির। তাই ইউক্রেনে যুদ্ধ থামলেও রাশিয়ার সঙ্গে আর আগের মতো সম্পর্ক থাকবে না। জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

WB News Live Updates: দিল্লি সফরে মোদির সঙ্গে রাশিয়া-ইউক্রেন নিয়ে কথা বলতে পারেন কিশিদা, জানাল জাপান

জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার সঙ্গে চতুর্দেশীয় জোটের শরিক হলেও রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত ভারত।  দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেই নিয়ে আলোচনার সম্ভাবনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। আগেও ভারতকে কটোর অবস্থান নিতে আর্জি জানানো হয়েছিল বলে দাবি টোকিওর।


 

Russia-Ukraine War Live Updates: দুয়ারে হাজার হাজার ইউক্রেনীয় শরণার্থী, নিরাপত্তার প্রতিশ্রুতি চেক প্রজাতন্ত্রের

যুদ্ধ এড়াতে চেক প্রজাতন্ত্রে আশ্রয় হাজার হাজার ইউক্রেনীয় শরণার্থীর। ইউক্রেনীয় মহিলা এবং শিশুদের নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি চেক সরকারের।

Russia-Ukraine war LIVE : যুদ্ধে ঘরছাড়া ৬৫ লক্ষ মানুষ, জানাল রাষ্ট্রপুঞ্জ

যুদ্ধে ঘরছাড়া ৬৫ লক্ষ মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৪তম দিনে জানাল রাষ্ট্রপুঞ্জ।


 

Russia-Ukraine War Live Updates: কিভের কাছে আছড়ে পড়ল রুশ গোলা, নিহত ৭, আহত বহু

কিভের কাছে রুশ গোলার আঘাতে নিহত সাত। আহত বহু। জানাল ইউক্রেন সরকার।

Russia-Ukraine war LIVE : শান্তিপূর্ণ উপায়ে সমাপ্তি ঘটুক যুদ্ধের, রাশিয়া-ইউক্রেনকে আর্জি তুরস্কের

শান্তিপূর্ণ উপায়ে সমাপ্তি ঘটুক যুদ্ধের। ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি, দুই রাষ্ট্রনেতাকেই প্রস্তাব। জানাল তুরস্ক।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার সঙ্গে বাণিজ্য়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, ইউরোপীয় ইউনিয়নে সুপারিশ পোল্যান্ডের

রাশিয়ার সঙ্গে বাণিজ্য়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি। ইউরোপীয় ইউনিয়নে সুপারিশ পোল্যান্ডের। জানালেন দেশের প্রধানমন্ত্রী মাতিউস মোরাউইকি।


 

Russia-Ukraine war LIVE : রাশিয়া-চিন সম্পর্ক আরও মজবুত হওয়ার পথে, দাবি রুশ বিদেশন্ত্রীর

বন্ধুত্ব অটুট। রাশিয়া-চিন পারস্পরিক সহযোগিতা আরও মজবুত হয়ে উঠবে, জানালেন রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ।


 

Russia-Ukraine War Live Updates: আলোচনাই একমাত্র পথ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের বলল চিন

আলোচনাই একমাত্র পথ। রাশিয়া-ইউক্রেন সমঝোতায় সব দেশকে আলোচনার রাস্তায় হাঁটার আর্জি চিনের।

Russia-Ukraine war LIVE : বিধ্বংসী উন্মাদনা ছাড়া কিছু নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মন্তব্য সুইৎজারল্যান্ডের

স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যুদ্ধ বিধ্বংসী উন্মাদনা ছাড়া কিছু নয়, বলল সুইৎজারল্যান্ড।

Russia-Ukraine War Live Updates: বেপরোয়া এবং নির্মম আচরণ করছে রাশিয়া, বললেন মার্কিন প্রতিরক্ষা সচিব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৪তম দিন। বেপরোয়া এবং নির্মম আচরণ করছে রাশিয়া, বললেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।।

Russia-Ukraine war LIVE : ইউক্রেনকে সামরিক সাহায্যের জোগান নয়, জানাল বুলগেরিয়া

ইউক্রেনকে সামরিক সাহায্য জোগানো হচ্ছে না। জানাল বুলগেরিয়া।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে যোদ্ধা পাঠানোর কথা অস্বীকার হেজবোল্লার

রাশিয়াকে সমর্থন নয়। ইউক্রেনে যোদ্ধা পাঠায়নি তারা। জানাল লেবাননের হেজবোল্লা সংগঠন।

Russia-Ukraine war LIVE : রাশিয়ার থেকে ৩০ লক্ষ ব্যারেল তেল কেনার চুক্তি, দিল্লির পদক্ষেপে শোরগোল

রাশিয়ার সঙ্গে তৈল চুক্তি ভারতের। ৩০ লক্ষ ব্যারেল তেল কেনার চুক্তিতে স্বাক্ষর। মোটা অঙ্কের ছাড় ভারতকে।

Russia-Ukraine war : রাশিয়া ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে, জানাল ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।

Russia-Ukraine war LIVE : যুদ্ধে ১৪, ৪০০ রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ১৪, ৪০০ রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের


 





Ukraine Russia War Live : ইউক্রেনে হত ভারতীয় ছাত্রের দেহ ফিরবে ২১ মার্চ, জানাল কর্নাটক সরকার

কর্ণাটক সরকার শনিবার জানিয়েছে, সে- রাজ্যের যে মেডিকেল ছাত্র রুশ হামলায় ইউক্রেনে প্রাণ হারিয়েছে, তার দেহ শিগগিরিই ফিরছে। ২১ মার্চ বিমানবন্দরে দেহ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে । দেহ আনানোর  জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা করা হয়েছে সরকারের তরফে। 

Russia Ukraine War Update : আজভ সাগরও ইউক্রেনের নিয়ন্ত্রণের বাইরে

আজভ সাগরও ইউক্রেনের নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা। একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। 

Ukraine Russia War : ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য করিডোর

শনিবার সকালে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি   করিডোর খোলা হবে, আঞ্চলিক গভর্নর সের্হি গাইডে টেলিগ্রামে বলেছেন।

Ukraine Russia War : পশ্চিম ইউক্রেনে হাইপারসনিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

পশ্চিম ইউক্রেনে হাইপারসনিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় সূত্র খবর।  ইউক্রেনে হাইপারসনিক Kinzhal missile-এর ব্যবহারের কথা জানিয়েছে, আইএফএক্সের প্রতিবেদনে। 


 





Ukraine Russia War : মাইকোলাইভে রকেট হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট

মাইকোলাইভে রকেট হামলায় ৪০ জন নিহত: রিপোর্ট





Ukraine Russia War Live: মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষ হোক কেউই চায় না : পেন্টাগন

পেন্টাগনের প্রধান বলেছেন, "মার্কিন ইউক্রেনের শত্রুতায় অংশ নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র ... কেউই চান না মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষ হোক। 

Ukraine - Russia War Live : রুশ বাধায় বিপর্যস্ত মানুষ ত্রাণ পাচ্ছেন না, অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনের যুদ্ধ-বিধ্বস্ত শহরগুলিতে রুশ সেনারা মানবিক সহায়তা পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। বিপর্যস্ত মানুষ ত্রাণ পাচ্ছেন না।  রুশ সেনারা মানবিক সহায়তাটুকু সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া থেকে আটকাচ্ছে। অভিযোগ জেলেনস্কির । 

Ukraine - Russia War Live : দোনবাসে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে রাশিয়া


শনিবার ইউক্রেন যুদ্ধ ২৪ দিনে পা দিল।   যুদ্ধ যে আপাতত থামছে না, তা মোটামুটি স্পষ্ট পুতিনের হাবভাবে। এরই মধ্যে দোনবাসে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে রাশিয়া। 

Russia-Ukraine War Live ' আমি চাই সবাই এখন রাশিয়া আমাদের কথা শুনুক, বিশেষ করে মস্কোর মানুষরা', ভিডিওয় বললেন জেলেনস্কি

শনিবার এক ভিডিওপ্রকাশ করে ভলোদিমির জেলেনস্কি বলেন, "ইউক্রেনের প্রতি ন্যায়বিচারের সময় এসেছে। আমি চাই সবাই এখন রাশিয়া আমাদের কথা শুনুক, বিশেষ করে মস্কোর মানুষরা । ''

 Russia-Ukraine war Live : রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের

 রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।জেলেনস্কির দাবি, শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনাই নিজের ক্ষতি রুখতে রাশিয়ার কাছে একমাত্র পথ। এটা দেখা করা, কথা বলার সময়।

Ukraine Russia War Live : আজভ সাগরও ইউক্রেনের নিয়ন্ত্রণের বাইরে

বাইডেন-জিনপিং ফোনালাপের পরেও, যুদ্ধের ২৪তম দিনে ইউক্রেনে লাগাতার রুশ হামলা। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪০টি বিমান হামলা চালিয়েছে। আজভ সাগরও তাদের নিয়ন্ত্রণের বাইরে। 

Ukraine Russia War Live Updates : মারিউপোলের থিয়েটার হলে এখনও তেরোশোর বেশি মানুষ আটকে

রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা। একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রুশ বোমায় ধ্বংস হয়ে যাওয়া মারিউপোলের থিয়েটার হলে এখনও তেরোশোর বেশি মানুষ আটকে রয়েছেন বলে দাবি।

Russia Ukraine War Live : রাশিয়ার ক্ষতি এমন হবে যে  কয়েক প্রজন্মের মধ্যে আর ঘুরে দাঁড়াতে পারবে না : হুঁশিয়ারি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি ও নিরাপত্তা আলোচনাই রাশিয়াকে নিজের ভুল হওয়া ক্ষতি কমাতে একমাত্র সাহায্য করবে। এটা দেখা করার সময়. কথা বলার সময়। এটি ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধার করার সময়। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এমন হবে যে  কয়েক প্রজন্মের মধ্যে আর উত্থান হবে না।

Ukraine Russia War Live: ইউক্রেনে ১৪ টি ক্ষেপণাস্ত্র হামলা, ৪০ টি বিমান হামলা রাশিয়ার

রাশিয়া গত ২৪ ঘন্টায় ইউক্রেনে ১৪ টি ক্ষেপণাস্ত্র হামলা এবং ৪০ টি বিমান হামলা চালিয়েছে।

প্রেক্ষাপট

নয়া দিল্লি : ইউক্রেন-রাশিয়া (Russia Ukraine War) যুদ্ধের আজ ২৪ তম দিন। যুদ্ধ থামার নামই নেই। ক্রমেই বাড়ছে হিংসা। দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। রক্তক্ষয় বাড়ছে। এরই মধ্যে মৃতের তালিকায় যুক্ত হল এক সেলিব্রিটির নাম। রুশ হামলায় নিহত হলেন ইউক্রেনের অভিনেত্রী ওকসানা শেটস ।


কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে চলছে হামলা। 
অন্যদিকে রক্তাক্ত হয়েই চলেছে একের পর এক ইউক্রেনীয় শহর।  খারকিভে বাজারে প্রবল গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে তাতে। 
কিভ, মারিউপোলে (Mariupol Clash) লাগাতার সংঘর্ষ চলছে , বোমা ফেলছে রুশবাহিনী। ক্রামাটর্স্কে এয়ার স্ট্রাইক করেছে রাশিয়া। ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ। 


এ দিকে, ইউক্রেনের পাল্টা হামলায় নিহত রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল। কিভে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস ইউক্রেনের সেনাবাহিনীর। পশ্চিম ইউক্রেনে হাইপারসোনিক অস্ত্র দিয়ে রাশিয়ার হামলা বলে অভিযোগ। পশ্চিম ইউক্রেনে প্রথমবার রুশ হাইপারসোনিক কিনঝল ক্ষেপণাস্ত্র হানা। ইউক্রেনের সেনা ডিপো লক্ষ্য করে লাগাতার রুশ ক্ষেপণাস্ত্র হামলা।


এখনও মারিউপোলে আটকে ৩০ লক্ষের বেশি সাধারণ মানুষ। খাবার, জলের পর এবার মারিউপোলে মেডিক্যাল সরবরাহও বন্ধ। ১০ রুশ কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে বুলগেরিয়া ছাড়ার নির্দেশ। স্লোভাকিয়াকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি দিচ্ছে ন্যাটো। মারিউপোলের থিয়েটারে এখনও আটকে ১৩০০ ইউক্রেনীয়। রুশ বোমা বর্ষণের পর ধ্বংসস্তূপে পরিণত মারিউপোলের থিয়েটার। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রাশিয়ার লাগাতার রুশ বিমান হানা।


স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যুদ্ধ বিধ্বংসী উন্মাদনা ছাড়া কিছু নয়, বলল সুইৎজারল্যান্ড। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৪তম দিন। বেপরোয়া এবং নির্মম আচরণ করছে রাশিয়া, বললেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। রাশিয়াকে সমর্থন নয়। ইউক্রেনে কোনও যোদ্ধা পাঠায়নি তারা। জানাল লেবাননের হেজবোল্লা সংগঠন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.