Russia-Ukraine war : যুদ্ধের ২১তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন।


আঞ্চলিক নেতা পাভলো কিরিলেঙ্কো বলেছেন, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ বন্দর নগরীতে আরেকটি হামলার সময় রাশিয়ার সেনারা মারিউপোলের একটি হাসপাতাল দখল করে এবং প্রায় ৫০০ জনকে পণবন্দি করে। রাশিয়ান সৈন্যরা আশপাশের বাড়ি থেকে ৪00 জনকে আঞ্চলিক একটি হাসপাতালে (Regional Intensive Care Hospital) এ আটকে রেখেছে বলে জানিয়েছেন পাভলো।  তিনি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, প্রায় ১00 জন ডাক্তার এবং রোগীও ভিতরে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাভলো আরও  বলেন, রুশ সৈন্যরা হাসপাতালের ভেতরে আটকে রাখা মানুষ মানব ঢাল হিসেবে ব্যবহার করছে । সেখান থেকে কাউকে বের হতে দিচ্ছে না। 


"হাসপাতাল থেকে কাুকে ছাড়া হচ্ছে না, রুশ সেনারা আশেপাশে গুলি চালাচ্ছে" জানিয়েছেন পাভলো। Kyrylenko আরও বলেন, হাসপাতালের মূল ভবনটি গোলাগুলিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে চিকিৎসা কর্মীরা বেসমেন্টে স্থাপন করা অস্থায়ী ওয়ার্ডে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। 


ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় ৯৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যেই ফের ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেনস্কি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না। 


রাশিয়া-ইউক্রেন আলোচনার মাঝেই ফের প্রাণ গেল এক সাংবাদিকের। নিহত মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজের চিত্র সাংবাদিক পিয়ের জাকরজেউস্কি। কিভের কাছেই একটি জায়গায় সহকর্মী বেঞ্জামিন হলের সঙ্গে কাজ করছিলেন ওই চিত্র সাংবাদিক। সূত্রের খবর, হামলার মাঝে পড়ে তাঁদের গাড়িতে আগুন ধরে যায়।  সবমিলিয়ে যুদ্ধের ২১তম দিনেও ইউক্রেনে মৃত্যুমিছিল অব্যাহত। 


আরও পড়ুন :


যুদ্ধে নিহত আরও এক রাশিয়ান সেনাকর্তা, দাবি ইউক্রেনের