এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
প্রায় ৩,০০০ বছর পুরনো নবু মন্দির গুঁড়িয়ে নয়া ধ্বংসলীলা আইএসের
![প্রায় ৩,০০০ বছর পুরনো নবু মন্দির গুঁড়িয়ে নয়া ধ্বংসলীলা আইএসের Satellite Images Show Ancient Nabu Temple Destroyed In Iraq প্রায় ৩,০০০ বছর পুরনো নবু মন্দির গুঁড়িয়ে নয়া ধ্বংসলীলা আইএসের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/01/14123200/ISIS-AP-580x376-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ইরাকের প্রাচীন নবু মন্দির গুঁড়িয়ে দিল আইএস। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, উপগ্রহ থেকে তোলা ছবিতে এই ভয়াবহতা ধরা পড়েছে। আইএস দাবি করেছিল, ২,৮০০ বছরের পুরনো এই মন্দির ধ্বংস করেছে তারা। ৩ তারিখ উপগ্রহেও ধরা পড়েছে সেই চিত্র।
উত্তর ইরাকের প্রাচীন আসিরীয় শহর নিমরুদে রয়েছে এই ঐতিহাসিক নবু মন্দির। ব্যাবিলনের জ্ঞানের দেবতার পুজো হত এখানে। আইএসের তোলা ভিডিওয় দেখা যাচ্ছে, মন্দিরের সামনে মারাত্মক বিস্ফোরণ, তারপর ভাঙাচোরা প্রধান প্রবেশদ্বার। ওই ভিডিওতেই এক জিহাদি বলছে, এবার বিশ্বের অন্যতম আশ্চর্য, মিশরের পিরামিড ও স্ফিংক্স তাদের টার্গেট।
আসিরীয় সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ ক্ষেত্র ছিল এই নিমরুদ শহর। খ্রীষ্টপূর্ব ত্রয়োদশ শতকে দক্ষিণ পূর্ব মোসুল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে টাইগ্রিস নদীর ধারে এই শহরের প্রতিষ্ঠা হয়। নিমরুদের পাশে মোসুল এখন ইরাকে আইএসের প্রধান ঘাঁটি। তারা দাবি করেছে, মোসুলের কাছে মেসোপটেমিয়া সভ্যতার প্রাচীন শহর নিনেভের ঐতিহাসিক মাশকি ও নার্গাল গেটও বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। যদিও আগেই মাশকি গেট ধ্বংসের ছবি আইএস প্রকাশ করায় মনে করা হচ্ছে, স্রেফ ধ্বংসের ভিডিও তোলার জন্য আরও একবার এই দুই গেটের ওপর বুলডোজার চালিয়েছে তারা।Extensive damage to main entrance of Nabu Temple #Nimrud #Iraq as of 3 June sat img @DigitalGlobe @UNESCO @UNITAR pic.twitter.com/1ENBPRSPYY
— UNOSAT (@UNOSAT) June 8, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)