এক্সপ্লোর
স্ত্রীর সন্তান প্রসবে কেন, পুরুষ ডাক্তারকে গুলি
![স্ত্রীর সন্তান প্রসবে কেন, পুরুষ ডাক্তারকে গুলি Saudi Man Shoots Doctor For Assisting His Wifes Delivery স্ত্রীর সন্তান প্রসবে কেন, পুরুষ ডাক্তারকে গুলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/23095926/gun-to-shoot-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: স্ত্রীর সন্তান প্রসবের সময় সাহায্য করার পুরুষ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারকেই গুলি! চমকে দিয়েছে সৌদি আরবের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
সৌদির সংবাদ ওয়েবসাইট ‘সাবক’-এর খবর, মাসখানেক আগে রাজধানী রিয়াধের কিং ফাহাদ হাসপাতালে লোকটির স্ত্রী সন্তান প্রসব করেন। হাসপাতালে গিয়ে লোকটি ডাক্তারকে বলে, স্ত্রীর ঠিকমতো সন্তান প্রসবে সাহায্য করায় ধন্যবাদ জানাতে তাঁর সঙ্গে দেখা করতে চায়। রাজি হন জর্ডনীয় ডাক্তার মুহান্নাদ আল জাবন। হাসপাতালের বাগানে তিনি বাচ্চাটির বাবার সঙ্গে দেখা করেন। আচমকা কথাবার্তার ফাঁকে পোশাকে ঢেকে রাখা বন্দুক বের করে ডাক্তারকে নিশানা করে গুলি চালিয়ে দেয় লোকটি। গুলির শব্দে ছুটে আসে সবাই। জখম ডাক্তারকে প্রথমে ইমার্জেন্সি, তারপর সেখান থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। লোকটিকে গ্রেফতার করা হয়। পরে সে বলে, স্ত্রীকে সন্তান হওয়ার সময় সাহায্য করার কোনও অধিকার নেই ওই ডাক্তারের। সেখানে থাকা উচিত ছিল কোনও মহিলা স্ত্রী-রোগ বিশেষজ্ঞের।
গুলি খাওয়া ডাক্তার ভাল আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে তথ্য জোগাড় করে খুনের চেষ্টার ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)