এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
জঙ্গি ভেবে মন্ত্রীকে খুন, গ্রেফতার সোমালিয়ার দুই সৈন্য
মোগাদিশু : জঙ্গি ভেবে ভুল করে খোদ মন্ত্রীকে খুন করল সোমালিয়ার টহলদার সেনা। গত বুধবার রাজধানী মোগাদিশুতে পূর্তমন্ত্রী আব্বাস আবদুল্লাহি সেখ সিরাজ গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় সেনার টহলদারি দলের সন্দেহ হয়, ওই গাড়িতে রয়েছে জঙ্গিরা।গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সেনা। মারা যান মন্ত্রী সেখ সিরাজ। এই ঘটনায় বৃহস্পতিবার দুই সৈন্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোমালিয়ার তথ্যমন্ত্রী।
নিহত শেখ সিরাজ ছিলেন দেশের কনিষ্ঠতম মন্ত্রী। ৩১ বছরের শেখ সিরাজ কেনিয়ার উদ্বাস্তু শিবিরের সোমালিদের খুবই কাছের লোক। তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তাঁরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রয়াত মন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।
প্রয়াত মন্ত্রী শেষকৃত্যে যোগ দিতে ইথিওপিয়া সফর কাটছাঁট করে দেশে ফেরেন প্রেসিডেন্ট মহম্মদ আবদুল্লাহি মহম্মদ। প্রেসিডেন্টর দফতর থেকে শোকবার্তায় বলা হয়েছে, পূর্তমন্ত্রী ছিলেন দেশপ্রেমী এবং দক্ষতা ও সক্ষমতার জন্য জনপ্রিয় ছিলেন।
সোমালিয়ার সামরিক আদালতে ধৃত দুই সেন্যের বিচার হবে।
আল-কায়দার শাখা সংগঠন আল সাহাবের জঙ্গিরা মোগাদিশুতে প্রায়শই হামলা চালায়। তাদের লক্ষ্য সোমালিয়ার পশ্চিমী সাহায্যপ্রাপ্ত সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং অফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীকে হঠিয়ে দেওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement