এক্সপ্লোর
Advertisement
আইএসের বিরুদ্ধে ব্রিটিশ সেনার নয়া অস্ত্র বলিউড মিউজিক
নয়াদিল্লি: আইএসআইএসের বিরুদ্ধে লড়ার জন্য এবার বলিউড মিউজিকই এবার ব্রিটিশ সেনার নতুন ক্ষেপণাস্ত্র। পাকিস্তানে জন্ম নেওয়া এক গোয়েন্দা অফিসারের পরামর্শে লিবিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে হিন্দি ছবির গান কাজে লাগাচ্ছে তারা। ওই অফিসার ব্রিটিশ সেনাকে জানিয়েছেন, আইএস ভাবে গানবাজনা কোরান বিরোধী, অ-ইসলামিক। তাই তাদের অস্বস্তিতে ফেলতে আইএস এলাকায় ‘না- পাক’ হিন্দি গান বাজাচ্ছে ব্রিটিশ সেনা।
লিবিয়ার সির্তে শহর আইএসের দখলে। এছাড়া তারা দখলে রেখেছে লিবিয়ার ১৮৫ কিলোমিটার দীর্ঘ উপকূলবর্তী এলাকা। গোটা এলাকায় কায়েম হয়েছে শরিয়া আইন, যাতে নাচ গান সম্পূর্ণ নিষিদ্ধ। ওই সব এলাকা থেকে আইএসআইএসকে ঘাঁটিছাড়া করানোর জন্য লিবিয়ার সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ বাহিনী। মানসিকভাবে আইএস জঙ্গিদের ভেঙে দিতে তারা ব্যবহার করছে হিন্দি ছবির চটুল গান। জানা গেছে, এই গান শোনা নিজেদের অপমান বলে মনে করছে জঙ্গিরা। তাই ব্রিটিশ ও লিবীয় সেনা সির্তের কাছে দু’গাড়ি বোঝাই বলিউডি গানের সিডি ফেলে এসেছে।
শুধু মানসিকভাবে বিধ্বস্ত করাই নয়, গানের গুঁতোয় ত্রস্ত জঙ্গিরা নিজেদের গোপন ডেরার কথাও বলে ফেলছে বলে খবর। বলিউডি গান নিয়ে তারা রেডিওয় অভিযোগ করছে অন্য সাঙ্গোপাঙ্গোদের কাছে। আর তখনই গোয়েন্দারা জেনে ফেলছেন, কোথায় লুকিয়ে রয়েছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement