এক্সপ্লোর
Advertisement
দেখুন : নয় বছরের এই মেয়ের পোষ্য বাঘের ছানা!
নয়াদিল্লি: নয় বছরের ছোট্ট একটা মেয়ে। তার পোষা পশুর নাম জানলে চমকে যেতে হয়। সান জিয়াওজিং নামে ওই মেয়েটির 'বন্ধুত্ব' একটা বাঘের ছানার সঙ্গে। শুধু তাই নয়, আশ্চর্যের ব্যাপার মেয়েটি শুধু বাঘের ছানার সঙ্গে খেলাই করে না, তাকে স্নান করায়, এমনকি বোতল দিয়ে দুধও খাওয়ায়। বাঘের ছানাটিকে নিয়ে বেড়াতে বেরোনোর ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সান জিয়াওজিং চিড়িয়াখানার এক কর্মীর মেয়ে। তিন মাস আগে ওই ব্যাঘ্র শাবকের জন্ম হয়। এরপর থেকেই মেয়েটি বাঘের ছানার সঙ্গে খেলা শুরু করে।
ফুজিয়ান প্রদেশের ডোনঘু চিড়িয়াখানায় সান জিওয়াজিংয়ের বাবা কাজ করেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়েটি বাঘের ছানাটির নাম রেখেছে হুনিউ। এর অর্থ বাঘের মেয়ে। তিনি আরও বলেছেন, মেয়ের বন্ধুরা ওর পোষ্যকে ভয় পায়। কিন্তু সান ওকে বন্ধু হিসেবেই মনে করে। তিনি আরও বলেছেন, বাঘের ছানাটি তাঁর মেয়ের সঙ্গে খেলতে পছন্দ করে। স্কুল থেকে ফিরলেই ওর কাছে দৌড়ে যায় বাঘের ছানাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement