এক্সপ্লোর
Advertisement
নাম আইসিস, মহিলার প্রোফাইল বন্ধ করে দিল ফেসবুক
লন্ডন: নাম আইসিস। এই ‘অপরাধ’-এ ব্রিটেনের বছর ২৭-এর এক মহিলার প্রোফাইল বন্ধ করে দিল ফেসবুক কর্তৃপক্ষ। তাঁর সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের কোনও সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। পরিচয় পত্র চাওয়া হয়েছে ওই মহিলার।
ব্রিটেনের ব্রিস্টলের বাসিন্দা ওই মহিলার নাম আইসিস থমাস। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের কর্মী আইসিস জানিয়েছেন, তিনি যখন ফেসবুকে লগ ইন করতে যান, তাঁর নাম পরিবর্তন করতে বলা হয়। ফেসবুকে তাঁর অ্যাকাউন্টটি ছিল আইসিস ওরসেসটার নামে। এর আগে তাঁর একটি প্রোফাইল ছিল নিজের পদবী দিয়েই। পরে আরেকটি খোলেন এই নামে। তিনি প্রথমে ভাবেন পদবীর জন্যই সম্ভবত লগ ইন করতে পারছেন না তিনি। পরে তিনি বুঝতে পারেন, নামের জন্যই তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুকের তরফ থেকে একটি ম্যাসেজ পান তিনি। সেখানেই বলা হয়, এই নাম রাখা যাবে না। এটা ফেসবুকের নীতির বিরোধী। তাঁর পরিচয় পত্রও চেয়ে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
আইসিস জানিয়েছেন, তাঁর এই নামকরণ করেন তাঁর মা। মিশরের এক দেবীর নামানুসারেই এই নামকরণ। আইসিস জানিয়েছে, তাঁর নাম নিয়ে সবাই কটাক্ষ করে। এতে তিনি বেশ বিরক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement