এক্সপ্লোর
Advertisement
পালঘরে গণপিটুনিতে সাধু হত্যা: ইতনা সন্নাটা কিউ হ্যায়? ফের ট্যুইট ববিতার
জুনা আখড়ার দুই সাধু গুজরাতের সুরাতে একশেষকৃত্যের অনুষ্ঠানে যাওয়ার পথে গণহিংসার শিকার হন ১৬ এপ্রিল রাতে। তাঁদের গাড়ি থেকে টেনে বের করে লাঠি, রড, পাথর দিয়ে আক্রমণ করে উন্মত্ত জনতা। চোর সন্দেহেতাঁরা বটেই, তাঁদের গাড়িচালককেও মেরে ফেলা হয়।
নয়াদিল্লি: কোভিড ১৯ সংক্রমণছড়ানোর জন্য তবলিঘি জামাত সদস্যদের কাঠগড়ায় তুলে কটাক্ষের জন্য সমালোচনা,বিতর্কের রেশ মিলিয়ে যেতে না যেতেই ফের ববিতা ফোগত মহারাষ্ট্রের পালঘরেরগণপিটুনিতে তিনজনের মৃত্যু নিয়ে সরব। জুনা আখড়ার দুই সাধু গুজরাতের সুরাতে একশেষকৃত্যের অনুষ্ঠানে যাওয়ার পথে গণহিংসার শিকার হন ১৬ এপ্রিল রাতে। তাঁদের গাড়ি থেকে টেনে বের করে লাঠি, রড, পাথর দিয়ে আক্রমণ করে উন্মত্ত জনতা। চোর সন্দেহেতাঁরা বটেই, তাঁদের গাড়িচালককেও মেরে ফেলা হয়।
সাধুসমাজ, বিজেপি এ ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে। সোস্যাল মিডিয়াতেও নানা জনে ক্ষোভ উগরে দিচ্ছে। এবার অর্জুনপুরস্কারজয়ী কুস্তিগীর তথা বিজেপি নেত্রী ববিতা #PalgharSadhuLynching হ্যাশট্যাগ দিয়ে সরাসরি কারও নাম না করে ট্যুইট করেছেন, ইতনা সন্নাটা কিউ হ্যায়? অর্থাত নানা ইস্যুতেসোস্যাল মিডিয়ায় মুখ খোলেন যাঁরা, তাঁরা এখন চুপ কেন সাধু হত্যায়?মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে,নির্মম ঘটনার ব্যাপারে ১১০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, দোষীরা ছাড়া পাবেনা।
इतना सन्नाटा क्यों है???#PalgharSadhuLynching
— Babita Phogat (@BabitaPhogat) April 20, 2020
ববিতা দিনকয়েক আগে ট্যুইট করেছিলেন, করোনাভাইরাসের চেয়েও বেশিক্ষতিকর অভদ্র তবলিঘি জামাতিরা। এ নিয়ে জোর শোরগোল হয়। অনেকে তাঁর ট্যুইটারঅ্যাকাউন্ট বাতিলের দাবি করে। যদিও নিজের মন্তব্যে অনড় থাকেন ববিতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement