কলকাতা: সদ্য বিবাহিত দম্পতির ছবি ঝলমল করছে সোশ্যাল মিডিয়ায়। লাল বেনারসি, সিঁথি ভরা সিঁদুর.. ছবিতে যেন উপচে পড়ছে ইয়ামি গৌতমের সৌন্দ্যর্য্য (Yami Gautam)। তবে এই ছবি নতুন নয়। ২০২১ সালের ৪ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন ইয়ামি। আর আজ পুরনো ছবি পোস্ট করে, স্বামী আদিত্য ধরকে (Aditya Dhar) সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। 


আজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি ভাগ করে নেন ইয়ামি। এর দুটিতে তিনি নিজে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন পরিচালকের সঙ্গে। তৃতীয় ছবিতে আদিত্য একা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ইয়ামি লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালোবাসা। চিরকার আমার থেকো।'


আদিত্য ধর পরিচালক ও লেখক। বিভিন্ন সুপারহিট ছবির গানের নেপথ্যে ছিলেন আদিত্যই। গানের কথা লেখেন তিনি। হাল-এ দিল, কবুল এক্সপ্রেস, ওয়ান টু থ্রি-র মত ছবিতে গান লিখেছেন তিনি। ২০০৮ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আদিত্য। আক্রোশ ও তেজ ছবিদুটির ডায়লগ ও লিখেছেন তিনি। ২০১৯ সালে তাঁর পরিচালিত 'উরি' ছবিটি জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। ছবির নায়ক ছিলেন ভিকি কৌশল ও নায়িকা ইয়ামি গৌতম। ২০১৬ সালের উরির ঘটনাকে নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। সম্ভবত এই ছবি থেকেই শুরু হয় ইয়ামি-আদিত্যর প্রেমও।


নতুন ছবির শ্যুটিং শেষেই বাংলাদেশে পাড়ি যশ-নুসরতের


সদ্য মুক্তি পেয়েছে ইয়ামি গৌতমের নতুন ছবি 'আ থার্সডে'। এই ছবির শ্যুটিং শেষ করে তিনি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। আগামীর ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং শেষ করার পর ছবির সেট থেকেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন, 'আমার আগামী ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং অফিশিয়ালি শেষ হল। এই মিষ্টি শিশুদের উপস্থিতিতে যে অনুভূতি হচ্ছে, তা শেয়ার না করে পারলাম না। এই ছবিতে বিভিন্ন চ্যালেঞ্জিং মুহূর্তে আমাকে পড়তে হয়েছে। এই ছবির টিমের সঙ্গে অনেক দুষ্পাপ্য মুহূর্ত কাটিয়েছি'।







" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">