এক্সপ্লোর
মুসলিমদের লজ্জা দিচ্ছ- মদের বোতল নিয়ে ছবি পোস্ট করে ট্রোলড হুমা কুরেশি
মুসলমান হয়ে হুমা ইসলামের রীতি নীতি ভঙ্গ করছেন অভিযোগ তুলে প্রচুর উপদেশ আর ধিক্কার দিয়েছে তাঁকে।

মুম্বই: বেচারা হুমা কুরেশি। হাতে ধরেছিলেন এক গ্লাস অ্যালকোহলিক লেমনেড, সামনে টেবিলে ছিল এক বোতল অ্যালকোহল। বোধহয় অ্যাড দিচ্ছিলেন, সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ব্যস, তেড়ে এসেছে এক শ্রেণির ফ্যান। মুসলমান হয়ে হুমা ইসলামের রীতি নীতি ভঙ্গ করছেন অভিযোগ তুলে প্রচুর উপদেশ আর ধিক্কার দিয়েছে তাঁকে।
এই ফ্যানেদের বক্তব্য, মুসলিম হওয়ার সুবাদে হুমা মদ খেতে পারেন না, বোতল নিয়ে ছবি তোলাও ধর্মে নিষিদ্ধ। কেউ বলেছে, তিনি মুসলমানের লজ্জা, আবার কারও বক্তব্য, তাঁর জন্যই মুসলমানের ভাবমূর্তি দিকে দিকে ধুলোয় লুটোচ্ছে। অন্যরা এত কিছু না বলে স্রেফ যাচ্ছেতাই গালিগালাজ করেছে।
দেখুন এমন কিছু নমুনা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















