Bike Ride: এক ঝলক দেখলে চমকে উঠবেন আপনিও। ব্যস্ত সড়কে অন্য মেজাজে গাড়ি চালাচ্ছেন এক আরোহী। বাইক স্টান্ট বলা যেতেই পারে। হাতে নয়, বাইকের হ্যান্ডল ধরা আছে পায়ে আর হাতে মোবাইলে ভিডিয়ো দেখছেন আরোহী। সেভাবেই চলছে গাড়ি (Viral Video)। সুন্দর করে পাশ কাটিয়ে যাচ্ছেন অন্য বড় গাড়িকে। আর এই বাইক আরোহীকে (Bike Stunt) দেখে চমকে উঠছেন পিছনের অন্য বাইক চালকেরা। এমনই একটি ভিডিয়ো সাড়া ফেলেছে সমাজমাধ্যমে।


কী দেখা যাচ্ছে ভিডিয়োতে ?


ইতিমধ্যেই এই ভিডিয়োতে ২.৯ মিলিয়ন ভিউ এসে গিয়েছে, আরও ভিউজ আসছে। কোথায় ঘটল এই ঘটনা ? ভিডিয়োটি কোথাকার সেটা স্পষ্ট জানা না গেলেও অনেকেই অবাক হয়েছেন এই অদ্ভুত এবং একইসঙ্গে বিপজ্জনক বাইক চালানো দেখে। ভিডিয়োতে (Viral Video) স্পষ্ট দেখা যাচ্ছে, একটা লোক বাইকে পুরো শুয়ে আছে এবং ব্যস্ত সড়কে দক্ষতার সঙ্গে শুধু পা দিয়েই বাইক চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর থেকেও ভয়ঙ্কর হল গাড়িতে শুয়ে শুয়ে তিনি নিজের মোবাইল ফোনে ভিডিয়ো দেখতেই ব্যস্ত। নিজের জীবন এবং রোড সেফটির কথা কি বিন্দুমাত্র ভাবেননি তিনি ? আবার কিছুক্ষণ পরেই দেখা যায়, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যান সেই আরোহী। খুব কৌশলে ট্রাকের পাশ কাটিয়ে বেরিয়ে আসেন তিনি।



কমেন্টে কী লিখেছে নেটিজেনরা ?


আর এই ভিডিয়োর কমেন্ট সেকশনেই লুকিয়ে আসল মজা। এই ঝুঁকিপূর্ণ কাজে অনেকেই ভয় পেয়েছেন, কেউ কেউ আশ্চর্য হয়েছেন খুব। জনৈক নেটিজেন এই ভিডিয়োর (Viral Video) নিচে কমেন্ট করেন, 'ভাই আমার অটো পাইলট মোডে আছেন'। আবার কেউ কেউ লেখেন, আলট্রা প্রো ম্যাক্স রাইডার'। একজন তো রজনীকান্তের ভাইপো বলে বিদ্রুপ করতেও ছাড়েননি তাকে। আজকালকার দিনে পাবজি গেম খেলার নেশা যে পরিমাণে বাড়ছে, সেকথা চিন্তা করে জনৈক নেটিজেন কমেন্টে লেখেন, 'যখন পাবজিই জীবন'। এই ভিডিয়ো স্বাভাবিকভাবে ভারতের নানা মহলে রোড সেফটি এবং নিজস্ব সচেতনতা বিষয়ে চর্চা আরও বাড়িয়ে তুলেছে। নেটিজেনরা এই ভিডিয়োকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।


ভারতের 'ভাইরাল'


এর কয়েকদিন আগে আরেকটি রোবটের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। শিল্পপতি আনন্দ মহিন্দ্রা সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল, একটি রোবটের সাহায্যে অনায়াসে পুকুরের জলে জমে থাকা ময়লা পরিস্কার করা হচ্ছে। সেই ভিডিয়ো দেখে আনন্দ মহিন্দ্রা লিখেছিলেন এইরকম রোবট কেউ বানালে সেই স্টার্ট আপে তিনিও বিনিয়োগ করতে চান।


আরও পড়ুন: River Cleaning Robot: অনায়াসে নদী থেকে জঞ্জাল পরিষ্কার করছে রোবট, চমকে দিল সোশ্যাল মিডিয়া