নয়াদিল্লি: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন! আর যিনি ট্রাক চালান, তিনি 'ভ্লগিং'-ও করেন। শুধু করেন বললে ভুল হবে, ইউটিউবে তাঁর ১৫ লক্ষ ফলোয়ার। বিশ্বাস না হলে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার (Ananda Mahindra Posts Story Of A Truck Driver) এক্স হ্যান্ডেলে একবার ঢুঁ মেরে আসতে পারেন। এমনই এক ট্রাকচালকের কথা শেয়ার করেছেন তিনি। যথারীতি, তার পর থেকে সোশ্য়াল মিডিয়ার একাংশে এই চালককে নিয়ে তুমুল চর্চা চলছে।


কে তুমি বিস্ময়?
শিল্পপতি সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন, একদিকে ট্রাকচালক ও অন্য দিকে জনপ্রিয় ইউটিউবার ওই ব্যক্তির নাম রাজেশ রাওয়ানি। ২৫ বছর ধরে ট্রাকের স্টিয়ারিং তাঁর হাতে। সেই হাতেই এবার উঠে আসছে ফোন, ল্যাপেল মাইক্রোফোন থেকে'ভ্লগিং'-র যাবতীয় জরুরি প্রয়োজনীয় জিনিস। খাবারদাবার এবং ট্র্যাভেল, এই নিয়ে 'ভ্লগিং' করেন রাজেশ। এবং তাতেই তাক লাগিয়ে দিয়েছেন। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার কথায়, 'নিজের উপার্জন থেকে নতুন বাড়ি কিনেছেন রাজেশ।' সঙ্গে এই মাঝবয়সী ভ্লগারের একটি ভিডিও-ও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিল্পপতি। তাতে দেখা যাচ্ছে, কী ভাবে নিজের ট্রাকটিকেই অস্থায়ী রান্নাঘর বানিয়ে ফেলছেন রাজেশ। কী ভাবে সেখানেই তৈরি করছেন, জিবে জল আনা মাংসের পদ, সঙ্গে ভাত।


ইউটিউবার সম্পর্কে...
ভিডিওটি দেখলে বোঝা যাবে, ক্যামেরাটি ধরে রয়েছেন রাজেশের ছেলে। আর ভ্লগার বলছেন, 'আমরা হায়দারবাদ থেকে পটনা যাচ্ছি। দেশি মুরগির মাংস রান্না করব আজ।' কথা বলতে বলতে পেঁয়াজ কাটতে দেখা যাচ্ছে রাজেশকে। এর পর রান্না চাপালেন, যে স্টোভের উপর সেটি করা হবে তা ট্রাকেরই একটি দিকে রাখা গ্যাস সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত। প্রেশার কুকারে প্রথমে কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর মাংসগুলি সেখানে ফেলে তা সেদ্ধ করার জন্য অপেক্ষা করতে দেখা গেল তাঁকে। 'লিড' বন্ধ করে কুকার কখন 'হুইসল' দেয়, তার অপেক্ষাও করলেন রাজেশ। সঠিক সময়ে 'হুইসল' হতেই মাংস নামিয়ে গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন। বাবা-ছেলে দুজনকেই খেতে দেখা গেল খাবার। ভিডিওটি 'এক্স' হ্যান্ডেলে পোস্ট করার পর থেকে আলোচনা শুরু হয়েছে। এক 'ইউজার' লেখেন, 'মাটির কাছাকাছি থাকা মানুষগুলোকে আপনি যে ভাবে তুলে ধরছেন, সেই প্রচেষ্টা ভাল। ওই মানুষটি তো আনন্দিত হবেনই, পাশাপাশি বাকিরাও কঠিন পরিশ্রমের মূল্য বুঝবেন।' আর এক জন লেখেন, '...ডিজিটাল বিপ্লব কী ভাবে সাধারণ মানুষের জীবন বদলে দিচ্ছে, তার আরও একটি দৃষ্টান্ত।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:'আমি যদি ফটোগুলি খুলি তাহলে বুঝতে পারবেন', সৌমিত্র খাঁ-কে নিয়ে আক্রমণ মমতার